১০% চক্রবৃদ্ধি সুদে ১০০ টাকার ২ বৎসর সুদ-আসলে কত টাকা হয়?
A
২০ টাকা
B
২১ টাকা
C
১২০ টাকা
D
১২১ টাকা
উত্তরের বিবরণ
প্রশ্নঃ ১০% চক্রবৃদ্ধি সুদে ১০০ টাকার ২ বৎসর সুদ-আসলে কত টাকা হয়?
সমাধানঃ
মূলধন = ১০০ টাকা
সুদের হার = ১০%
সময় = ২ বছর
চক্রবৃদ্ধি সুদের সূত্র,
সুদ-আসল = মূলধন ×
= ১০০ ×
= ১০০ ×
= ১০০ × ১.২১
= ১২১ টাকা
উত্তরঃ ঘ) ১২১ টাকা
0
Updated: 3 days ago
যদি nC12 = nC8 হয়, তবে 22Cn এর মান কত?
Created: 1 month ago
A
230
B
231
C
232
D
233
প্রশ্ন: যদি nC12 = nC8 হয়, তবে 22Cn এর মান কত?
সমাধান:
দেওয়া আছে,
nC12 = nC8
⇒ nCn - 12 = nC8
⇒ n - 12 = 8
∴ n = 12 + 8 = 20
সুতরাং, প্রদত্ত রাশি,
= 22Cn
= 22C20 ; [n = 20]
= 22!/(20! × 2!)
= (22 × 21 × 20!)/(20! × 2)
= 11 × 21
= 231
0
Updated: 1 month ago
অংশগুলি জোড়া দিলে কোন চিত্র হবে?
Created: 1 month ago
A
B

C

D

অংশগুলি জোড়া দিলে অপশন খ এর চিত্র অনুরুপ।

0
Updated: 1 month ago
If 5x - (5/x) = 15, then what is the value of x3 - (1/x)3?
Created: 1 month ago
A
27
B
36
C
52
D
48
প্রশ্ন: If 5x - (5/x) = 15, then what is the value of x3 - (1/x)3?
সমাধান:
দেওয়া আছে,
5x - 5/x = 15
⇒ (5x - 5/x)/5 = 15/5
∴ x - 1/x = 3
এখন,
x3 - (1/x)3
= (x - 1/x)3 + 3 . x . (1/x)(x - 1/x)
= (x - 1/x)3 + 3(x - 1/x)
= 33 + 3 × 3
= 27 + 9
= 36
0
Updated: 1 month ago

