A
Tk. 450
B
Tk. 500
C
Tk. 525
D
Tk. 600
উত্তরের বিবরণ
Question: Find the simple interest on BDT 15,000 at 8% per annum for 5 months.
Solution:
Principal, P = 15,000 Taka
Time, n = 5 months = 5/12 years
Rate of interest, r = 8% = 8/100
Simple Interest, I = P × n × r
= 15,000 × (5/12) × (8/100)
= (15,000 × 5 × 8)/(12 × 100)
= 600,000/1200
= 500
∴ The simple interest is Tk. 500.

0
Updated: 4 weeks ago
একজন দোকানদার ১০% ক্ষতিতে একটি খেলনা বিক্রয় করে। যদি সে খেলনাটি ১৬৫ টাকা বেশি মূল্যে বিক্রয় করতো তাহলে তার ৫% লাভ হতো। খেলনাটির ক্রয়মূল্য কত?
Created: 6 days ago
A
১০০০ টাকা
B
১২৩০ টাকা
C
১১০০ টাকা
D
৯৮০ টাকা
প্রশ্ন: একজন দোকানদার ১০% ক্ষতিতে একটি খেলনা বিক্রয় করে। যদি সে খেলনাটি ১৬৫ টাকা বেশি মূল্যে বিক্রয় করতো তাহলে তার ৫% লাভ হতো। খেলনাটির ক্রয়মূল্য কত?
সমাধান:
১০% ক্ষতিতে, শতকরা বিক্রয়মূল্য = (১০০ - ১০)% = ৯০%
৫% লাভে, শতকরা বিক্রয়মূল্য = (১০০+ ৫)% = ১০৫%
∴ পার্থক্য = (১০৫- ৯০)% = ১৫%
প্রশ্নমতে,
১৫% = ১৬৫ টাকা
∴ ১% = ১৬৫/১৫ টাকা
∴ ১০০% = (১৬৫ × ১০০)/১৫ = ১১০০ টাকা
অতএব, খেলনাটির ক্রয়মূল্য = ১১০০ টাকা

0
Updated: 6 days ago
১/২ এর শতকরা কত ৩/৪ হবে?
Created: 1 month ago
A
১২০%
B
১২৫%
C
১৪০%
D
১৫০%
প্রশ্ন: ১/২ এর শতকরা কত ৩/৪ হবে?
সমাধান:
১/২ এর ক% = ৩/৪
⇒ ১/২ এর ক/১০০ = ৩/৪
⇒ ক /২০০ = ৩/৪
⇒ ক = ২০০× ৩/৪
∴ ক = ১৫০

0
Updated: 1 month ago
টাকায় পাঁচটি করে আম ক্রয় করে টাকায় চারটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
Created: 6 days ago
A
১৭.৫৩%
B
২৫%
C
৫১.৫২%
D
১৫%
প্রশ্ন: টাকায় পাঁচটি করে আম ক্রয় করে টাকায় চারটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
সমাধান:
৫টি আমের ক্রয়মূল্য ১ টাকা
১ টি আমের ক্রয়মূল্য ১/৫ = ০.২০ টাকা
আবার,
৪টি আমের বিক্রয়মূল্য ১ টাকা
১টি আমের বিক্রয়মূল্য ১/৪ = ০.২৫ টাকা
সুতরাং লাভ হচ্ছে = ০.২৫ - ০.২০ টাকা = ০.০৫ টাকা
সুতরাং শতকরা লাভ (০.০৫/০.২০) × ১০০% = ২৫%

0
Updated: 6 days ago