'Pass away' means-
A
disappear
B
die
C
erase
D
fall
উত্তরের বিবরণ
ইডিয়ম: "Pass away"
অর্থ (ইংরেজিতে): A polite way to say die
অর্থ (বাংলায়): মারা যাওয়া
উদাহরণ বাক্য:
- 
She passed away peacefully in her sleep. 
 (তিনি শান্তভাবে ঘুমের মধ্যে মারা গেলেন।)
অন্য বিকল্প শব্দের অর্থ:
- 
Disappear – অদৃশ্য হওয়া; চোখের সামনে চলে যাওয়া 
- 
Erase – মুছে ফেলা; নিশ্চিহ্ন করা 
- 
Fall – পড়া; পতন হওয়া 
সূত্র: Cambridge Dictionary.
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 3 days ago
What is the meaning of the phrase 'As good as' is?
Created: 1 month ago
A
In addition to
B
Without break
C
In any way
D
Very nearly
As good as একটি Phrase। এটি বোঝায় কোনো কিছু প্রায় বা প্রায়শই সম্পূর্ণরূপে ঘটেছে; অর্থাৎ খুব কাছাকাছি।
- 
বাংলা অর্থ: প্রায় 
- 
ইংরেজি অর্থ: very nearly / almost / nearly 
- 
উদাহরণ বাক্য: The decorating is as good as finished - just need to finish off the painting. 
অন্য বিকল্প ফ্রেজগুলোর অর্থ:
- 
As well as: - 
ইংরেজি অর্থ: in addition to / too / besides / and 
- 
বাংলা অর্থ: উপরন্তু / তাছাড়াও / পাশাপাশি 
 
- 
- 
At a stretch: - 
ইংরেজি অর্থ: without break / continuously 
- 
বাংলা অর্থ: একটানা / বিরতিহীনভাবে 
 
- 
- 
At all: - 
ইংরেজি অর্থ: in any way / to any extent 
- 
বাংলা অর্থ: আদৌ 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Choose the word most opposite in meaning to “Laconic”:
Created: 1 month ago
A
Brief
B
Silent
C
Verbose
D
Terse
সঠিক উত্তর হলো গ) Verbose। কারণ এটি Laconic-এর বিপরীত শব্দ। যেখানে Laconic মানে সংক্ষিপ্ত বা কম কথা বলা, সেখানে Verbose মানে অপ্রয়োজনীয়ভাবে বেশি কথা বলা বা অতিরিক্ত শব্দ ব্যবহার করা।
- 
Correct Answer: গ) Verbose - 
Bangla Meaning: বাক্স্পর্শী, অতিরিক্ত শব্দ ব্যবহারকারী 
- 
English Meaning: Using more words than needed; wordy or long-winded 
 
- 
- 
Laconic - 
Bangla Meaning: সংক্ষিপ্ত, কম কথা বলা 
- 
English Meaning: Using very few words; brief and to the point 
 
- 
- 
অন্যান্য অপশন: - 
ক) Brief - 
Bangla Meaning: সংক্ষিপ্ত 
- 
English Meaning: Short in duration or expression; concise 
 
- 
- 
খ) Silent - 
Bangla Meaning: নীরব 
- 
English Meaning: Not speaking or making noise 
 
- 
- 
ঘ) Terse - 
Bangla Meaning: সরল ও সংক্ষিপ্ত 
- 
English Meaning: Brief and direct in a way that may seem rude or unfriendly 
 
- 
- 
ঙ) Reserved - 
Bangla Meaning: সংযত, নির্দিষ্ট 
- 
English Meaning: Slow to reveal emotion or opinions; restrained 
 
- 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Transgress means:
Created: 3 weeks ago
A
Purloin
B
Invade
C
Intrude
D
Infringe
সঠিক উত্তর: Infringe
Transgress
- 
Bangla Meaning: (সীমা) লঙ্ঘন করা 
- 
English Meaning: to violate a command or law; sin 
Infringe
- 
Bangla Meaning: ভঙ্গ/লঙ্ঘন/খণ্ডন করা; অতিবর্তন/অতিক্রম করা 
- 
English Meaning: to encroach upon in a way that violates law or the rights of another 
অন্যান্য অপশন:
Purloin
- 
Bangla Meaning: (আনুষ্ঠানিক) চুরি করা 
- 
English Meaning: to appropriate wrongfully and often by a breach of trust 
Invade
- 
Bangla Meaning: হামলা/হস্তক্ষেপ/লঙ্ঘন করা 
- 
English Meaning: to enter for conquest or plunder 
Intrude
- 
Bangla Meaning: জোর করে প্রবেশ করা বা করানো; অনাহূত/অবাঞ্ছিতভাবে প্রবেশ করা 
- 
English Meaning: to thrust oneself in without invitation, permission, or welcome 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago