PSC শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানে যায়?
A
১
B
৩
C
৬
D
৯
উত্তরের বিবরণ
PSC শব্দটিতে ৩টি ভিন্ন বর্ণ রয়েছে: P, S, C।
এই তিনটি ভিন্ন বর্ণের প্রতিটি স্থানে যেকোনো বর্ণ বসানো যাবে। তাই, তিনটি বর্ণের জন্য সবকটি স্থানে বসানোর উপায় হবে:
৩! = ৩ × ২ × ১ = ৬
তাহলে, PSC শব্দটি ৬ প্রকারে সাজানো যায়।
উত্তর: গ) ৬
0
Updated: 3 days ago
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি?
Created: 2 months ago
A
২২° - ৩০’ ২০° - ৩৪’ দক্ষিণ অক্ষাংশে
B
৮০° - ৩১’ ৪০° - ৯০’ দ্রাঘিমাংশে
C
৩৪° - ২৫’ ৩৮’ উত্তর অক্ষাংশে
D
৮৮° ০১’ থেকে ৯২° ৪১’ পূর্ব দ্রাঘিমাংশে
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান
বাংলাদেশের ভৌগোলিক অবস্থান পৃথিবীর মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি এশিয়ার দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত। দেশের অবস্থান ২০°৩৪' উত্তর থেকে ২৬°৩৮' উত্তর অক্ষাংশ এবং ৮৮°০১' থেকে ৯২°৪১' পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত।
মধ্যবর্তী অবস্থানের কারণে কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্য দিয়ে গেছে, ফলে দেশটি ক্রান্তীয় অঞ্চলের অংশ। বাংলাদেশের সমুদ্রসীমা প্রায় ৭১৬ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি
0
Updated: 2 months ago
নদী ছাড়া ‘মহানন্দা’ কী?
Created: 2 weeks ago
A
তরমুজ
B
সরিষা
C
আম
D
কলা
নদী ছাড়াও ‘মহানন্দা’ একটি জনপ্রিয় আমের জাত হিসেবে পরিচিত। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সুস্বাদু ও বৈচিত্র্যময় জাতের আম উৎপন্ন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি জাত হলো—হাড়িভাঙা, আম্রপালি, ফজলি, সূর্যপরি ও মোহনভোগ।
এসব জাত স্বাদ, রঙ, আঁশ ও সংরক্ষণক্ষমতার দিক থেকে ভিন্নতর এবং দেশের অভ্যন্তরে ও রপ্তানির বাজারে অত্যন্ত চাহিদাসম্পন্ন। আম বাংলাদেশের অন্যতম অর্থকরী ফল হিসেবেও বিবেচিত।
0
Updated: 2 weeks ago
নিচের কোন অঙ্গটির গঠনতন্ত্রের একক হচ্ছে অ্যালভিওলাই-
Created: 4 days ago
A
রেচনতন্ত্র
B
কংকালতন্ত্র
C
যকৃত
D
ফুসফুস
ফুসফুসের গঠনতন্ত্রের একক অ্যালভিওলাই। ফুসফুসের কার্যক্রমের মধ্যে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড নিষ্কাশন অন্যতম। এই প্রক্রিয়া অ্যালভিওলাই নামক ক্ষুদ্র বুদবুদের মাধ্যমে ঘটে।
অ্যালভিওলাই হলো ছোট ছোট বুদবুদ বা পকেট, যেগুলি ফুসফুসের মধ্যে অবস্থান করে এবং রক্তনালী (ক্যাপিলারি) এর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে। এখানে শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন রক্তে প্রবাহিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড রক্ত থেকে বের হয়ে বাতাসে ছাড়ানো হয়।
ফুসফুসের অ্যালভিওলাইয়ের গঠন:
-
অ্যালভিওলাই ছোট ছোট ক্ষুদ্র বুদবুদ যার ভেতর অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান-প্রদান হয়।
-
এগুলোর দেয়াল অত্যন্ত পাতলা এবং রক্তনালী (ক্যাপিলারি) গুলো অ্যালভিওলাইয়ের দেয়ালের পাশে থাকে।
-
অক্সিজেন রক্তে প্রবাহিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড বাতাসে নিষ্কাশিত হয়।
-
এই অ্যালভিওলাইয়ের কার্যকলাপ শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়ার মূল অংশ।
ফুসফুসের প্রতিটি অ্যালভিওলাই ত্বক অথবা শ্বাসকোষের মধ্যে অবস্থিত এবং এগুলোর উপাদান মিলে আমাদের শ্বাস-প্রশ্বাসকে কার্যকরী করে তোলে।
0
Updated: 4 days ago