Find the idioms and phrases of 'tall talk'.
A
secrets
B
to frown
C
to bribe
D
to dumps
উত্তরের বিবরণ
“Tall talk” শব্দগুচ্ছটি সাধারণত এমন কথা বোঝাতে ব্যবহৃত হয় যা বাস্তবের তুলনায় অনেক বাড়িয়ে বলা হয়। এটি অহংকারপূর্ণ, বড়াই করা বা অতিরঞ্জিত বক্তব্যের প্রতীক। অর্থাৎ কেউ যখন নিজের কাজ, সাফল্য বা ক্ষমতা নিয়ে অতিরিক্ত গর্ব করে বা মিথ্যে বড়াই করে, তখন সেটি “tall talk” নামে পরিচিত হয়।
এই অর্থের ভিত্তিতে দেখা যায়—
to frown অর্থ “ভ্রুকুটি করা” বা “অসন্তুষ্টি প্রকাশ করা।” এটি এমন অবস্থাকে নির্দেশ করে যেখানে কেউ কোনো বিষয়ের প্রতি বিরূপ মনোভাব দেখায়। অনেক সময় অতিরিক্ত গর্ব বা অহংকারপূর্ণ কথাবার্তার প্রতি মানুষ “to frown” অর্থাৎ বিরক্তি প্রকাশ করে। তাই “tall talk”–এর প্রতি সাধারণ প্রতিক্রিয়া হিসেবে “to frown” অর্থটি উপযুক্ত হয়।
অন্য বিকল্পগুলো বিশ্লেষণ করলে বিষয়টি আরও স্পষ্ট হয়:
secrets মানে গোপন বিষয়, যা “tall talk”-এর সঙ্গে কোনো সম্পর্ক রাখে না।
to bribe অর্থ ঘুষ দেওয়া, এটি আর্থিক বা নৈতিক দুর্নীতির সঙ্গে যুক্ত, অতিরঞ্জিত কথাবার্তার নয়।
to dumps বলতে মনমরা বা হতাশ অবস্থাকে বোঝায়, যার সঙ্গে “tall talk”-এর কোনও যোগ নেই।
অতএব, অর্থগত সামঞ্জস্য ও বাক্যগত প্রয়োগের দিক থেকে “tall talk” এর সমার্থক অর্থ প্রকাশ করে “to frown”, কারণ এটি অতিরঞ্জিত বা অহংকারপূর্ণ কথাবার্তার প্রতি বিরক্তি বা অস্বীকৃতির প্রকাশ ঘটায়।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 2 days ago
What is the meaning of the idiom 'keep one’s fingers crossed'?
Created: 1 month ago
A
To prevent a person from having power.
B
Stop someone from learning.
C
Speak for the country
D
To hope for a particular or stated outcome.
Keep one’s fingers crossed
- 
English Meaning: put one finger across another as a sign of hoping for good luck / to hope for a particular or stated outcome. 
- 
Bangla Meaning: পরিকল্পনার চরম সাফল্য সম্পর্কে আশা পোষণ করা। 
Other options:
- 
Keep something down - 
English Meaning: to prevent a person or group of people from having any power or freedom. 
- 
Bangla Meaning: দমিয়ে রাখা। 
 
- 
- 
Keep something from - 
English Meaning: to prevent someone from learning about something. 
- 
Bangla Meaning: অন্যের কাছ থেকে গোপন রাখা। 
 
- 
- 
Keep the flag flying - 
English Meaning: to act or speak for the country or group that a flag represents. 
- 
Bangla Meaning: সমর্থন যোগানো / পতাকা তুলে ধরা। 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Each of the following idioms is followed by some alternativeChoose the one which best expresses its meaning :- To keep one’s head-
Created: 2 months ago
A
to save oneself
B
to be self respectful
C
to keep calm
D
none of these
To keep one's head (idiom)
English Meaning: To stay calm in a tough or stressful situation.
Bangla Meaning: কঠিন পরিস্থিতিতে শান্ত থাকা।
Example Sentences:
- 
হঠাৎ সমস্যা এলেও সারা শান্ত ছিল এবং সমাধান খুঁজে পেল। 
- 
বিপদের সময় ঘাবড়ে না গিয়ে শান্ত থাকা এবং বুঝে-শুনে সিদ্ধান্ত নেওয়া খুব দরকার। 
Source: Live MCQ Lecture
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
Learning a new language demands consistent practice.
The underlined part is-
Created: 2 months ago
A
Verbal phrase
B
Gerund phrase
C
Participle phrase
D
None of these
Gerund Phrase – Example and Explanation
- 
Example Sentence: 
 Learning a new language demands consistent practice.- 
Underlined part: Learning a new language 
- 
Function: Gerund Phrase (Noun Phrase) 
- 
Explanation: - 
Begins with a gerund (Learning = verb + -ing acting as a noun) 
- 
Functions as the subject of the sentence 
- 
Hence, it is both a Noun Phrase and a Gerund Phrase 
 
- 
 
- 
Noun Phrase:
- 
A noun phrase is a group of words that functions as a noun or pronoun in a sentence. 
- 
It can be modified by adjectives. 
Three Types of Noun Phrases:
- 
Appositive Phrase: - 
Renames another noun in the sentence, often set off by commas 
- 
Example: Mr. Rahman, my favorite English teacher, is doing this assignment for me. 
 
- 
- 
Gerund Phrase: - 
Starts with a gerund (verb + -ing) and acts as a noun 
- 
Example: Traveling to new places broadens your perspective. 
 
- 
- 
Infinitive Phrase: - 
Begins with an infinitive (to + verb) and includes modifiers 
- 
Example: His dream is to travel the world. 
 
- 
Source: Cliff's TOEFL
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago