তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৮ গুণ। সংখ্যার গড় কত?
A
৪
B
৮
C
৫
D
৭
উত্তরের বিবরণ
প্রশ্নঃতিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৮ গুণ। সংখ্যার গড় কত?
সমাধানঃ
ধরা যাক তিনটি ক্রমিক সংখ্যা
তাহলে,
তাদের গুণফল =
এবং তাদের যোগফল =
প্রশ্নানুসারে,
অর্থাৎ,
⇒
⇒
⇒ বা
তিনটি ধনাত্মক ক্রমিক সংখ্যা হওয়ায়
অতএব, সংখ্যাগুলোর গড় =
0
Updated: 3 days ago
(০.১×০.১˙)/ ? -০.১) = ১.০, হলে প্রশ্নবোধক চিহ্নের ঘরে কত বসবে?
Created: 3 days ago
A
০.১১
B
০.১˙
C
০.১১˙
D
১.০১
প্রশ্নঃ (০.১×০.১˙)/( ? - ০.১) = ১.০
সমাধানঃ
০.১˙ = ০.১১১...
অতএব,
(০.১ × ০.১১১...)/( ? - ০.১) = ১
⇒ ০.০১১১... / ( ? - ০.১) = ১
⇒ ? - ০.১ = ০.০১১১...
⇒ ? = ০.১ + ০.০১১১...
⇒ ? = ০.১১১...
অতএব, ? = ০.১˙
উত্তরঃ খ) ০.১˙
0
Updated: 3 days ago
শুধু পরিসীমা জানলেই - i) বর্গ আঁকা সম্ভব, ii) সমবাহু ত্রিভুজ আঁকা সম্ভব, iii) আয়ত আঁকা সম্ভব।- কোনটি সঠিক?
Created: 1 day ago
A
i ও ii
B
i ও iii
C
ii ও iii
D
i, ii ও ii
প্রশ্নঃ শুধু পরিসীমা জানলেই - i) বর্গ আঁকা সম্ভব, ii) সমবাহু ত্রিভুজ আঁকা সম্ভব, iii) আয়ত আঁকা সম্ভব।
সমাধানঃ
বর্গ ও সমবাহু ত্রিভুজ — উভয় ক্ষেত্রেই সকল বাহু সমান হয়। তাই শুধু পরিসীমা জানা থাকলেই বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা যায়।
ধরা যাক,
পরিসীমা = P
i) বর্গের জন্য
বর্গের ৪টি বাহু সমান।
অতএব, এক বাহু = P ÷ 4
→ বাহু নির্ণয় করা গেলে বর্গ আঁকা সম্ভব।
ii) সমবাহু ত্রিভুজের জন্য
ত্রিভুজের ৩টি বাহু সমান।
অতএব, এক বাহু = P ÷ 3
→ বাহু নির্ণয় করা গেলে সমবাহু ত্রিভুজও আঁকা সম্ভব।
iii) আয়তের জন্য
আয়তের বিপরীত বাহু সমান হলেও লম্ব ও প্রস্থ ভিন্ন হতে পারে।
শুধু পরিসীমা জানা থাকলে লম্ব ও প্রস্থ নির্দিষ্ট করা যায় না।
অতএব, আয়ত আঁকা সম্ভব নয়।
উত্তরঃ ক) i ও ii
0
Updated: 1 day ago
(1/4) - (1/6) + (1/9) - (2/7) + ………. ধারাটির অসীম পদের সমষ্টি কত?
Created: 1 month ago
A
S∞ = 20/3
B
S∞ = 3/20
C
S∞ = 20
D
S∞ = 3
প্রশ্ন: (1/4) - (1/6) + (1/9) - (2/7) + ………. ধারাটির অসীম পদের সমষ্টি কত?
সমাধান:
ধারাটির প্রথম পদ, a = 1/4
এবং সাধারণ অনুপাত, r = (- 1/6)/(1/4) = - 2/3 < 0
সুতরাং ধারাটির অসীম পদের সমষ্টি,
S∞ = a/(1 - r)
= (1/4)/{1 - (-2/3)}
= (1/4) / (1 + 2/3)
= (1/4) / (5/3)
= 3/20
0
Updated: 1 month ago