কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
A
৩৩/৫০
B
৮/১১
C
৩/৫
D
১৩/২৭
উত্তরের বিবরণ
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
সমাধান:
২/৩ = ০.৬৬৬
ক) ৩৩/৫০ = ০.৬৬
খ) ৮/১১ = ০.৭২৭
গ) ৩/৫ = ০.৬০
ঘ) ১৩/২৭ = ০.৪৮১
                                                                             
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 3 days ago
দুইটি ভগ্নাংশের গুণফল ২/৯। একটি ভগ্নাংশ ৪/৩ হলে অপর ভগ্নাংশটি কত?
Created: 2 weeks ago
A
২/৫
B
৩/৪
C
১/৬
D
১৯
প্রশ্ন: দুইটি ভগ্নাংশের গুণফল ২/৯। একটি ভগ্নাংশ ৪/৩ হলে অপর ভগ্নাংশটি কত?
সমাধান:
দেওয়া আছে,
দুইটি ভগ্নাংশের গুণফল = ২/৯
একটি ভগ্নাংশ = ৪/৩
∴ অপর ভগ্নাংশ = (২/৯) ÷ (৪/৩)
= (২/৯) × (৩/৪)
= ৬/৩৬
= ১/৬
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 weeks ago
কোনো ভগ্নাংশের লব ও হরের যোগফল ১৭। যদি লবের সঙ্গে ৩ যোগ করা হয়, তবে ভগ্নাংশটির মান হয় ১। ভগ্নাংশটি কত?
Created: 1 week ago
A
১৭/১৪
B
১৪/১৭
C
১০/৭
D
৭/১০
ধরা যাক, ভগ্নাংশটি 
প্রশ্নানুসারে,
 … (১)
এবং,  … (২)
সমীকরণ (২) থেকে পাই,
অথবা, 
এখন এটি (১)-এ বসাই,
অর্থাৎ, 
⇒ 
⇒ 
এখন
অতএব, ভগ্নাংশটি =
উত্তরঃ ঘ) ৭/১০
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 week ago
নিচের কোন ভগ্নাংশটি ২/৩ হতে বড়?
Created: 6 months ago
A
৩৩/৫০
B
৮/১১
C
৩/৫
D
১৩/২৭
প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ২/৩ হতে বড়?
সমাধান:
২/৩ = ০.৬৬৭
এখানে,
৩৩/৫০ = ০.৬৬
৮/১১ = ০.৭৩
৩/৫ = ০.৬০
১৩/২৭ = ০.৪৮
এখানে, ২/৩ < ৮/১১
৮/১১ ভগ্নাংশটি ২/৩ হতে বড়।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 6 months ago