He went there at 7 O'clock ___ the evening.
A
at
B
in
C
on
D
By
উত্তরের বিবরণ
সময়ের বিভিন্ন অংশ বোঝাতে কিছু নির্দিষ্ট preposition ব্যবহৃত হয়। Evening, Morning ইত্যাদি সময়ের ক্ষেত্রে সাধারণত in ব্যবহৃত হয়।
-
In the morning — সকালে বোঝাতে ব্যবহৃত হয়।
-
In the afternoon — বিকালে বোঝাতে ব্যবহৃত হয়।
-
In the evening — সন্ধ্যায় বোঝাতে ব্যবহৃত হয়।
-
In the night — সাধারণভাবে রাতের সময় বোঝাতে ব্যবহৃত হয়, তবে নির্দিষ্ট রাত বোঝাতে at night ব্যবহৃত হয়।
-
In winter / in summer — ঋতুর আগে in ব্যবহৃত হয়।
-
In January / in 2025 — মাস ও বছরের আগে in বসে।
0
Updated: 3 days ago
The waitress ____ to take the order.
Created: 2 weeks ago
A
comes off
B
comes out
C
comes over
D
comes round
Sentence: The waitress comes over to take the order.
Come over:
-
Bangla Meaning: আসা, স্থানান্তরে যাওয়া, চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া, হঠাৎ করে কোনো বিশেষ ধরনের আচরণ করা।
-
English Meaning: To visit casually or drop in; to move from one place to another; or to change from one side or opinion to another.
-
Explanation: এখানে “comes over” বলতে বোঝানো হয়েছে “ওয়েট্রেস কাছে আসছে” বা “ওদিকে চলে আসছে”— অর্থাৎ কারও দিকের দিকে আগমন বোঝানো হয়েছে।
-
Example Sentence: Why don’t you come over this evening for dinner?
Other Options:
-
Come off: জয়ী হওয়া; সার্থক হওয়া; খসা; স্খলিত হওয়া।
-
Example: The event came off successfully.
-
-
Come out: প্রচারিত হওয়া; প্রকাশিত হওয়া।
-
Example: His new book will come out next month.
-
-
Come round: আরোগ্যলাভ করা; সুস্থ হওয়া; অচেতনতা থেকে জ্ঞান ফিরে পাওয়া।
-
Example: She fainted but came round soon after.
-
Conclusion:
বাক্য “The waitress comes over to take the order” এ “comes over” অর্থ হলো “ওয়েট্রেস অর্ডার নিতে কাছে আসে”, যা আসা বা কারও দিকে আগমন বোঝাতে ব্যবহৃত হয়েছে।
0
Updated: 2 weeks ago
When you see such kindness, you cannot but ________ something to repay it.
Created: 3 weeks ago
A
done
B
doing
C
do
D
to do
Complete Sentence: When you see such kindness, you cannot but do something to repay it।
-
Cannot help / Cannot but
-
এগুলো ব্যবহৃত হয় কোনো কিছু না করে থাকা সম্ভব নয় বোঝাতে
-
Cannot help-এর পরে gerund (verb+ing) বসে
-
Cannot but-এর পরে verb-এর base form বসে
-
-
যেহেতু প্রদত্ত বাক্যে Cannot but ব্যবহার হয়েছে, তাই শূন্যস্থানে do বসানো হয়েছে
-
More Examples:
-
I cannot but laugh.
-
I cannot help going there.
-
0
Updated: 3 weeks ago
I visit Cox's Bazar frequently. However, I have never ____ Teknaf.
Created: 5 days ago
A
went to
B
visited to
C
gone
D
been to
0
Updated: 5 days ago