What is the tone of Dover Beach?
A
Melancholy
B
Joyful
C
Hopeful
D
Angry
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What does the scholar in The Scholar Gypsy seek to discover?
Created: 2 weeks ago
A
A scientific explanation for life’s mysteries
B
The secrets of eternal life and spiritual truth
C
A moral solution to the problems of society
D
Personal fulfillment through worldly pleasures
The Scholar Gypsy কবিতায়, পণ্ডিত গিপ্সি চিরন্তন জীবন এবং আধ্যাত্মিক সত্যের সন্ধান করছে। তার উদ্দেশ্য হলো পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা জ্ঞান এবং আধ্যাত্মিক ধারার মূলে পৌঁছানো।
সে বিশ্বাস করে যে, আসল সত্যগুলো জীবনের সীমানার বাইরে থাকে এবং মানব আত্মার শুদ্ধতা ও গভীরতা বুঝতে হলে সেই সত্যগুলিকে অন্বেষণ করতে হবে। তার অনুসন্ধান একটি উচ্চতর আধ্যাত্মিক অবস্থানে পৌঁছানোর প্রচেষ্টা।

0
Updated: 2 weeks ago
How does Arnold suggest human beings should respond to the uncertain world?
Created: 1 week ago
A
By seeking wealth
B
By pursuing knowledge
C
By abandoning society
D
By clinging to love and human connection
আর্নল্ড তাঁর কবিতা “Dover Beach”-এ দেখিয়েছেন যে পৃথিবী অনিশ্চয়তা, বিভ্রান্তি এবং বিশ্বাসের অবক্ষয়ে পরিপূর্ণ। ধর্মীয় বিশ্বাস, নৈতিকতা ও স্থিরতার যে শক্তি একসময় মানবজীবনে দৃঢ় ছিল, তা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। এই অবস্থায় মানুষ একপ্রকার শূন্যতায় ভুগছে — কোথাও যেন কোনো নিশ্চয়তা বা ভিত্তি নেই।
১. এই অনিশ্চিত পৃথিবীতে আর্নল্ড মনে করেন, ভালোবাসা (love) ও মানবিক সংযোগ (human connection)-ই একমাত্র আশ্রয়। তিনি বলেন, যখন বাইরের জগতে কোনো স্থায়িত্ব বা বিশ্বাস পাওয়া যায় না, তখন আমাদের একে অপরের প্রতি সত্যনিষ্ঠ থাকা জরুরি।
২. কবিতার শেষাংশে তাঁর বিখ্যাত আহ্বান — “we must be true to one another” — বোঝায় যে মানবিক সম্পর্ক ও পারস্পরিক ভালোবাসাই জীবনের প্রকৃত শক্তি। অর্থ, ক্ষমতা বা জ্ঞানের চেয়ে মানুষের পাশে থাকা ও একে অপরকে বোঝার ক্ষমতাই এই অনিশ্চিত পৃথিবীতে টিকে থাকার মূল উপায়।
৩. সুতরাং, আর্নল্ডের মতে, যখন পৃথিবী সন্দেহ ও বিভ্রান্তিতে আচ্ছন্ন, তখন মানুষকে উচিত ভালোবাসা ও মানবিক বন্ধনে দৃঢ় থাকা, কারণ এই সম্পর্কই একমাত্র সত্য ও নিরাপদ আশ্রয়।

0
Updated: 1 week ago
How does Arnold view the connection between the poet and the natural world in Thyrsis?
Created: 2 weeks ago
A
The poet is indifferent to nature’s beauty
B
The poet’s art is detached from nature’s reality
C
The poet’s life and work are deeply intertwined with nature’s cycles
D
The poet seeks to escape the harshness of nature through art
Thyrsis কবিতায়, Arnold প্রকৃতির সঙ্গে কবির জীবনের এবং কাজের গভীর সংযোগ তুলে ধরেছেন। প্রকৃতি এবং কবিতার মধ্যে একটি অটুট সম্পর্ক রয়েছে, যা কবির শিল্পের সৃষ্টি এবং তার অনুভূতির মধ্যে প্রবাহিত থাকে।
কবি প্রকৃতির পরিবর্তনশীলতা, তার সৌন্দর্য, এবং জীবনের চক্রকে তার নিজস্ব জীবনযাত্রার অংশ হিসেবে উপলব্ধি করেন। প্রকৃতির সাথেই কবির কাজের প্রবাহ এবং আবেগের গভীরতা সংযুক্ত, যা তাকে তার শোক এবং মর্মস্পর্শী অনুভূতিগুলি চিত্রিত করতে সাহায্য করে।

0
Updated: 2 weeks ago