Which one is correct?


A

 It is a quarter past ten.


B

It is quarter minutes past ten.


C

 It is fifteen past ten.


D

ঘ It is ten fifteen


উত্তরের বিবরণ

img

ইংরেজি ভাষায় সময় প্রকাশের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করা হয় যা সময় বোঝাতে বাক্যকে সংক্ষিপ্ত ও স্পষ্ট করে তোলে। ১৫ মিনিট বোঝাতে ব্যবহৃত হয় Quarter শব্দটি, যা এক ঘণ্টার চতুর্থাংশ নির্দেশ করে। তাই যখন সময় হয় ১০টা বেজে ১৫ মিনিট, তখন ইংরেজিতে বলা হয় Quarter past ten

Quarter মানে এক ঘণ্টার ১/৪ অংশ, অর্থাৎ ১৫ মিনিট। যেমন, ৩০ মিনিট বোঝাতে বলা হয় half, আর ১৫ মিনিট বোঝাতে quarter
Past শব্দটি ব্যবহৃত হয় নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার ক্ষেত্রে। যেমন, Quarter past ten মানে ১০টার পর ১৫ মিনিট।
– বিপরীতে, কোনো সময় পূর্ণ হতে যত মিনিট বাকি থাকে তা বোঝাতে to ব্যবহৃত হয়। যেমন, Quarter to ten মানে ১০টার ১৫ মিনিট বাকি।
– উদাহরণস্বরূপ, It’s quarter past seven মানে এখন সময় ৭টা ১৫ মিনিট, আর It’s quarter to eight মানে সময় ৭টা ৪৫ মিনিট।
– সময় প্রকাশে এই রূপগুলো দৈনন্দিন কথাবার্তায় খুব প্রচলিত এবং ইংরেজি ভাষাভাষীদের মধ্যে সহজবোধ্য।
Past এবং to ব্যবহারের মাধ্যমে সময়কে দুইভাবে বোঝানো যায়—একবার ঘড়ির সময় পেরোনোর পরের অংশ বোঝাতে, আবার অন্যবার পরবর্তী ঘণ্টা পূর্ণ হওয়ার আগে কতটুকু সময় বাকি আছে তা বোঝাতে।
– এই নিয়মগুলো শেখার মাধ্যমে ইংরেজিতে সময় বলা সহজ ও স্বাভাবিক হয়ে ওঠে।
– ১৫ মিনিটকে quarter বলা হয় কারণ এক ঘণ্টা ৬০ মিনিটের চারটি সমান ভাগে ভাগ করলে প্রতিটি ভাগ দাঁড়ায় ১৫ মিনিট।
– তাই সময়ের এই অংশটি বোঝাতে ইংরেজিতে ‘quarter’ শব্দের ব্যবহার যথাযথ ও ঐতিহ্যবাহী।
– দৈনন্দিন কথোপকথনে Quarter past বা Quarter to ব্যবহারের মাধ্যমে সময়ের নির্ভুলতা ও ভাষার প্রাঞ্জলতা বজায় রাখা যায়।

অতএব, যখন সময় হয় ১০টা বেজে ১৫ মিনিট, ইংরেজিতে সেটি সঠিকভাবে বলা হয় Quarter past ten, যা সময় প্রকাশের একটি স্বাভাবিক ও মানসম্পন্ন রূপ।

Unfavorite

0

Updated: 3 days ago

Related MCQ

What will be the correct preposition to complete the sentence? ‘I am not bad-tennis’.

Created: 6 months ago

A

in

B

at

C

about

D

with

Unfavorite

0

Updated: 6 months ago

Modern data base produce reams of observational data. 

Created: 3 months ago

A

Data bases produce a lot of information 

B

Data bases are pecked with paper. 

C

Data bases create information instantly. 

D

Data bases are of limited use in strong information.

Unfavorite

0

Updated: 3 months ago

Choose the correct sentence:

Created: 3 weeks ago

A

He discussed the matter.

B

He discussed about the mater.

C

He discussed on the matter.

D

None of the above

Unfavorite

0

Updated: 3 weeks ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD