Death is preferable ______ humiliation
A
for
B
to
C
after
D
than
উত্তরের বিবরণ
"Death is preferable to humiliation" এই বাক্যে to ব্যবহৃত হয়েছে কারণ কিছু বিশেষ ক্রিয়া ও শব্দের সঙ্গে "prefer" ব্যবহারের সময় আমরা "to" ব্যবহার করি। এখানে, "prefer" শব্দের সাথে যুক্ত হওয়া বস্তু বা অবস্থা সম্পর্কিত নির্দেশক শব্দ হলো "to"।
ব্যাখ্যা:
-
"Prefer" ক্রিয়া সাধারণত "to" এর মাধ্যমে অন্য কিছু বা অবস্থা থেকে নির্বাচন করা বোঝাতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, "prefer tea to coffee" এর মানে হলো চায়ের চেয়ে কফি পছন্দ করা।
-
"For" সাধারণত কারণ বা উদ্দেশ্য বোঝাতে ব্যবহৃত হয়, যেমন: "I work for money."
-
"After" একটি সময় নির্দেশক শব্দ, যা কোন কিছু ঘটানোর পরবর্তী সময় নির্দেশ করে, যেমন: "I will call you after the meeting."
-
"Than" একটি তুলনা নির্দেশক শব্দ, যা দুইটি জিনিসের মধ্যে তুলনা করতে ব্যবহৃত হয়, যেমন: "She is taller than me."
তাহলে, এখানে "prefer" শব্দের সাথে "to" ব্যবহৃত হওয়ায়, সঠিক উত্তর হল খ) to।
0
Updated: 1 day ago
The club caters ____ children between the ages of four and twelve.
Created: 2 months ago
A
for
B
of
C
with
D
in
Sentence: The club caters for children between the ages of four and twelve.
Cater for/to: কারও প্রয়োজন বা চাহিদা পূরণ করা।
Bangla meaning: প্রয়োজনীয় জিনিস সরবরাহ বা মনোরঞ্জন করা।
Examples:
-
Cater to his every whim.
-
Cater to racism.
-
Magazines cater to professionals.
-
Stores cater to Japanese tourists.
-
Schools cater for gifted children.
-
Resort caters for the well-off.
0
Updated: 2 months ago
In which sentence 'like' is used as a preposition?
Created: 1 month ago
A
He likes to eat fish.
B
He laughs like his father does.
C
He climbed the tree like a cat.
D
Like minded people are necessary to start a business.
“He climbed the tree like a cat” বাক্যে “like”-এর বিশ্লেষণ নিম্নরূপ:
Preposition হিসেবে like:
-
এখানে like বোঝাচ্ছে “মত, রকম”, অর্থাৎ in the manner of, similarly to, having the characteristics of।
-
বাক্যের অর্থ: সে একটি বিড়ালের মতো গাছে উঠেছিল।
-
Like এখানে a cat (noun)-এর আগে অবস্থান করছে এবং বাক্যের অন্যান্য word-এর সাথে noun-এর সম্পর্ক স্থাপন করছে, তাই এটি preposition হিসেবে ব্যবহৃত হয়েছে।
অন্য উদাহরণগুলোতে like-এর ব্যবহার:
-
He likes to eat fish.
-
এখানে like একটি verb, অর্থাৎ “পছন্দ করা”।
-
অনুবাদ: সে মাছ খেতে পছন্দ করে।
-
-
He laughs like his father does.
-
এখানে like conjunction হিসেবে ব্যবহার হয়েছে।
-
অর্থ: in the same way that; এই ক্ষেত্রে like একটি clause-এর সাথে আরেকটি clause সংযুক্ত করছে।
-
-
Like-minded people are necessary to start a business.
-
এখানে like একটি adjective হিসেবে compound adjective like-minded-এ ব্যবহৃত হয়েছে।
-
অর্থ: similar; এটি preposition নয়।
-
Source:
0
Updated: 1 month ago
Fill in the blank with the correct preposition:
He is allergic ____ cats, so he avoids them.
Created: 1 month ago
A
at
B
with
C
to
D
from
He is allergic to cats, so he avoids them.
-
Bangla meaning: তার বিড়ালদের প্রতি অ্যালার্জি আছে, তাই সে তাদের এড়িয়ে চলে।
-
Allergic (to)
-
English meaning: of, relating to, affected with, or caused by allergy; having an aversion.
-
Bangla meaning:
১. কোনো বস্তুর প্রতি অ্যালার্জিপ্রবণ হওয়া
২. (কথ্য) কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি বিরূপ মনোভাবাপন্ন হওয়া -
অর্থাৎ, অ্যালার্জিপ্রবণ হওয়া বা কোনো ব্যক্তি/বস্তুর প্রতি বিরূপ মনোভাব বোঝাতে Allergic-এর পরে প্রযোজ্য preposition হিসেবে to ব্যবহার করা হয়।
-
-
More examples:
-
She is allergic to beef.
-
I don’t know why he is so allergic to me.
-
0
Updated: 1 month ago