My birthday is _____ February.
A
in
B
on
C
at
D
by
উত্তরের বিবরণ
Birthday-এর আগে preposition ব্যবহারের ক্ষেত্রে সময় বোঝাতে সঠিক preposition নির্বাচন করা জরুরি। এখানে "February" একটি মাসের নাম, তাই এর আগে in ব্যবহার করা হয়। ইংরেজি ব্যাকরণে সময় বোঝাতে preposition নির্বাচন নির্ভর করে সময়ের ধরণ—দিন, তারিখ, মাস বা বছর—এর ওপর।
মূল কারণ ও ব্যাখ্যা:
-
in ব্যবহৃত হয় যখন সময়ের পরিধি বড় হয়, যেমন মাস, বছর, ঋতু বা শতাব্দীর ক্ষেত্রে।
উদাহরণ:-
My birthday is in February.
-
He was born in 2002.
-
It rains a lot in summer.
-
-
on ব্যবহৃত হয় নির্দিষ্ট দিন বা তারিখ বোঝাতে।
উদাহরণ:-
My birthday is on 12 February.
-
The meeting is on Monday.
-
-
at ব্যবহৃত হয় নির্দিষ্ট সময় বা ক্ষণ বোঝাতে।
উদাহরণ:-
The class starts at 9 o’clock.
-
We will meet at noon.
-
-
by ব্যবহৃত হয় কোনো কাজের শেষ সময় বা সময়ের সীমা বোঝাতে।
উদাহরণ:-
Finish the work by Friday.
-
He will come by evening.
-
তাই এখানে “My birthday is _____ February.” বাক্যে “February” একটি মাস বোঝাচ্ছে, তাই সঠিক preposition হবে in। বাক্যটি হবে—My birthday is in February.
0
Updated: 1 day ago
I'm not conversant _____ the rules of chess.
Created: 2 months ago
A
of
B
on
C
with
D
off
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - with.
- Complete sentence: I'm not conversant with the rules of chess.
• Conversant (with)/ be conversant with something:
English Meaning: to be familiar with, and have knowledge or experience of the facts or rules of something.
Bangla Meaning: অবগত; গভীর জ্ঞানসম্পন্ন।
• অর্থাৎ, কোনো বিষয়ে অবগত থাকা বা জ্ঞান থাকা বোঝাতে Conversant এরপর appropriate preposition হিসেবে with বসে।
0
Updated: 2 months ago
The manager will give instructions ___ phone.
Created: 3 weeks ago
A
to
B
over
C
on
D
by
Complete sentence: The manager will give instructions by phone.
-
Preposition এর নিয়ম অনুসারে, phone শব্দের আগে by বসে।
-
কিন্তু the phone এর আগে over বা on ব্যবহার করা হয়।
-
ফোনের মাধ্যমে নির্দেশনা বোঝাতে হয়: by phone / over the phone।
-
ফোনে কথা বলছে বোঝাতে হয়: (be) on the phone।
-
যেহেতু এখানে প্রশ্নে phone আছে, তাই শূন্যস্থানে সঠিক preposition হবে by।
-
to phone ব্যবহার করা হয় না।
-
উদাহরণ:
-
Over the phone: Nasima will discuss the issue with Mehedi over the phone.
-
On the phone: She has spent hours on the phone in recent weeks, talking to negotiators in a labor dispute.
-
0
Updated: 3 weeks ago
A smooth, dry surface helps the tiles adhere ____ the wall.
Created: 2 months ago
A
by
B
to
C
in
D
at
• Complete sentence: A smooth, dry surface helps the tiles adhere to the wall.
• Adhere to:
English meaning: to stick firmly.
Bangla meaning: দৃঢ়ভাবে লেগে থাকা, সেঁটে থাকা।
• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Adhere এর সাথে 'দৃঢ়ভাবে লেগে থাকা' অর্থ বুঝাতে to বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে to বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে to বসবে।
0
Updated: 2 months ago