Who is the heroine of Tess of the d’Urbervilles?
A
Tess
B
Jane
C
Elizabeth
D
Estella
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
Why does Angel never see Tess’s confession letter?
Created: 1 month ago
A
Alec steals it
B
It slips under the carpet at his house
C
His brother hides it
D
Tess burns it
চিঠিটি Angel-এর দরজার নিচ দিয়ে ঢুকলেও কার্পেটের ভাঁজে আটকে যায়। ফলে Angel কখনো তা পড়ে না। Hardy এই ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখালেও এটি আসলে fate-এর প্রতীক। ছোট্ট এক কাকতালীয় ঘটনা টেসের পুরো জীবন ধ্বংস করে দেয়।
Hardy বারবার দেখিয়েছেন, নিয়তি মানুষের উপর নিষ্ঠুর খেলা খেলে। Tess যতই সৎ হতে চায়, fate তাকে সত্যি প্রকাশ করতে দেয় না। এটি Hardy-এর fatalism-এর সবচেয়ে বিখ্যাত উদাহরণগুলোর একটি।

0
Updated: 1 month ago
What does the name “D'Urberville” symbolise in the novel?
Created: 2 weeks ago
A
The wealth and status Tess seeks
B
The aristocratic family history of Tess
C
A name that symbolises Tess's tragic destiny
D
A symbol of happiness and hope
Tess of the D'Urbervilles* উপন্যাসে, "D'Urberville" নামটি টেসের দুঃখজনক পরিণতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি একটি প্রাচীন এবং প্রভাবশালী পরিবারের নাম হলেও, টেস এই নামের সঙ্গে যুক্ত হয় এবং তার জীবন অতীতের বিশৃঙ্খলা এবং সমস্যার মধ্যে পড়ে।
নামটি তার জীবনের প্রতি এক ধরনের অভিশাপ হয়ে ওঠে, যেখানে তার শোষণ এবং পরাজয় প্রবাহিত হতে থাকে।

0
Updated: 2 weeks ago
Why is Tess’s life often called a “tragedy of fate” in Tess of the d’Urbervilles?
Created: 1 month ago
A
Because she chooses to die
B
Because fate and coincidence destroy her despite innocence
C
Because she is rich but unhappy
D
Because she is proud
থমাস হার্ডির দর্শনে মানুষের জীবন এক অনিবার্য নিয়তির অধীন—এই ভাবনাটিই টেসের জীবনে স্পষ্ট। টেস কোনো ‘স্বেচ্ছা পাপ’ করে না; বরং একের পর এক কাকতালীয় ও অনিয়ন্ত্রিত ঘটনার শিকার। প্রথমত, পরিবারের একমাত্র জীবিকা-ভরসা ঘোড়া Prince-এর দুর্ঘটনাজনিত মৃত্যু—টেসকে বাধ্য করে ট্র্যান্টরিজে যেতে। দ্বিতীয়ত, বিয়ের আগের সেই ‘স্বীকারোক্তির চিঠি’ কার্পেটের ভাঁজে আটকে গিয়ে অ্যাঞ্জেলের হাতে না পৌঁছানো—একটি ক্ষুদ্র ঘটনাই পুরো ভবিষ্যৎ পাল্টে দেয়। তৃতীয়ত, অ্যাঞ্জেল যখন ব্রাজিল থেকে ফিরে আসে, ঠিক তখনই অ্যালেক টেসকে আবার নিজের ভোগচক্রে টেনে নিয়েছে—সময় এখানে নির্মমতার প্রতীক। এসব ঘটনাই হার্ডির ‘ইম্যানেন্ট উইল’ বা অদৃশ্য শক্তির ইঙ্গিত বহন করে, যা নির্দোষ মানুষকেও পিষে ফেলে। টেসের নিজের নৈতিকতা, কাজের নিষ্ঠা, পরিবারের প্রতি দায়বদ্ধতা—কিছুই তাকে রক্ষা করতে পারে না।
তাই তার ট্র্যাজেডি ব্যক্তিগত ‘ত্রুটি’ নয়; বরং নিয়তি, সমাজব্যবস্থা, এবং সময়ের নিষ্ঠুর সমন্বয়—যা হার্ডির ন্যাচারালিস্টিক দৃষ্টিভঙ্গিতে মানুষকে প্রায় অসহায় করে তোলে। এ কারণে সমালোচকেরা টেসের জীবনকে ‘Tragedy of Fate’ নামে অভিহিত করেন।

0
Updated: 1 month ago