(d√x)/dx = ?
A
1/√x
B
1/2√x
C
x√x
D
(1/2)x√x
উত্তরের বিবরণ
প্রশ্ন:
= ?
সমাধান:
তাহলে,
এটি সমীকরণ আকারে লিখলে:
অতএব,
উত্তর: খ)
0
Updated: 3 days ago
একটি ফুটবলের ব্যাস 6 ইঞ্চি হলে, ফুটবলের আয়তন কত?
Created: 1 month ago
A
112.95 বর্গ ইঞ্চি
B
103.25 ঘন ইঞ্চি
C
113.09 ঘন ইঞ্চি
D
123.19 ইঞ্চি
প্রশ্ন: একটি ফুটবলের ব্যাস 6 ইঞ্চি হলে, ফুটবলের আয়তন কত?
সমাধান:
দেওয়া আছে,
ব্যাস, d = 6 ইঞ্চি
ব্যাসার্ধ, r = 6/2 = 3 ইঞ্চি
ফুটবল হল একটি গোলক, এবং গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হল = (4/3)πr3
= (4/3) × 3.1416 × (3)3
= 36 × 3.1416
= 113.09 ঘন ইঞ্চি
∴ ফুটবলের আয়তন 113.09 ঘন ইঞ্চি
0
Updated: 1 month ago
(2x-3y)/(2x+3y) = 1/7 হলে x:y = কত?
Created: 1 day ago
A
2:3
B
3:2
C
2:1
D
1:2
প্রশ্নঃ (2x−3y)/(2x+3y) = 1/7 হলে x : y = কত?
সমাধানঃ
প্রদত্ত,
(2x−3y)/(2x+3y) = 1/7
অতএব,
7(2x−3y) = 1(2x+3y)
⇒ 14x − 21y = 2x + 3y
⇒ 14x − 2x = 3y + 21y
⇒ 12x = 24y
⇒ x/y = 24/12
⇒ x/y = 2/1
অতএব, x : y = 2 : 1
উত্তরঃ গ) 2 : 1
0
Updated: 1 day ago
একটি চালের গুদামে ৪০০ কেজি চাল মজুদ আছে। মালিক ২০ টাকা কেজি দরে ৮০% চাল বিক্রয় করেন। তার মোট বিক্রয়মূল্য কত টাকা?
Created: 2 days ago
A
৫৪০০
B
৬৪০০
C
৩০০০
D
৩৩০০
প্রশ্নঃ একটি চালের গুদামে ৪০০ কেজি চাল মজুদ আছে। মালিক ২০ টাকা কেজি দরে ৮০% চাল বিক্রয় করেন। তার মোট বিক্রয়মূল্য কত টাকা?
সমাধানঃ
মোট চাল = ৪০০ কেজি
বিক্রিত চাল = ৪০০ এর ৮০%
= (৮০/১০০) × ৪০০
= ৩২০ কেজি
প্রতি কেজি চালের দাম = ২০ টাকা
অতএব, মোট বিক্রয়মূল্য = ৩২০ × ২০
= ৬৪০০ টাকা
উত্তরঃ খ) ৬৪০০
0
Updated: 2 days ago