He advised me ______ smoking.
A
Giving up
B
To give up
C
I giving up
D
From giving up
উত্তরের বিবরণ
Give up একটি ইংরেজি ফ্রেজাল ভার্ব, যার অর্থ চেষ্টা পরিত্যাগ করা বা কোনো কিছু ছেড়ে দেওয়া। এটি সাধারণত তখন ব্যবহৃত হয়, যখন কেউ কোনো কাজ বা প্রচেষ্টা চালিয়ে যেতে অক্ষম হয়ে তা বন্ধ করে দেয়।
-
Give up বলতে বোঝায় কোনো কাজ, অভ্যাস, আশা বা সংগ্রাম ছেড়ে দেওয়া।
-
উদাহরণ: He gave up smoking. অর্থাৎ, সে ধূমপান ছেড়ে দিয়েছে।
-
এটি মানসিকভাবে পরাজয় স্বীকার করার দিকেও ইঙ্গিত করে, যেমন— Don’t give up hope. অর্থাৎ, আশা হারিও না।
-
ফ্রেজটি বিভিন্ন প্রেক্ষাপটে ব্যবহৃত হয়— যেমন চেষ্টা ত্যাগ করা, আত্মসমর্পণ করা, কোনো অভ্যাস পরিত্যাগ করা বা কোনো কিছু ছেড়ে দেওয়া বোঝাতে।
-
বাক্য গঠনে এটি সাধারণত ক্রিয়ারূপে ব্যবহৃত হয়, যেমন: She gave up trying to convince him.
-
“Give up” এর বাংলা প্রতিশব্দ হতে পারে ত্যাগ করা, পরিত্যাগ করা, বর্জন করা, হাল ছেড়ে দেওয়া ইত্যাদি।
-
এই ফ্রেজটির ব্যবহার দৈনন্দিন কথাবার্তা ও লেখায় অত্যন্ত প্রচলিত, কারণ এটি আবেগ ও মানসিক অবস্থার পরিবর্তন প্রকাশে উপযোগী।
অতএব, Give up অর্থ এমন একটি অবস্থা বোঝায়, যেখানে কেউ কোনো কাজ, আশা বা প্রচেষ্টা চালিয়ে যেতে না পেরে সেটি ছেড়ে দেয় বা ত্যাগ করে।
0
Updated: 3 days ago
Corruption is pernicious ____ the development of a nation.
Created: 1 month ago
A
on
B
in
C
off
D
to
Complete sentence: Corruption is pernicious to the development of a nation.
Explanation:
-
Pernicious (to):
-
English meaning: causing great harm or damage
-
Bangla meaning: ক্ষতিকর; ধ্বংসকর
-
-
Usage: When pernicious conveys “harmful,” it is usually followed by to to indicate what is being harmed.
Other options are irrelevant in this context.
0
Updated: 1 month ago
Apropos _____ the recent discussion, the manager made an important announcement.
Created: 3 weeks ago
A
at
B
in
C
for
D
of
Apropos শব্দটি Adjective, Adverb, এবং Preposition—এই তিনভাবেই ব্যবহৃত হতে পারে। এর অর্থ কোনো ব্যক্তি, বিষয় বা ঘটনার সম্পর্কে, উপযুক্তভাবে, বা যথাযথভাবে।
English meaning: In connection with or related to somebody/something.
Bangla meaning: এ প্রসঙ্গে; এ সম্পর্কিত; যথোচিত; যথাযথ।
Preposition হিসেবে ব্যবহৃত হলে এর পরে সাধারণত of বসে।
Structure: Apropos of + noun/noun phrase
Complete sentence: Apropos of the recent discussion, the manager made an important announcement.
অর্থ: সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গে ব্যবস্থাপক একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।
Example sentences:
-
Apropos of your earlier comment, I think we should reconsider our strategy.
-
Apropos of the movie we watched last night, I read that it won several awards.
-
Apropos of the upcoming election, the newspaper published an in-depth analysis.
0
Updated: 3 weeks ago
She ____ painting.
Created: 2 months ago
A
took up
B
takes off
C
takes after
D
takes over
• Took up
-
English Meaning: to begin to occupy (land), to enter upon (something, such as a business, hobby, or subject of study)
-
Bangla Meaning: আরম্ভ করা
-
Complete Sentence: She took up painting.
-
Bangla Meaning: সে ছবি আঁকা শুরু করেছিল।
-
অর্থাৎ নতুন কিছু শুরু করেছিল।
-
• Other Options:
-
খ) takes off – মানে উড়ে যাওয়া / ছুটি নেওয়া / কাপড় খোলা (e.g., The plane takes off at 5).
-
গ) takes after – পরিবারের কারো মতো হওয়া (চেহারায় বা স্বভাবে)।
-
ঘ) takes over – নিয়ন্ত্রণ নেওয়া (e.g., He took over the company).
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
0
Updated: 2 months ago