'Reading is a good habit.'. Here 'Reading' is a-
A
verb
B
present participle
C
verbal noun
D
gerund
উত্তরের বিবরণ
ব্যাখ্যা:
বাক্যটি হলো — “Reading is a good habit.”
এখানে “Reading” শব্দটি noun-এর মতো ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এটি কোনো কাজ বা ক্রিয়াকে বস্তু বা ধারণা হিসেবে প্রকাশ করছে। ইংরেজিতে verb + ing রূপের এমন ব্যবহারকে gerund বলা হয়।
মূল বিষয়বস্তু:
-
Gerund: এমন একটি verb form যা noun-এর মতো কাজ করে।
-
উদাহরণ:
-
Swimming is good for health. → Swimming = gerund (noun হিসেবে ব্যবহার)
-
Reading improves knowledge. → Reading = gerund
-
-
সংশ্লিষ্ট নোট:
-
Present participle (verb + ing) সাধারণত continuous tense বা adjective হিসেবে ব্যবহার হয়।
-
উদাহরণ: The running water is cold. → running = present participle (adjective)
-
-
ভুল বিকল্প বিশ্লেষণ:
-
(ক) verb: Reading এখানে ক্রিয়া হিসেবে কাজ করছে না, noun-এর মতো ব্যবহার হয়েছে।
-
(খ) present participle: Present participle continuous tense বা adjective হিসেবে ব্যবহৃত হয়, noun হিসেবে নয়।
-
(গ) verbal noun: এটি gerund-এর একটি প্রকার, তবে আধুনিক English grammar-এ gerund শব্দটি বেশি প্রচলিত ও সঠিক।
বাংলা অনুবাদ:
-
Reading is a good habit. → পড়া একটি ভাল অভ্যাস।
-
এখানে “Reading” = gerund → noun-এর মতো ব্যবহার।
অতএব, বাক্য অনুযায়ী “Reading” হলো
0
Updated: 1 day ago
'Heard melodies are sweet but those unheard are sweeter' is taken from
Created: 1 day ago
A
Robert frost
B
William Wordsworth
C
John Keats
D
PB Shelley
The line "Heard melodies are sweet but those unheard are sweeter" is taken from John Keats' famous poem "Ode on a Grecian Urn". This quote reflects the theme of the poem, which explores the idea of eternal beauty and the contrast between the real world and the world captured in art. Keats uses the concept of an urn, which is still and silent, to symbolize an idealized form of existence that is free from the ravages of time. The line suggests that things that are imagined or not yet experienced often hold a greater appeal than those that are already tangible or real.
Here’s a breakdown of the options:
-
Robert Frost is known for works such as "The Road Not Taken" and "Mending Wall," but he did not write this line.
-
William Wordsworth is famous for works like "I Wandered Lonely as a Cloud" and "Tintern Abbey," and while his poetry often celebrates nature, he is not the author of this line.
-
John Keats, the correct answer, is a Romantic poet known for his exploration of beauty, art, and transcendence. This particular line is from his poem "Ode on a Grecian Urn," written in 1819. Keats’ work frequently examines the tension between the fleeting nature of life and the permanence of art, with this quote illustrating that concept.
-
PB Shelley is another Romantic poet known for works like "Ozymandias" and "To a Skylark," but he did not write this line.
John Keats' "Ode on a Grecian Urn" continues to resonate with readers for its meditations on immortality, beauty, and the contrast between the static and dynamic elements of life.
0
Updated: 1 day ago
He has finished in no time.
Here, 'no' is-
Created: 1 month ago
A
Noun
B
Pronoun
C
Adjective
D
Adverb
‘He has finished in no time.’ এখানে ‘no’ একটি adjective। এটি “time” শব্দকে নির্দিষ্ট করছে, তাই এটি একটি পরিমাণসূচক adjective।
No (adjective):
-
English meaning: not any; hardly any; very little
-
Bangla meaning: (১) না; নয়; (২) কোনো শব্দের আগে বসে ঐ শব্দের বিপরীত নির্দেশ করে
-
Example: There’s no butter left.
No (noun) [plural: noes / nos]:
-
English meaning: a negative answer; a negative vote or decision
-
Bangla meaning: না; অসম্মতি (নেতিবাচক উত্তরকে জোর দিচ্ছে)
No (adverb):
-
ব্যবহার: নেতিবাচক উত্তর দেওয়ার জন্য
-
Example: "Would you like some coffee?" "No, thank you."
Source:
0
Updated: 1 month ago
"Isabella" and "Claudio" appear in which Shakespeare play?
Created: 1 month ago
A
The Tempest
B
Othello
C
Measure for Measure
D
Much Ado About Nothing
Isabella এবং Claudio চরিত্র দুটি এসেছে William Shakespeare-এর নাটক Measure for Measure থেকে। এটি পাঁচ অঙ্কের একটি Dark Comedy, যা রচিত হয় প্রায় ১৬০৩–১৬০৪ সালে এবং ১৬২৩ সালের First Folio সংস্করণে প্রকাশিত হয়।
সারসংক্ষেপ
ভিয়েনার ডিউক Vincentio সাময়িকভাবে শাসনভার Angelo-কে অর্পণ করেন। Angelo কঠোরভাবে আইন প্রয়োগ করে Claudio-কে মৃত্যুদণ্ড দেন, কারণ সে তার প্রেমিকা Juliet-কে বিয়ে না করে গর্ভবতী করেছে। Claudio-র বোন Isabella, যিনি একজন novice nun, ভাইয়ের প্রাণভিক্ষা করতে Angelo-র কাছে যান। কিন্তু Angelo শর্ত দেন—Isabella যদি তার সতীত্ব বিসর্জন দেয়, তবে Claudio মুক্তি পাবে। Isabella রাজি হন না। এদিকে Duke ছদ্মবেশে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন। শেষে সত্য প্রকাশিত হয়, Claudio বেঁচে যায়, Angelo-র ভণ্ডামি প্রকাশ পায়। নাটকের শেষে Duke Isabella-কে বিয়ের প্রস্তাব দেন এবং ন্যায়বিচারের মধ্য দিয়ে কাহিনি শেষ হয়।
প্রধান চরিত্রসমূহ
-
Isabella
-
Duke Vincentio
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone ইত্যাদি
William Shakespeare
-
জন্ম: ২৬ এপ্রিল, ১৫৬৪, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: ২৩ এপ্রিল, ১৬১৬, Stratford-upon-Avon
-
ডাকনাম: Bard of Avon বা Swan of Avon
-
তিনি ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নাট্যকার ও কবি হিসেবে খ্যাত।
-
সর্বমোট ৩৭টি নাটক রচনা করেন।
শ্রেণিভুক্ত রচনাবলি
Tragedy
-
Hamlet
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Titus Andronicus
-
Timon of Athens
-
Antony and Cleopatra
-
Coriolanus
-
Romeo and Juliet ইত্যাদি
Tragi-comedy
-
The Merchant of Venice
-
The Winter’s Tale
-
Cymbeline
-
Troilus and Cressida
-
Measure for Measure
Comedy
-
As You Like It
-
The Tempest
-
Twelfth Night
-
Love’s Labour’s Lost
-
A Comedy of Errors
-
The Taming of the Shrew
-
Much Ado About Nothing
-
All’s Well That Ends Well
-
A Midsummer Night’s Dream
-
The Merry Wives of Windsor
Historical Plays
-
Julius Caesar (Tragedy + Historical)
-
Henry IV (Part I & Part II)
-
Henry V
-
Henry VI (Part I, II, III)
-
Henry VIII
-
King John
-
Richard II
-
Richard III
0
Updated: 1 month ago