What does the word "Repine" most nearly mean?
A
To complain or express discontent
B
To celebrate with great joy
C
To fast or abstain from pleasure
D
To reflect upon a past mistake
উত্তরের বিবরণ
Answer: To complain or express discontent
Word: Repine (Verb, Intransitive)
-
English Meaning: To feel or show discontent or unhappiness.
-
Bangla Meaning: (আনুষ্ঠানিক) পরিতাপ করা; অতৃপ্ত হওয়া; দূরদর্শিতার অভাবে পরিতাপ।
Examples:
-
It is no use to repine over things beyond your control.
-
He didn’t repine at his lack of wealth but valued relationships.
-
They repined for home comforts in the wilderness.

0
Updated: 2 months ago
What is the meaning of the proverb 'A man is known by the company he keeps'?
Created: 4 weeks ago
A
এক পয়সা জমানো মানে এক পয়সা আয় করা।
B
সঙ্গ দেখে লোক চেনা যায়।
C
কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাঁশ ঠাঁশ।
D
স্থিরমস্তিষ্ক না হলে উন্নতি হয় না
সঠিক উত্তর হলো সঙ্গ দেখে লোক চেনা যায়।
A man is known by the company he keeps একটি Proverb। এটি বোঝায় যে একজন ব্যক্তির প্রকৃত চরিত্র বা স্বভাব তার সঙ্গে যে সঙ্গী বা বন্ধু রাখে তা দেখে জানা যায়।
-
বাংলা অর্থ: সঙ্গ দেখে লোক চেনা যায়
অন্য প্রবাদগুলো:
-
A penny saved is a penny earned
-
বাংলা অর্থ: এক পয়সা জমানো মানে এক পয়সা আয় করা
-
-
A pet lamb makes a cross ram
-
বাংলা অর্থ: কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাঁশ ঠাঁশ
-
-
A rolling stone gathers no moss
-
বাংলা অর্থ: স্থিরমস্তিষ্ক না হলে উন্নতি হয় না / চঞ্চলমতি ব্যক্তির প্রতিষ্ঠা বা অর্থ সঞ্চয় হয় না
-

0
Updated: 4 weeks ago
What does the word "diligent" mean?
Created: 1 week ago
A
Lazy and careless
B
Showing persistent effort and care in work
C
Distinctly different and incomparable
D
Secretive and covert
Correct Answer: Showing persistent effort and care in work.
Diligent:
-
Bangla Meaning: অধ্যবসায়ী; পরিশ্রমী।
-
English Meaning: Careful and serious in your work, or done in a careful and determined way; showing steady, sincere, and energetic effort.
-
Explanation: “Diligent” এমন একজন ব্যক্তিকে বোঝায়, যিনি কাজের প্রতি মনোযোগী, যত্নবান এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। এটি অধ্যবসায়, মনোযোগ ও অধ্যবসায়ী স্বভাবের পরিচায়ক।
Examples:
-
A diligent worker. → একজন পরিশ্রমী কর্মী।
-
They made diligent efforts to carry out their programs. → তারা তাদের কর্মসূচি বাস্তবায়নে আন্তরিক ও অধ্যবসায়ী প্রচেষ্টা চালিয়েছিল।
-
She is very diligent in her studies. → সে তার পড়াশোনায় খুব মনোযোগী ও পরিশ্রমী।
Other Options:
-
ক) Lazy and careless
-
Translation: অলস এবং অমনোযোগী।
-
এটি “diligent”-এর সম্পূর্ণ বিপরীত অর্থ বহন করে, কারণ diligent ব্যক্তি সবসময় যত্নবান ও পরিশ্রমী হয়।
-
-
গ) Distinctly different and incomparable
-
Translation: সম্পূর্ণরূপে ভিন্ন এবং অতুলনীয়।
-
এটি “diligent”-এর সঙ্গে সম্পর্কহীন; এই অর্থ “disparate” বা “unique”-এর কাছাকাছি।
-
-
ঘ) Secretive and covert
-
Translation: গোপন এবং গুপ্ত; রক্ষিত।
-
এই অর্থ “diligent”-এর সঙ্গে মেলে না; বরং এটি “secretive” বা “clandestine”-এর সমার্থক।
-
সুতরাং, “Diligent” শব্দের সঠিক অর্থ হলো এমন একজন ব্যক্তি যিনি অধ্যবসায়ী, যত্নবান ও নিষ্ঠার সঙ্গে কাজ করেন, অর্থাৎ “Showing persistent effort and care in work.”

0
Updated: 1 week ago
Opposite word for LIABILITY:
Created: 2 months ago
A
Treasure
B
Debt
C
Assets
D
Property
• LIABILITY
English Meaning: The fact that someone is legally responsible for something: Debt.
Bangla Meaning: দায়; দায়িত্ব; বাধ্যবাধকতা; ঋণ; মোট দেনা।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) Treasure
English Meaning:
Bangla Meaning: কোষাগার; স্বর্ণ; রৌপ্য; অলংকার (এর ভাণ্ডার); সম্পদ।
খ) Debt
English Meaning: A sum of money that is owed or due.
Bangla Meaning: ঋণ; দেনা; ধার; কর্জ।
গ) Assets
English Meaning: An item of property owned by a person or company, regarded as having value and available to meet debts, commitments, or legacies; A useful or valuable thing or person;
Bangla Meaning: মূল্যবান বা হিতকর গুণ বা পটুত্ব; সম্পদ; ব্যক্তি, কোম্পানি ইত্যাদির মালিকানাধীন যেকোনো বস্তু, যার আর্থিক মূল্য আছে এবং যা বিক্রি করে ঋণ শোধ করা যায়; পরিসম্পদ। মূল্যবান বা হিতকর গুণ বা পটুত্ব; সম্পদ
ঘ) Property
English Meaning: A thing or things belonging to someone; possessions collectively.
Bangla Meaning: (সমষ্টিবাচক) বিষয়-সম্পত্তি; সম্পত্তি; বিত্ত; বৈভব।
• সুতরাং,বুঝা যাচ্ছে, Opposite word for LIABILITY: Assets
So, assets are what you own, and liabilities are what you owe. Hence, "Assets" is the opposite of "Liability."
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago