Who is the poet of the 'Victorian Age'?
A
Helen Keller
B
Mathew Arnold
C
Shakespeare
D
Robert Browning
উত্তরের বিবরণ
প্রশ্নটি বাতিল করা হয়েছে।
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Mathew Arnold এবং Robert Browning উভয়ই 'Victorian Age' এর সাহিত্যিক।
- দ্বৈত উত্তর থাকায়, প্রশ্নটি বাতিল করা হলো।
• The Victorian period: [1832-1901]
- 19th century of English literature refers to The Victorian Period.
- 1832–1901- time frame is known as the ‘Victorian Period’ in English Literature.
- এই যুগটি Queen Victoria র নামে নামকরণ করা হয়।
- Queen Victoria যদিও 1837 সালে ক্ষমতায় আসে কিন্তু এই যুগটির সূচনা হয় 1832 সালে।
- এর কারণ হলো 1832 সাল থেকেই সাহিত্যিক বৈশিষ্ট্যে আমুল পরিবর্তন লক্ষ্য করা যায়।
- Fabian Society was founded in 1883 to avoid violence in class-struggle.
- G.B. Shaw was one of the members of the Fabian Society.
• Victorian period মোট ২টি সময়কালে বিভক্ত।
- যথা:
- The Pre-Raphaelites: (1848-1860)
- Aestheticism & Decadence: (1880-1901)
• A list of writers of 'Victorian Age':
- Charles Dickens,
- Thomas Hardy,
- Matthew Arnold,
- Lord Alfred Tennyson,
- Robert Browning,
- George Eliot,
- Charlotte Bronte;
- Emily Bronte;
- Samuel Butler etc.
• Robert Browning কে Victorian age এর অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে গণ্য করা হয়।
- He is often called the father of dramatic monologue.
• Best Works -
- The Ring and the Book,
- Fra Lippo Lippi,
- My Last Duchess,
- The Patriot,
- A Grammarian’s Funeral,
- Andera del Sarto,
- Men and Women,
- Dramatic Lyrics,
- Paracelsus,
- Rabbi Ben Ezra,
- Dramatis Personae, etc.
• Matthew Arnold:
- তিনি একজন English Victorian poet এবং literary ও social critic.
- তিনি শুরুতে inspector of schools হিসেবে কাজ করেন। পরে তিনি professor of poetry হিসেবে যোগ দান করেন Oxford এ।
• Some notable works:
- Culture and Anarchy;
- Dover Beach;
- Empedocles on Etna;
- Essays in Criticism;
- God and the Bible;
- On Translating Homer;
- On the Study of Celtic Literature;
- Sohrab and Rustum;
- The Forsaken Merman;
- The Scholar Gipsy.
উল্লেখ্য,
• Helen Keller - Modern period এর writer;
• Shakespeare - Rennaissance Period এর সাহিত্যিক।
Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
0
Updated: 5 months ago
Who is the writer of the famous essay 'Tradition and the Individual Talent'?
Created: 1 month ago
A
George Orwell
B
Aldous Leonard Huxley
C
T. S. Eliot
D
Francis Bacon
T. S. Eliot একজন বিশিষ্ট আমেরিকান কবি, নাট্যকার এবং সাহিত্য সমালোচক, যিনি আধুনিক ইংরেজি সাহিত্যে নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তিনি তাঁর সমালোচনামূলক প্রবন্ধগ্রন্থ The Sacred Wood (১৯২০) এবং
বিখ্যাত প্রবন্ধ 'Tradition and the Individual Talent' দ্বারা সুপরিচিত। Eliot ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং তাকে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে বিবেচনা করা হয়।
-
Tradition and the Individual Talent:
-
এটি Eliot-এর The Sacred Wood বইয়ের সবচেয়ে বিখ্যাত প্রবন্ধ।
-
প্রবন্ধে তিনি হোমার থেকে শুরু করে আধুনিক ইউরোপীয় সাহিত্যের ঐতিহ্য এবং সেই ঐতিহ্যের সঙ্গে প্রত্যেক ব্যক্তিগত প্রতিভা (Individual Talent) এর সম্পর্ক আলোচনা করেছেন।
-
Tradition বা ঐতিহ্য মানে শুধুমাত্র অতীতের লেখকদের কাজ অনুকরণ করা নয়; বরং Eliot বলেন, “novelty is better than repetition।”
-
Individual Talent বা ব্যক্তিগত প্রতিভা হলো কবির আবেগকে সরাসরি প্রকাশ করা নয়, বরং তা শিল্পের মাধ্যমে রূপান্তরিত করা।
-
কবির সৃষ্টির মূল্য নির্ভর করে ঐতিহ্য এবং ব্যক্তিগত প্রতিভার সমন্বয় এর উপর।
-
উল্লেখযোগ্য যে, সংকলনের অন্য একটি প্রবন্ধ “Hamlet and His Problems” Eliot-এর objective correlative তত্ত্ব উপস্থাপন করে, যা তিনি George Santayana বা Washington Allston থেকে গ্রহণ করেছিলেন।
-
-
T. S. Eliot (1888-1965):
-
পুরো নাম: Thomas Stearns Eliot
-
তিনি আধুনিক কবিতা ও নাটকে নতুন চিন্তাধারা এবং রচনা দিয়ে স্বীকৃতি লাভ করেন।
-
১৯৪৮ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
-
প্রখ্যাত নাটকসমূহ:
-
Murder in the Cathedral
-
The Cocktail Party
-
The Confidential Clerk
-
The Family Reunion
-
The Elder Statesman
-
Sweeney Agonistes (poetic drama in two scenes)
-
-
প্রখ্যাত কবিতাসমূহ:
-
The Love Song of J. Alfred Prufrock (dramatic monologue)
-
The Waste Land
-
Ash Wednesday
-
Four Quartets (East Coker, Little Gidding, Burnt Norton, The Dry Salvages)
-
-
The Sacred Wood (Collection of Essays):
-
Eliot-এর প্রথম সমালোচনামূলক প্রবন্ধগ্রন্থ, প্রকাশিত ১৯২০ সালে।
-
প্রায় ২০টি প্রবন্ধের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি হলো:
-
The Perfect Critic
-
Imperfect Critics
-
Tradition and the Individual Talent
-
Hamlet and His Problems
-
The Possibility of a Poetic Drama
-
Rhetoric and Poetic Drama
-
Notes on the Blank Verse of Christopher Marlowe
-
-
0
Updated: 1 month ago
Who is the poet of the 'Victorian Age'?
