নিচের কোনটি মৌলিক সংখ্যা?
A
৯১
B
৮৭
C
৬৩
D
৫৯
উত্তরের বিবরণ
৯১ সংখ্যাটি ৭ দ্বারা বিভাজ্য
৮৭ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য
৬৩ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য
সুতরাং ৫৯ সংখ্যাটি মৌলিক সংখ্যা।
0
Updated: 3 days ago
৬০ থেকে বড় এবং ৭০ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত?
Created: 3 weeks ago
A
১১৮
B
১২৩
C
১২৫
D
১২৮
প্রশ্ন: ৬০ থেকে বড় এবং ৭০ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত?
সমাধান:
৬০ থেকে বড় এবং ৭০ থেকে ছোট মৌলিক সংখ্যা দুটি যথাক্রমে ৬১ ও ৬৭
∴ সংখ্যাদ্বয়ের সমষ্টি = ৬১ + ৬৭
= ১২৮।
0
Updated: 3 weeks ago
A = {x : x, মৌলিক সংখ্যা এবং 10 < x ≤ 30} হলে, A এর প্রকৃত উপসেট সংখ্যা কত?
Created: 1 month ago
A
60 টি
B
31 টি
C
63 টি
D
83 টি
প্রশ্ন: A = {x : x, মৌলিক সংখ্যা এবং 10 < x ≤ 30} হলে, A এর প্রকৃত উপসেট সংখ্যা কত?
সমাধান:
দেওয়া আছে, A = {x : x, মৌলিক সংখ্যা এবং 10 < x ≤ 30}
তাহলে, A = {11, 13, 17, 19, 23, 29}
এখানে, A সেটের উপাদান সংখ্যা, n = 6
আমরা জানি, কোনো সেটের প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1
∴ A এর প্রকৃত উপসেট সংখ্যা = 26 - 1
= 64 - 1
= 63
উল্লেখ্য,
• কোনো সেটের উপসেট (Subset) সংখ্যা হয় 2n যেখানে n হলো সেটের সদস্য সংখ্যা।
প্রকৃত (proper) উপসেট বলতে সেই উপসেট বোঝায়, যেটি মূল সেটটি নিজে নয়। অর্থাৎ, মোট উপসেট থেকে ১ (অর্থাৎ সম্পূর্ণ সেট) বাদ দিতে হবে।
0
Updated: 1 month ago
৪৫ থেকে ৭৫ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে?
Created: 2 weeks ago
A
৯ টি
B
৬ টি
C
৫ টি
D
৭ টি
প্রশ্ন: ৪৫ থেকে ৭৫ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে?
সমাধান:
৪৫ থেকে ৭৫ এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যাগুলো হলো,
৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩
সুতরাং, ৪৫ থেকে ৭৫ এর মধ্যে মৌলিক সংখ্যার সংখ্যা ৭ টি।
0
Updated: 2 weeks ago