The study of origin of words is called:
A
anthology
B
epitaph
C
vocabulary
D
etymology
উত্তরের বিবরণ
ব্যাখ্যা:
শব্দের উৎপত্তি এবং তাদের ইতিহাস, অর্থ ও রূপ পরিবর্তনের অধ্যয়নকে etymology বলা হয়। এটি ইংরেজি শব্দের উৎপত্তি, লাতিন, গ্রিক বা অন্যান্য ভাষা থেকে ইংরেজিতে শব্দ কীভাবে এসেছে তা বিশ্লেষণ করে।
মূল তথ্য:
-
Etymology (noun): শব্দের উৎপত্তি ও ইতিহাসের বিজ্ঞান।
-
উদাহরণ:
-
The etymology of the word “school” traces back to the Greek word “scholē.”
(“School” শব্দের উৎপত্তি গ্রিক “scholē” থেকে এসেছে।)
-
ভুল বিকল্প বিশ্লেষণ:
-
(ক) anthology: বিভিন্ন লেখকের লেখা সংকলন বা সংক্ষিপ্ত গ্রন্থ।
-
(খ) epitaph: কোনো মৃত ব্যক্তির কবরের উপরে খোদাই করা লেখা বা শোকবাণী।
-
(গ) vocabulary: কোনো ভাষার শব্দের সংগ্রহ বা তালিকা।
সারসংক্ষেপ:
-
Etymology → শব্দের উৎপত্তি ও ইতিহাস
-
Anthology → সাহিত্য সংকলন
-
Epitaph → কবরের লেখা
-
Vocabulary → শব্দতালিকা
অতএব, শব্দের উৎপত্তি অধ্যয়নের সঠিক নাম হলো
0
Updated: 1 day ago
Squire Allworthy is a character from
Created: 1 month ago
A
A Tale of Tub
B
Jane Eyre
C
Sense and Sensibility
D
Tom Jones
Squire Allworthy চরিত্রটি এসেছে Henry Fielding-এর উপন্যাস Tom Jones (The History of Tom Jones, a Foundling) থেকে। এটি একটি comic novel, যা প্রথম প্রকাশিত হয় ১৭৪৯ সালে—অর্থাৎ ১৮শ শতকের প্রথমার্ধে। উপন্যাসটি মূলত রোমান্টিক প্লটের ওপর নির্মিত হলেও এটি Picaresque Novel-এরও একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।
প্রধান চরিত্রসমূহ
-
Squire Allworthy
-
Bridget Allworthy
-
Mrs. Wilkins
-
Tom Jones
-
Sophia Western
-
Jenny Jones
-
Dr. Blifil
-
Captain Blifil
-
Partridge
-
Molly Seagrim ইত্যাদি
সারসংক্ষেপ
টম জোন্স নামের এক অনাথ শিশুকে গ্রামের ভদ্রলোক Squire Allworthy আশ্রয় দেন এবং লালন-পালন করেন। টম বড় হতে হতে সদয়, সৎ কিন্তু চঞ্চল ও কিছুটা উচ্ছৃঙ্খল যুবকে পরিণত হয়। সে প্রেমে পড়ে সম্ভ্রান্ত পরিবারের কন্যা Sophia Western-এর। কিন্তু তার জন্মপরিচয় নিয়ে অনিশ্চয়তা এবং কিছু ভুল সিদ্ধান্তের কারণে নানা জটিলতার সৃষ্টি হয়। জীবনের পথে টম নানা সামাজিক সমস্যা ও বিচিত্র চরিত্রের মুখোমুখি হয়। সবশেষে সে নিজের প্রকৃত পরিচয় জানতে পারে এবং Sophia-কে বিয়ে করতে সক্ষম হয়।
Henry Fielding
-
তাঁকে Samuel Richardson-এর সঙ্গে “Father of the Modern English Novel” বলা হয়।
-
তিনি বিশেষভাবে Picaresque Novel রচনার জন্য খ্যাত।
-
তাঁর ছদ্মনাম ছিল Captain Hercules Vinegar।
প্রধান রচনা
-
Tom Jones
-
Amelia
-
Joseph Andrews
অন্য বিকল্পগুলো
-
A Tale of a Tub — Jonathan Swift
-
Jane Eyre — Charlotte Brontë
-
Sense and Sensibility — Jane Austen
0
Updated: 1 month ago
Sailing to Byzantium was written by
Created: 2 months ago
A
William Butler Yeats
B
G. B. Shaw
C
Ernest Hemingway
D
T. S. Eliot
✦ Sailing to Byzantium (কবিতা)
-
লেখক: William Butler Yeats
-
প্রকাশকাল: ১৯২৭
-
ধরণ: Lyric poem
-
বিশেষত্ব:
-
Remarkable lyricism
-
Byzantium-কে চিরন্তন শিল্প ও আধ্যাত্মিক রূপান্তরের প্রতিচ্ছবি হিসেবে দেখানো
-
✦ William Butler Yeats (১৮৬৫–১৯৩৯)
-
পরিচয়: Irish poet, dramatist, essayist
-
খ্যাতি: ২০শ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ইংরেজি কবি
-
পুরস্কার: ১৯২৩ সালে Nobel Prize in Literature
-
সাহিত্যিক বৈশিষ্ট্য:
-
Irish nationalism
-
Mythology
-
Spirituality
-
-
আইরিশ সাহিত্য পুনর্জাগরণের নেতৃত্ব
✦ উল্লেখযোগ্য রচনা
-
The Second Coming
-
Sailing to Byzantium
-
The Wild Swans at Coole
-
The Tower
-
Easter 1916
-
The Winding Stair
-
Leda and the Swan
-
The Countess Cathleen
-
A Vision
0
Updated: 2 months ago
Her return to Bangladesh is uncertain.
The underlined phrase is -
Created: 1 month ago
A
Adjective Phrase
B
Adverb Phrase
C
Noun Phrase
D
Prepositional Phrase
• Correct answer: Noun Phrase
Analysis of the sentence:
-
Sentence: Her return to Bangladesh is uncertain.
-
Subject: "Her return to Bangladesh"
-
Reasoning:
-
"Return" is a noun, and "Her" is a possessive determiner specifying whose return.
-
"To Bangladesh" is a prepositional phrase modifying "return."
-
Together, the phrase functions as a single noun unit, representing the subject of the sentence.
-
Why not other options:
-
Adjective Phrase: No, it is not modifying a noun.
-
Adverb Phrase: No, it is not modifying a verb, adjective, or adverb.
-
Prepositional Phrase: No, although "to Bangladesh" is a prepositional phrase, the entire phrase is a noun phrase.
0
Updated: 1 month ago