Choose the uncountable noun from below:


A

Dream


B

 Salt


C

Thought


D

Table


উত্তরের বিবরণ

img

প্রশ্নে একটি স্পষ্ট ভুল রয়েছে, কারণ প্রদত্ত অপশনগুলোর মধ্যে শুধুমাত্র ‘Table’ একটি countable noun, আর বাকি সবগুলো uncountable noun। ইংরেজি ব্যাকরণে noun বা বিশেষ্য দুইভাবে বিভক্ত—countableuncountable। এই শ্রেণিবিন্যাস নির্ভর করে কোনো বস্তু গণনা করা যায় কি না তার ওপর।

  • Countable noun হলো সেই সব বিশেষ্য যেগুলোকে সরাসরি সংখ্যা দ্বারা গণনা করা যায়। যেমন—table, pen, book, chair ইত্যাদি। এগুলোর বহুবচন করা যায় এবং আগে a, an বা numbers (one, two) ব্যবহৃত হয়। যেমন: a table, two tables

  • Uncountable noun হলো সেই বিশেষ্য যেগুলোকে গণনা করা যায় না, কিন্তু ওজন, পরিমাণ বা ধারণা দ্বারা বোঝানো যায়। যেমন—water, rice, sugar, milk, honesty, beauty ইত্যাদি। এগুলোর আগে a, an বা সংখ্যা ব্যবহার করা যায় না।

  • Uncountable noun সাধারণত পদার্থ, তরল, গুঁড়া, ভাব বা গুণ বোঝাতে ব্যবহৃত হয়। যেমন: I drink milk every day., Honesty is the best policy.

  • Countable noun এর ক্ষেত্রে plural form হয়, কিন্তু uncountable noun সবসময় singular থাকে। যেমন: tables (countable) কিন্তু water (uncountable) নয়।

  • এছাড়া, কিছু শব্দ প্রসঙ্গভেদে দুইভাবেই ব্যবহার হতে পারে; যেমন hair (uncountable – He has black hair) আবার hairs (countable – I found two hairs in the food)।

  • প্রশ্নে যেহেতু Table ছাড়া বাকি সব uncountable noun, তাই অপশনগুলোর গঠন ব্যাকরণগত ভারসাম্যহীন, যা প্রশ্নটিকে ভুল করে তুলেছে।

অতএব, Table হলো countable noun, এবং বাকি সবগুলো uncountable noun, এ কারণেই প্রশ্নের গঠন ব্যাকরণগতভাবে সঠিক নয়।

Unfavorite

0

Updated: 3 days ago

Related MCQ

What kind of noun is 'Cattle'? 

Created: 5 months ago

A

Proper 

B

Common 

C

Collective 

D

Material

Unfavorite

0

Updated: 5 months ago

The battle of good versus evil. The word “good” is used as a:

Created: 2 months ago

A

Adjective

B

Adverb

C

Noun

D

Verb

Unfavorite

0

Updated: 2 months ago

Preamble means -


Created: 1 month ago

A

To make someone feel slightly frightened


B

Correct moral behavior or actions


C

An introduction to a speech or piece of writing


D

To provide, take, or use only a small amount of something


Unfavorite

0

Updated: 1 month ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD