Correct the sentence 'The father could not help but cry at his condition'.
A
cry on
B
cry for
C
crying
D
no correction
উত্তরের বিবরণ
বাক্যটি “The father could not help but cry at his condition” মূলত একটি ব্যাকরণগত ভুল প্রকাশ করছে। ইংরেজি ব্যাকরণে “could not help” বা “can’t help” ব্যবহারের পর সাধারণত verb-এর -ing form (gerund) ব্যবহৃত হয়। তাই এখানে সঠিক রূপ হবে “The father could not help crying at his condition।” নিচে বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা করা হলো।
“Could not help” অর্থ এমন একটি কাজ যা কেউ থামাতে বা নিয়ন্ত্রণ করতে পারে না। এটি এমন অবস্থায় ব্যবহৃত হয় যখন কোনো অনুভূতি বা প্রতিক্রিয়া স্বাভাবিকভাবে প্রকাশ পায়। তাই এর পর verb-এর present participle (-ing form) বসে। যেমন—
- 
She could not help laughing. 
- 
I couldn’t help smiling. 
 একইভাবে এখানে “cry” শব্দটির পরিবর্তে “crying” বসানোই সঠিক নিয়ম।
“Could not help but cry” গঠনটি কিছু ক্ষেত্রে অনানুষ্ঠানিকভাবে ব্যবহৃত হলেও এটি grammatically awkward। কারণ “but” conjunction যোগ করে আরেকটি verb ব্যবহার করলে বাক্যটি redundancy তৈরি করে। আধুনিক ইংরেজিতে এটি পরিহার করা হয় এবং “could not help crying” ব্যবহারই সঠিক বলে গণ্য।
অন্য বিকল্পগুলো ভুল কারণ—
cry on মানে কোনো কিছুর ওপর কাঁদা, যা অর্থহীন।
cry for অর্থ কারও জন্য কাঁদা বা কোনো কিছুর জন্য আহাজারি করা, যা বাক্যের অর্থের সঙ্গে মেলে না।
no correction ভুল হবে, কারণ “but cry” ব্যবহার ব্যাকরণগতভাবে দুর্বল।
অতএব সঠিক উত্তর crying, অর্থাৎ বাক্যটি হবে—
The father could not help crying at his condition.
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 2 days ago
Learning a new language demands consistent practice.
The underlined part is-
Created: 2 months ago
A
Verbal phrase
B
Gerund phrase
C
Participle phrase
D
None of these
Gerund Phrase – Example and Explanation
- 
Example Sentence: 
 Learning a new language demands consistent practice.- 
Underlined part: Learning a new language 
- 
Function: Gerund Phrase (Noun Phrase) 
- 
Explanation: - 
Begins with a gerund (Learning = verb + -ing acting as a noun) 
- 
Functions as the subject of the sentence 
- 
Hence, it is both a Noun Phrase and a Gerund Phrase 
 
- 
 
- 
Noun Phrase:
- 
A noun phrase is a group of words that functions as a noun or pronoun in a sentence. 
- 
It can be modified by adjectives. 
Three Types of Noun Phrases:
- 
Appositive Phrase: - 
Renames another noun in the sentence, often set off by commas 
- 
Example: Mr. Rahman, my favorite English teacher, is doing this assignment for me. 
 
- 
- 
Gerund Phrase: - 
Starts with a gerund (verb + -ing) and acts as a noun 
- 
Example: Traveling to new places broadens your perspective. 
 
- 
- 
Infinitive Phrase: - 
Begins with an infinitive (to + verb) and includes modifiers 
- 
Example: His dream is to travel the world. 
 
- 
Source: Cliff's TOEFL
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
Her swimming every morning keeps her healthy.
Here, the underlined part is a/ an -
Created: 3 weeks ago
A
Gerund
B
Participle
C
Modal verb
D
Linking verb
Her swimming every morning keeps her healthy. Here, the underlined part is a/ an - Gerund.
• Gerund:
- 
Gerund হলো এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে। 
• Possessive adjective (your, his, her, my, theirs, etc.) এর পরে gerund এবং Object pronoun (me, us, him, her, them, it) এর পরে present participle ব্যবহার করা হয়।
- 
Possessive Adjective + Gerund: Ownership of the action নির্দেশ করতে ব্যবহৃত হয় (e.g., "Her swimming"). 
- 
Object Pronoun + Present Participle: Action involving the object বর্ণনা করতে ব্যবহৃত হয় (e.g., "Him studying"). 
• প্রশ্নে উল্লিখিত বাক্যে 'Her' Possessive adjective-এর পরে 'swimming' বসানো হয়েছে, তাই এটি একটি Gerund।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
• Participle:
- 
Participle হলো verb যা -ing (present participle) অথবা -ed, -d, -t, -en, -n (past participle) দিয়ে শেষ হয়। 
- 
Participle Noun modify করতে পারে বা adjective-এর মতো কাজ করে। 
- 
একই সাথে verb ও adjective-এর কাজ করতে পারে। 
• Modal auxiliary verb:
- 
বিভিন্ন অর্থ প্রকাশ করে, সাধারণত potential বা uncertain নির্দেশ করতে ব্যবহৃত হয়। 
- 
Modal verbs-এর পরে সাধারণত verb-এর present form আসে এবং to ব্যবহার হয় না। 
- 
উদাহরণ: can, could, will, would, may, might, shall, should, must 
• Semi-modal verb:
- 
Need, Dare ইত্যাদি মূল verb হিসেবে ব্যবহার হয় আবার modal হিসেবেও, সুতরাং এগুলোকে semi-modal বলা হয়। 
• Linking verb:
- 
Subject ও Subjective complement-এর মধ্যে যোগসূত্র স্থাপন করে। 
- 
Complement হিসেবে সাধারণত adjective বসে। 
- 
Linking verb actionless অর্থাৎ কোনো কাজ প্রকাশ করে না। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
Fill in the blank with the correct one: Planting trees ______ air pollution.
Created: 3 weeks ago
A
contributes to reduce
B
contributes to reducing
C
contribute for reducing
D
contribute to reduce
বাক্যটি হলো: Planting trees contributes to reducing air pollution.
এর অর্থ: বৃক্ষরোপণ বায়ু দূষণ কমাতে অবদান রাখে।
এই বাক্যে কিছু গুরুত্বপূর্ণ ব্যাকরণগত দিক লক্ষ্য করা যায়।
- 
“Contribute to” এর পরে সর্বদা একটি gerund (verb + ing) ব্যবহৃত হয়। 
- 
“Planting trees” এখানে একটি gerund phrase, যা subject হিসেবে কাজ করছে। যেহেতু এটি singular subject, তাই ক্রিয়াপদটি singular (contributes) হয়েছে। 
- 
Contribute এর পরে to বসে, for নয়। 
- 
সাধারণত to এর পরে verb-এর base form ব্যবহৃত হয়, কিন্তু কিছু নির্দিষ্ট prepositional phrase এর ক্ষেত্রে verb + ing ব্যবহৃত হয়। 
এমন কিছু বিশেষ শব্দগুচ্ছ হলো:
- 
With a view to 
- 
With an eye to 
- 
Accustomed to 
- 
Adhere to 
- 
Adverse to 
- 
Addicted to 
- 
Contribute to 
- 
Committed to 
- 
Confess to 
- 
Devoted to 
- 
Look forward to 
- 
Conducive to 
- 
Be used to 
- 
Get used to 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago