He died ____ accident.
A
from
B
by
C
due to
D
for
উত্তরের বিবরণ
Die for ব্যবহৃত হয় যখন কেউ কোনো কিছুর জন্য প্রাণ দেয় বা কোনো উদ্দেশ্যে আত্মত্যাগ করে। যেমন: He died for his country.
-
Die of বোঝায় রোগে মারা যাওয়া। যেমন: He died of cancer.
-
Die in ব্যবহৃত হয় শান্তিতে মারা যাওয়া বা কোনো স্থানে মৃত্যুবরণ বোঝাতে। যেমন: He died in peace. বা He died in Dhaka.
-
Die by বোঝায় দুর্ঘটনা বা কোনো নির্দিষ্ট উপায়ে মারা যাওয়া। যেমন: He died by an accident. বা He died by hanging.
-
Die from ব্যবহৃত হয় অতিরিক্ত খাদ্য গ্রহণ, ক্লান্তি বা বাহ্যিক কোনো কারণে মারা যাওয়া বোঝাতে। যেমন: He died from overeating.
সব মিলিয়ে “die” ক্রিয়ার সঙ্গে ব্যবহৃত preposition অনুযায়ী এর অর্থ পরিবর্তিত হয়। তাই প্রসঙ্গ ও অর্থ অনুযায়ী সঠিক preposition ব্যবহার করা জরুরি।
0
Updated: 3 days ago
They parlayed some modest investments _____________ massive profits for the company.
Created: 1 month ago
A
up
B
in
C
for
D
into
• Complete Sentence: They parlayed some modest investments into massive profits for the company.
-
Bangla Meaning: তারা কিছু স্বল্প বিনিয়োগকে কোম্পানির জন্য বিপুল মুনাফায় রূপান্তরিত করেছে।
• parlay (verb) … into
-
English Meaning: to use or develop something successfully so that it produces something of greater value.
-
Bangla Meaning: কিছু ব্যবহার করে বড়ো সাফল্যে রূপান্তরিত করা।
-
"কিছু ব্যবহার করে অন্য কিছুতে রূপান্তর করা" বোঝাতে parlay এর পরে সাধারণত preposition হিসেবে into বসে।
Example Sentences:
-
She parlayed her small savings into a thriving business.
-
The athlete parlayed his fame into a successful acting career.
Source: 1. Cambridge Dictionary 2. Accessible Dictionary by Bangla Academy
0
Updated: 1 month ago
He took some extra money with him _______________.
Created: 1 month ago
A
though he needed to buy something on the way
B
in case he needed to buy something on the way
C
in case he needs to buy something on the way
D
in spite he needed to buy something on the way
Complete sentence: He took some extra money with him in case he needed to buy something on the way।
In case – কোনো ঘটনার সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয়।
নিয়ম:
-
অতীতে কোনো কাজ কেন করা হয়েছে বোঝাতে in case এর পরে অংশকে past form এ ব্যবহার করা হয়।
-
কোনো কাজ ইতিমধ্যেই সংঘটিত হয়েছে বোঝাতে উভয় clause-এ একই tense ব্যবহার করা হয়।
Structure উদাহরণ:
-
Future Indefinite / Present Indefinite + in case + Present Indefinite
-
উদাহরণ: I shall marry you in case you love me।
-
-
Past Indefinite + in case + Past Indefinite
-
উদাহরণ: He carried an umbrella in case it rained।
-
প্রদত্ত বাক্যে:
-
He took (Past Indefinite) + in case he needed (Past Indefinite) → tense সম্পূর্ণ মিলছে।
0
Updated: 1 month ago
He recommended that we ______ the new movie this weekend.
Created: 3 weeks ago
A
watch
B
watching
C
watched
D
to watch
Complete sentence: He recommended that we watch the new movie this weekend.
Bangla meaning: সে প্রস্তাব করেছিল যে আমরা এই সপ্তাহান্তে নতুন সিনেমাটি দেখি।
Present Subjunctive ব্যবহৃত হয় চাওয়া, ইচ্ছা, পরামর্শ বা প্রয়োজন প্রকাশ করার জন্য, সাধারণত subordinate clause-এ। এই ক্ষেত্রে verb-এর Base form ব্যবহার করা হয়।
-
সাধারণত এই নিয়ম প্রযোজ্য এমন verbs-এর সাথে: advise, necessary, ask, command, recommend, demand, urge, propose, suggest, insist, prefer, request, require ইত্যাদি।
-
Subordinate clause-এ verb সর্বদা base form থাকবে।
-
Negative হলে base form-এর আগে শুধু not বসবে।
-
Be verb থাকলে subordinate clause-এ শুধু be ব্যবহার হবে।
Structure: Subject + verb (any tense) + that + subject + verb (base form) + extension
More examples:
-
The doctor recommended that she not travel for a few weeks.
-
It is important that every student be present in class.
-
They requested that the guests leave before midnight.
0
Updated: 3 weeks ago