সম্প্রতি কোন স্থানকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে নির্ধারণ করা হয়েছে?
A
ইলোরা-অজন্তা, ভারত
B
মহাস্থানগড়, বাংলাদেশ
C
মহেঞ্জদারো-হরপ্পো, ভারত
D
কোনোটি নয়
উত্তরের বিবরণ
মহাস্থানগড় বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক অনন্য নিদর্শন, যা দেশের প্রাচীনতম নগর সভ্যতার সাক্ষ্য বহন করে। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান, যেখানে বহু প্রাচীন নিদর্শন আবিষ্কৃত হয়েছে।
- 
মহাস্থানগড় বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি, যা প্রাচীন পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর নামে ইতিহাসে পরিচিত। 
- 
এক সময় এটি ছিল বাংলার রাজধানী, যা প্রশাসন ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে সমৃদ্ধি লাভ করেছিল। 
- 
প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে দেখা যায়, যিশু খ্রিষ্টের জন্মেরও আগে, অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে একটি উন্নত সভ্য জনপদ গড়ে উঠেছিল। 
- 
মহাস্থানগড়ে প্রাপ্ত শিলালিপি, মুদ্রা, মৃৎপাত্র ও স্থাপত্য নিদর্শন প্রমাণ করে যে এটি ছিল একটি সমৃদ্ধ বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। 
- 
২০১৬ সালে মহাস্থানগড়কে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়, যা দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। 
- 
বর্তমানে এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক পর্যটন কেন্দ্র, যেখানে দেশি-বিদেশি পর্যটকরা প্রাচীন সভ্যতার চিহ্ন দেখতে ভিড় জমায়। 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 3 days ago
সার্কের বর্তমান মহাসচিব কে? (আগস্ট, ২০২৫)
Created: 2 months ago
A
মো. ইসমাইল চৌধুরী
B
মো. মোবাশ্বের চৌধুরী
C
মো. এহসানুল হক
D
মো. গোলাম সারোয়ার
সার্ক:
- সার্ক হলো দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।
- সার্কের বর্তমান মহাসচিব বাংলাদেশের মো. গোলাম সারোয়ার। (আগস্ট, ২০২৫)
- প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- এগুলো হলো:
• বাংলাদেশ।
• ভারত
• পাকিস্তান
• নেপাল
• শ্রীলংকা
• ভুটান
• মালদ্বীপ
• আফগানিস্তান।
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
(প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিলো) সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
Created: 3 months ago
A
মালদ্বীপ
B
শ্রীলংকা
C
নেপাল
D
ভুটান
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
[প্রশ্নে অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। চিহ্নিত উত্তরটি সঠিক নয়]
- সার্কভুক্ত দেশসমূহের মধ্যে একমাত্র আফগানিস্তানে বাংলাদেশের কোন দূতাবাস নেই।
- বর্তমানে বিশ্বের ৬০টি দেশে বাংলাদেশের ৮১টি কূটনৈতিক মিশন চালু রয়েছে।
- এছাড়া আরও ১১টি নতুন মিশন স্থাপনের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।
- বাংলাদেশে ৫২টি বিদেশি দূতাবাস আছে।
সূত্র: প্রথম আলো পত্রিকা, ২৩ অক্টোবর ২০২৩।
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 months ago