Choose the appropriate word/words to fill in the gap: The teacher _____ the class after the students had arrived.
A
had entered
B
has entered
C
entered
D
entering
উত্তরের বিবরণ
ব্যাখ্যা:
বাক্যটি হলো — “The teacher _____ the class after the students had arrived.”
এখানে সময়ের দুইটি কাজ (actions) ঘটেছে — একটি আগে, একটি পরে। “The students had arrived” অংশটি past perfect tense-এ আছে, অর্থাৎ এটি আগে ঘটেছে। এর পরে ঘটেছে “The teacher entered the class” — অর্থাৎ শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশ করেছেন। যখন দুইটি অতীত ঘটনা ঘটে, তখন যে ঘটনাটি আগে ঘটে সেটি past perfect tense-এ এবং যে ঘটনাটি পরে ঘটে সেটি simple past tense-এ প্রকাশ করা হয়।
তাই বাক্যটির সঠিক রূপ হবে —
“The teacher entered the class after the students had arrived.”
তথ্যভিত্তিক বিশ্লেষণ:
-
Past Perfect Tense (had + past participle): ব্যবহৃত হয় এমন ঘটনার জন্য যা অতীতের অন্য একটি ঘটনার আগে সম্পন্ন হয়েছিল।
যেমন — The students had arrived before the teacher entered. -
Simple Past Tense (verb + ed / 2nd form): ব্যবহৃত হয় এমন ঘটনার জন্য যা অতীতে ঘটেছিল কিন্তু অন্য ঘটনার পরে সংঘটিত হয়েছে।
যেমন — The teacher entered the class after the students had arrived.
প্রতিটি বিকল্পের বিশ্লেষণ:
-
(ক) had entered: ভুল, কারণ এখানে “had entered” বললে বোঝাবে শিক্ষক আগে এসেছিলেন এবং তারপর ছাত্ররা এসেছিল। কিন্তু বাক্যে “after the students had arrived” আছে, যা নির্দেশ করছে ছাত্ররা আগে এসেছিল। তাই “had entered” ব্যবহার করলে কালগত (time sequence) অর্থ গুলিয়ে যায়।
-
(খ) has entered: ভুল, কারণ “has entered” হলো present perfect tense, যা বর্তমানে প্রভাবিত ঘটনার জন্য ব্যবহৃত হয়। বাক্যটি অতীত ঘটনার বর্ণনা করছে।
-
(গ) entered: সঠিক, কারণ এটি simple past tense, যা দ্বিতীয় ঘটনার সময়সূচি প্রকাশ করছে।
-
(ঘ) entering: ভুল, কারণ এটি participle বা continuous form, যা বাক্যের tense ও structure-এর সাথে মেলে না।
Grammar rule summary:
যখন দুটি past action থাকে —
-
আগে ঘটা ঘটনাটি → Past Perfect (had + V3)
-
পরে ঘটা ঘটনাটি → Simple Past (V2)
উদাহরণ:
-
The train had left before we reached the station.
-
The rain had stopped before the sun appeared.
-
The students had arrived before the teacher entered the class.
অর্থের দিক থেকে:
বাক্যটির অনুবাদ — “ছাত্ররা আসার পর শিক্ষক শ্রেণিকক্ষে প্রবেশ করলেন।”
এখানে ঘটনার সময়ক্রম স্পষ্ট — প্রথমে ছাত্ররা এসেছে (past perfect), এরপর শিক্ষক প্রবেশ করেছেন (simple past)।
অতএব, ব্যাকরণ ও অর্থ উভয়ের দিক থেকে সবচেয়ে উপযুক্ত উত্তর হলো
0
Updated: 1 day ago
"The less I speak, the more I meditate." is a quote by -
Created: 2 months ago
A
William Shakespeare
B
Thomas Kyd
C
John Milton
D
J. M. Synge
“The less I speak, the more I meditate.”
-
Quote by: Thomas Kyd
-
Source: The Spanish Tragedy
The Spanish Tragedy
-
Written by Thomas Kyd, it is a prominent example of the Revenge Tragedy genre.
-
Revenge Tragedy: A type of play where a quest for vengeance leads to bloodshed and mutilation. Often inspired by Senecan tragedy.
-
Kyd’s play popularized revenge tragedy during the Elizabethan Period.
Summary of the Play:
-
Begins with the ghost of Don Andrea, a Spanish nobleman killed in a battle in Portugal.
-
Don Andrea narrates his death and encounters the Spirit of Revenge, describing his fight with Portuguese prince Balthazar.
-
The plot interweaves his love story with Bel-Imperia and themes of revenge, love, and honor, leaving a strong impact on contemporary audiences.
Key Characters:
-
Hieronimo (Protagonist)
-
Bel-Imperia (Heroine)
-
Lorenzo
-
Balthazar
-
Horatio
-
Ghost of Don Andrea
Famous Quotation:
-
“The less I speak, the more I meditate.”
Thomas Kyd (1557–1595):
-
English dramatist of the Elizabethan Period.
-
Member of the University Wits.
-
Known for developing Elizabethan drama, especially revenge tragedy.
Notable Works:
-
The Spanish Tragedy (1585)
-
Cornelia (1590)
Source: Britannica, Live MCQ Lecture
0
Updated: 2 months ago
"She was on cloud nine" means-
Created: 3 weeks ago
A
She was very happy.
B
She was very sad.
C
She was very nervous.
D
She was very confused.
"She was on cloud nine" এই বাক্যটির অর্থ হলো, সে অত্যন্ত খুশি ছিল। এটি একটি অভিব্যক্তি যা আনন্দ বা উত্তেজনার অবস্থাকে বোঝাতে ব্যবহৃত হয়।
Be on cloud nine
-
English Meaning: be extremely happy and excited; delighted, or in a state of bliss
-
Bangla Meaning: অত্যন্ত খুশি হওয়া
Example: After winning the competition, she was on cloud nine.
-
Bangla: প্রতিযোগিতায় জেতার পর, সে অত্যন্ত খুশি হয়েছিল।
0
Updated: 3 weeks ago
It is time we ____ for the station.
Created: 1 month ago
A
could leave
B
have left
C
are leaving
D
left
Complete Sentence:
-
It is time we left for the station.
It is time / It is high time:
-
যখন It is time বা It is high time ব্যবহার করা হয় এবং এর পর subject বসে, তখন subject-এর পরে verb past form হয়।
-
উদাহরণ: বাক্যটির verb হলো left।
-
-
যদি It is time বা It is high time এর পরে subject না আসে, তখন verb Infinitive form হয়।
-
উদাহরণ: It is high time to change our attitude.
-
উৎস:
0
Updated: 1 month ago