Who is the main character in Heart of Darkness?
A
Marlow
B
Kurtz
C
The Manager
D
The Russian
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What river is associated with Marlow’s journey in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
The Congo River
B
The Nile River
C
The Amazon River
D
The Thames River
Marlow আফ্রিকার কঙ্গো নদীপথে ভ্রমণ করে। এই নদী কেবল ভৌগোলিক স্থান নয়, বরং সভ্যতা ও অন্ধকারের সীমারেখার প্রতীক। নদীপথ ধরে এগোনো মানে ধীরে ধীরে সভ্যতা ছেড়ে বন্য অন্ধকারে প্রবেশ করা। Conrad কঙ্গো নদীকে ব্যবহার করেছেন সভ্যতা, লোভ ও ঔপনিবেশিকতার প্রতীক হিসেবে।

0
Updated: 4 weeks ago
What illness frequently affects Europeans in Africa in the novel Heart of Darkness?
Created: 1 month ago
A
Fever (malaria)
B
Smallpox
C
Cholera
D
Typhoid
আফ্রিকার গরম ও অস্বাস্থ্যকর পরিবেশে ইউরোপীয়রা প্রায়ই জ্বরে আক্রান্ত হত। Conrad বারবার দেখিয়েছেন কিভাবে জ্বর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। Fever এখানে ঔপনিবেশিক অভিযানের কঠিন বাস্তবতা এবং ইউরোপীয়দের অসহায় অবস্থার প্রতীক। এটি আফ্রিকার প্রাকৃতিক শক্তির সামনে শ্বেতাঙ্গ আধিপত্যের দুর্বলতাও প্রকাশ করে।

1
Updated: 4 weeks ago
Who is the author of Heart of Darkness?
Created: 2 months ago
A
Joseph Conrad
B
Charles Dickens
C
Thomas Hardy
D
D. H. Lawrence

0
Updated: 2 months ago