Created: 5 months ago
A
Helen Keller
B
Mathew Arnold
C
Shakespeare
D
Robert Browning
প্রশ্নটি বাতিল করা হয়েছে।
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Mathew Arnold এবং Robert Browning উভয়ই 'Victorian Age' এর সাহিত্যিক।
- দ্বৈত উত্তর থাকায়, প্রশ্নটি বাতিল করা হলো।
• The Victorian period: [1832-1901]
- 19th century of English literature refers to The Victorian Period.
- 1832–1901- time frame is known as the ‘Victorian Period’ in English Literature.
- এই যুগটি Queen Victoria র নামে নামকরণ করা হয়।
- Queen Victoria যদিও 1837 সালে ক্ষমতায় আসে কিন্তু এই যুগটির সূচনা হয় 1832 সালে।
- এর কারণ হলো 1832 সাল থেকেই সাহিত্যিক বৈশিষ্ট্যে আমুল পরিবর্তন লক্ষ্য করা যায়।
- Fabian Society was founded in 1883 to avoid violence in class-struggle.
- G.B. Shaw was one of the members of the Fabian Society.
• Victorian period মোট ২টি সময়কালে বিভক্ত।
- যথা:
- The Pre-Raphaelites: (1848-1860)
- Aestheticism & Decadence: (1880-1901)
• A list of writers of 'Victorian Age':
- Charles Dickens,
- Thomas Hardy,
- Matthew Arnold,
- Lord Alfred Tennyson,
- Robert Browning,
- George Eliot,
- Charlotte Bronte;
- Emily Bronte;
- Samuel Butler etc.
• Robert Browning কে Victorian age এর অন্যতম শ্রেষ্ঠ কবি হিসেবে গণ্য করা হয়।
- He is often called the father of dramatic monologue.
• Best Works -
- The Ring and the Book,
- Fra Lippo Lippi,
- My Last Duchess,
- The Patriot,
- A Grammarian’s Funeral,
- Andera del Sarto,
- Men and Women,
- Dramatic Lyrics,
- Paracelsus,
- Rabbi Ben Ezra,
- Dramatis Personae, etc.
• Matthew Arnold:
- তিনি একজন English Victorian poet এবং literary ও social critic.
- তিনি শুরুতে inspector of schools হিসেবে কাজ করেন। পরে তিনি professor of poetry হিসেবে যোগ দান করেন Oxford এ।
• Some notable works:
- Culture and Anarchy;
- Dover Beach;
- Empedocles on Etna;
- Essays in Criticism;
- God and the Bible;
- On Translating Homer;
- On the Study of Celtic Literature;
- Sohrab and Rustum;
- The Forsaken Merman;
- The Scholar Gipsy.
উল্লেখ্য,
• Helen Keller - Modern period এর writer;
• Shakespeare - Rennaissance Period এর সাহিত্যিক।
Source: Britannica and An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
0
Updated: 5 months ago
Mark Twain is -
Created: 1 month ago
A
American author
B
Irish author
C
French author
D
British author
Mark Twain ছিলেন একজন আমেরিকান humorist, journalist, lecturer, এবং novelist, যিনি তার ভ্রমণবিষয়ক রচনা এবং শিশুদের অ্যাডভেঞ্চার গল্পের জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন।
-
Twain জীবদ্দশায় ২০টিরও বেশি উপন্যাস রচনা করেছেন।
-
তাঁর উল্লেখযোগ্য ভ্রমণবিষয়ক রচনা:
-
The Innocents Abroad (১৮৬৯)
-
Roughing It (১৮৭২)
-
Life on the Mississippi (১৮৮৩), যা তাঁর লেখার শৈলী এবং রসবোধের নিখুঁত উদাহরণ।
-
-
Twain বিশেষভাবে পরিচিত ছেলেবেলার অ্যাডভেঞ্চার গল্পের জন্য, যেমন:
-
The Adventures of Tom Sawyer (১৮৭৬)
-
Adventures of Huckleberry Finn (১৮৮৪)
-
প্রসিদ্ধ উপন্যাসসমূহ:
-
The Adventures of Tom Sawyer (1876)
-
Adventures of Huckleberry Finn (1884)
-
The Prince and the Pauper
উৎস:
0
Updated: 1 month ago