Who is the main protagonist of Hamlet?
A
Prince Hamlet
B
King Claudius
C
Polonius
D
Horatio
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
Who kills Polonius?
Created: 2 months ago
A
Claudius
B
Hamlet
C
Laertes
D
Fortinbras
Polonius হলেন ডেনমার্কের রাজদরবারের প্রধান পরামর্শদাতা এবং Ophelia ও Laertes-এর পিতা। তিনি গোপনে Hamlet ও Gertrude-এর কথোপকথন শুনতে Gertrude-এর কক্ষে একটি পর্দার আড়ালে লুকিয়ে পড়েন।
Hamlet যখন কক্ষে ঢোকে ও তার মা Gertrude-এর সঙ্গে তর্কে লিপ্ত হয়, তখন সে আচমকা পর্দার পেছনে কিছু নড়াচড়া টের পায়। সে ভাবে, সেখানে হয়তো King Claudius লুকিয়ে আছে, তাই কোনো চিন্তা না করেই তরবারি দিয়ে আঘাত করে দেয়। কিন্তু পর্দার পেছনে ছিলেন Polonius, এবং সেই আঘাতে তার মৃত্যু হয়।
এটি Shakespeare-এর "Hamlet" নাটকের একটি গুরুত্বপূর্ণ দৃশ্য, কারণ এটি Hamlet-এর প্রতিশোধপরায়ণতা এবং ভুল সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি দেখায়।
সংক্ষিপ্তভাবে: Hamlet ভেবে ছিলেন Claudius পর্দার পেছনে লুকিয়ে আছে, তাই তরবারি চালান এবং Polonius ভুলবশত নিহত হন।

0
Updated: 2 months ago
Polonius believes that the cause of Hamlet's madness is...
Created: 3 weeks ago
A
Grief over his father's death.
B
His ambition for the crown.
C
His rejected love for Ophelia.
D
His discovery of Claudius's crime.
পোলোনিয়াস দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে হ্যামলেটের অস্বাভাবিক আচরণের মূল কারণ হলো ওফেলিয়ার অপ্রত্যুত্তরিত ভালোবাসা। তিনি কন্যাকে নির্দেশ দেন যেন হ্যামলেটের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং তার পাঠানো চিঠি ফেরত দেয়।
এর পর হ্যামলেটের অদ্ভুত আচরণকে তিনি সরাসরি এই প্রত্যাখ্যানের ফল হিসেবে দেখেন। শেষে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে রাজা ক্লডিয়াস ও রানি গারট্রুডের কাছে নিজের এই ধারণা তুলে ধরেন এবং জানান যে ওফেলিয়ার অস্বীকৃতিই হ্যামলেটকে উন্মাদ করেছে।
-
পোলোনিয়াসের ধারণা: হ্যামলেটের পাগলামির কারণ ওফেলিয়ার প্রত্যাখ্যান।
-
ওফেলিয়াকে নির্দেশ: হ্যামলেটের প্রস্তাব ফিরিয়ে দিতে ও তার চিঠি ফেরত দিতে বলা হয়।
-
পরিণতি ব্যাখ্যা: হ্যামলেটের অদ্ভুত আচরণকে তিনি প্রেমে ব্যর্থতার ফল মনে করেন।
-
রাজদ্বারে উপস্থাপন: ক্লডিয়াস ও গারট্রুডকে দৃঢ়ভাবে বলেন যে এই অস্বীকৃতিই হ্যামলেটকে পাগল করেছে।

0
Updated: 3 weeks ago
Who speaks the line "Neither a borrower nor a lender be" in Hamlet?
Created: 1 week ago
A
Hamlet
B
Laertes
C
Polonius
D
Gertrude
এই বিখ্যাত উপদেশমূলক উক্তিটি William Shakespeare–এর নাটক Hamlet-এর প্রথম অঙ্কে (Act I, Scene III) Polonius তার পুত্র Laertes-কে বলেন, যখন সে ফ্রান্সে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। Polonius একজন অভিজ্ঞ ও বুদ্ধিমান দরবারী, যিনি জীবনের ব্যবহারিক দিক নিয়ে তার ছেলেকে সতর্ক করেন।
১. তিনি Laertes-কে বলেন যেন সে কখনো কারও কাছ থেকে ঋণ না নেয় এবং কাউকে ঋণও না দেয়, কারণ ঋণ সম্পর্ক বন্ধুত্বে ফাটল ধরায় ও বিশ্বাস নষ্ট করে।
২. “Neither a borrower nor a lender be”-এর মাধ্যমে Shakespeare মানবসম্পর্কে অর্থনৈতিক নির্ভরশীলতার ক্ষতিকর দিকটি তুলে ধরেছেন।
৩. এই উপদেশটি Polonius-এর চরিত্রের নৈতিকতাবাদী দৃষ্টিভঙ্গি প্রকাশ করে—তিনি চান তার পুত্র একজন বিচক্ষণ, আত্মনির্ভরশীল ও সৎ ব্যক্তি হোক।
অর্থাৎ, এই উক্তিটি শুধুমাত্র একটি সাধারণ পরামর্শ নয়; বরং এটি জীবনের প্রজ্ঞা ও বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন, যা Polonius-এর পিতৃসুলভ উদ্বেগকে প্রকাশ করে।

0
Updated: 1 week ago