What is the antonym of 'Honorary'?
A
Official
B
Honorable
C
Salaried
D
Literary
উত্তরের বিবরণ
• Honorary:
Englis Meaning: An honorary position in an organization is one for which no payment is made.
Bangla meaning: অবৈতনিক।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ -
- Official: আনুষ্ঠানিক কর্তৃত্বের বৈশিষ্ট্যপূর্ণ; আনুষ্ঠানিক কর্তৃত্বের উপযোগী।
- Honorable: সম্মানিত।
- Salaried: বৈতনিক।
- Literary: সাহিত্যবিষয়ক; লেখকসংক্রান্ত; সাহিত্যিক।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায় Honorary শব্দটির অর্থ, Salaried শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করে।
- তাই Honorary এর antonym হবে - Salaried.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
0
Updated: 5 months ago
Choose a synonym of the word 'Proliferate'.
Created: 1 month ago
A
Despise
B
Recede
C
Accumulate
D
Wane
A synonym of the word 'Proliferate' হলো: গ) Accumulate
-
Proliferate (Verb)
-
English Meaning: To increase greatly in number or amount, usually quickly.
-
Bangla Meaning: কোষ, নতুন অঙ্গ ইত্যাদি দ্রুত সংখ্যাবৃদ্ধির মাধ্যমে বেড়ে ওঠা বা বংশবিস্তার করা; দ্রুত বিস্তারলাভ করা; দ্রুত বেড়ে ওঠা; দ্রুত বিস্তৃত করা।
-
Synonyms:
-
Grow rapidly (দ্রুত বৃদ্ধি)
-
Burgeon (দ্রুত বিকশিত হওয়া)
-
Escalate (ধাপে ধাপে বৃদ্ধি পাওয়া; তীব্রতর হওয়া)
-
Accumulate (সংখ্যা বা পরিমাণে বৃদ্ধি পাওয়া বা বাড়ানো; পুঞ্জীভূত)
-
Accelerate (গতি বৃদ্ধি করা)
Antonyms:
-
Decrease (কমা; হ্রাস করা বা পাওয়া)
-
Dwindle (হ্রাস পাওয়া)
-
Diminish (হ্রাস করা)
-
Lessen (কমে যাওয়া)
-
Recede (পিছিয়ে/সরে যাওয়া)
অন্যান্য অপশন:
-
Despise (verb) – অবজ্ঞা করা, ঘৃণা করা
-
Wane (verb, noun) – ক্রমশ হ্রাস পাওয়া; ক্রমশ দুর্বলতর হওয়া
0
Updated: 1 month ago
The synonym of "lucid" is -
Created: 2 months ago
A
Gentle
B
Confusing
C
Clear
D
Progress
Lucid (Adjective)
অর্থ (English):
-
(of speech or writing) Clearly expressed and easy to understand
-
(of a person) Thinking or reasoning clearly
বাংলা অর্থ:
-
স্পষ্ট; সহজবোধ্য (lucid style)
-
মানসিকভাবে সুস্থ
Synonyms (সমার্থক শব্দ)
-
Intelligible – বুদ্ধিগ্রাহ্য; সুবোধ্য
-
Understandable – বোধগম্য
-
Clear – স্বচ্ছ; স্পষ্ট
-
Coherent – সুসঙ্গত
-
Apprehensible – বোধগম্য
Antonyms (বিপরীতার্থক শব্দ)
-
Confusing – বিভ্রান্তিকর
-
Unclear – অস্পষ্ট
-
Ambiguous – অস্পষ্ট
-
Equivocal – দ্ব্যর্থবোধক
-
Baffling – হতবুদ্ধিকর
-
Confounding – বিভ্রান্তিকর
Other Forms (অন্য রূপ)
-
Lucid intervals/moments (noun): উন্মাদগ্রস্ত ব্যক্তির পাগলামির ফাঁকে প্রকৃতিস্থ অবস্থা
-
Lucidly (adverb): স্পষ্টভাবে; প্রাঞ্জলভাবে
-
Lucidity (noun, uncountable): স্বচ্ছতা; সহজবোধ্যতা
Example Sentences
-
It’s written in very concrete language, very lucid, easy to understand.
-
It was a lucid moment in his madness.
অন্যান্য তথ্য
-
Other options: Gentle (অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক), Progress (অগ্রগতি)
Source: Live MCQ Lecture
0
Updated: 2 months ago
What is the verb of the word 'Ability'?
Created: 5 months ago
A
Ableness
B
Able
C
Ably
D
Enable
• Ability (noun)
English Meaning: possession of the means or skill to do something.
Bangla meaning: সামর্থ; সক্ষমতা।
- এর verb form হচ্ছে - Enable.
• Enable(verb)
English Meaning: to make someone able to do something, or to make something possible.
Bangla Meaning: সক্ষম করা; ক্ষমতা প্রদান করা।
অন্য অপশন গুলোর মধ্যে -
• Ableness (noun)
English Meaning: the state of being unable to do something.
Bangla Meaning: সামর্থ; সক্ষমতা।
• Able (adjective)
English Meaning: To have the necessary physical strength, mental power, skill, time, money, or opportunity to do something:
Bangla Meaning: কোনো কিছু করতে সমর্থ/সক্ষম।
• Ably (adverb)
English Meaning: Skilfully; competently.
Bangla Meaning: সক্ষমতার সঙ্গে।
Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.
0
Updated: 5 months ago