Choose the correct sentence?
A
I informed the matter to the police
B
I informed the matter of the police
C
I informed the to the police of the matter
D
I informed the police of the matter
উত্তরের বিবরণ
ব্যাখ্যা:
‘Inform’ শব্দটি একটি transitive verb। ইংরেজিতে “inform someone of something” বা “inform someone about something” গঠনটি সাধারণ ও ব্যাকরণগতভাবে সঠিক। অর্থাৎ কাকে জানান হচ্ছে (someone) এবং কিসের সম্পর্কে জানানো হচ্ছে (something) স্পষ্টভাবে উল্লেখ করতে হয়।
সঠিক বাক্য বিশ্লেষণ:
-
Subject: I
-
Verb: informed
-
Indirect object (কাকে জানানো হয়েছে): the police
-
Direct object (কিসের বিষয়ে জানানো হয়েছে): of the matter
→ অর্থ: আমি পুলিশকে বিষয়টি জানালাম।
ভুল বিকল্পগুলোর বিশ্লেষণ:
-
(ক) I informed the matter to the police: ভুল, কারণ “inform” verb-এর সঙ্গে “to” preposition ব্যবহৃত হয় না। এখানে “the matter” কে subject হিসেবে ভুলভাবে রেখেছে।
-
(খ) I informed the matter of the police: ভুল, কারণ এটি অর্থগতভাবে অসঙ্গত; মনে হচ্ছে “the matter” পুলিশ সম্পর্কে জানানো হয়েছে, যা অযৌক্তিক।
-
(গ) I informed the to the police of the matter: ভুল, অতিরিক্ত “the” ব্যবহৃত হয়েছে এবং structure ব্যাকরণগতভাবে ভাঙা।
Grammar tip:
-
Inform someone of/about something → সঠিক গঠন
-
Inform someone to something → ভুল
-
Inform the matter to someone → ভুল
উদাহরণ:
-
She informed the manager of the delay.
-
He informed us about the meeting.
-
They informed the authorities of the problem.
বাংলা অনুবাদ:
“I informed the police of the matter.” → আমি পুলিশকে বিষয়টি জানালাম।
অতএব, অর্থ, ব্যাকরণ ও ব্যবহারের দিক থেকে সঠিক বাক্য হলো
0
Updated: 1 day ago
Do you know the answer _____ this question?
Created: 2 months ago
A
about
B
for
C
to
D
of
• Complete sentence: Do you know the answer to this question?
- Bangla: তুমি কি প্রশ্নটির উত্তর জানো?
• Answer (to)
- English Meaning: something spoken or written in reply to a question; a reaction to a question, letter, phone call, etc.
- Bangla Meaning: (১) প্রত্যুত্তর; জবাব; উত্তর (২) সমাধান; অঙ্কের ফল।
• More examples:
- The minister promised to give a written answer to the MP's detailed question.
- There's no easy answer to the problem.
• অন্যদিকে,
• Answer for (someone/something)
- English Meaning: to be responsible for something bad, or to be punished for something; to be adequate: serve.
- Bangla Meaning: দায়ী হওয়া/থাকা; জবাবদিহি করা।
- Example: He must answer for his crimes.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
0
Updated: 2 months ago
Identify the phrase type:
She danced with great joy.
Created: 1 month ago
A
Adjective Phrase
B
Adverb Phrase
C
Noun Phrase
D
Infinitive Phrase
• Correct Answer: খ) Adverb Phrase
Explanation:
-
বাক্য: She danced with great joy.
-
"With great joy" হলো prepositional phrase, যা verb "danced" কিভাবে হলো তা বোঝাচ্ছে।
-
যেহেতু এটি verb কে modify করছে, তাই এটি Adverb Phrase।
Other options:
-
ক) Adjective Phrase: Noun বা pronoun এর গুণ বর্ণনা করে। এখানে কোনো noun modify হয়নি।
-
গ) Noun Phrase: Subject বা object হিসেবে ব্যবহৃত। এখানে "with great joy" কোনো noun নয়।
-
ঘ) Infinitive Phrase: "to + verb" দিয়ে গঠিত। এখানে এমন নেই।
0
Updated: 1 month ago
"Great Expectations" is a/an-
Created: 2 months ago
A
Victorian novel
B
Romantic novel
C
Augustan novel
D
Modern novel
Great Expectations
Writer: Charles Dickens
-
Great Expectations একটি Victorian novel, যা Charles Dickens রচনা করেছেন।
-
উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৮৬০ সালে এবং এটি Dickens-এর অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচিত।
-
কাহিনী শুরু হয় Kent শহর থেকে।
-
উপন্যাসে ১৮ শতকের গোড়ার ইংল্যান্ডের চিত্র ফুটে উঠেছে—একটি সময় যখন দেশ অর্থনৈতিকভাবে অগ্রসর হচ্ছিল, তবে তখনও সমাজে শ্রেণিবৈষম্য ও অসুখী মানুষের অস্তিত্ব ছিল।
-
Dickens সমাজে বিদ্যমান class division, social ambition ও moral corruption-এর সমালোচনা করেছেন।
Theme & Storyline
-
কাহিনী মূলত সামাজিক শ্রেণি ও উচ্চাকাঙ্ক্ষাকে কেন্দ্র করে।
-
প্রধান চরিত্র Pip (Philip Pirrip), একজন এতিম, যে সাধারণ জীবন থেকে উঠে ভদ্রলোক হতে চায়।
-
সে এক রহস্যময় আর্থিক সহায়তা পায়, যা তার জীবনের গতিপথ পাল্টে দেয়।
-
Pip-এর আত্ম-অন্বেষণ ও নৈতিক বিকাশের মাধ্যমে Dickens দেখিয়েছেন—সামাজিক মর্যাদা ও সম্পদ প্রকৃত সুখ বা নৈতিক মূল্য নিশ্চিত করে না।
-
উপন্যাসটি Victorian সমাজের কঠোর শ্রেণিবিন্যাস ও সম্পদের দুর্নীতিগ্রস্ত প্রভাবকে প্রকাশ করে।
Main Characters
-
Pip (Philip Pirrip) – Protagonist
-
Joe Gargery – Pip-এর ভগ্নীপতি ও পিতৃস্থানীয় চরিত্র
-
Abel Magwitch – রহস্যময় সহায়ক
-
Estella Havisham – Pip-এর ভালোবাসার মানুষ
-
Miss Havisham – Estella-র অভিভাবিকা
Charles Dickens (1812–1870)
-
Victorian যুগের অন্যতম জনপ্রিয় ও খ্যাতিমান ঔপন্যাসিক।
-
পূর্ণ নাম: Charles John Huffam Dickens।
-
জীবদ্দশায়ই তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তাঁর উপন্যাসগুলোর মাধ্যমে।
-
তাঁর রচনায় সাধারণ মানুষের সংগ্রাম, দারিদ্র্য, সামাজিক বৈষম্য এবং মানবিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।
Notable Works
-
A Christmas Carol
-
David Copperfield
-
Great Expectations
-
A Tale of Two Cities
-
Bleak House
-
Our Mutual Friend
-
Hard Times
Sources:
-
Britannica
-
SparkNotes
0
Updated: 2 months ago