দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া নিচের কোন দেশের অধীনে ছিল?
A
যুক্তরাষ্ট্র
B
জাপান
C
চীন
D
রাশিয়া
উত্তরের বিবরণ
উ. খ) জাপান
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া ছিল জাপানের অধীনে। ১৯১০ সালে জাপান কোরিয়াকে আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণ করে এবং ১৯৪৫ সাল পর্যন্ত প্রায় ৩৫ বছর কোরিয়ায় তাদের উপনিবেশ স্থাপন করে রাখে। এই সময়কালকে কোরিয়ার ইতিহাসে অত্যন্ত কঠিন ও দমনমূলক অধ্যায় হিসেবে গণ্য করা হয়।
জাপানি শাসনামলে—
-
কোরিয়ার প্রশাসন, শিক্ষা ও অর্থনীতি সম্পূর্ণভাবে জাপানের নিয়ন্ত্রণে ছিল।
-
কোরীয় ভাষা, সংস্কৃতি ও পরিচয় দমন করা হয়, এবং জাপানি ভাষা বাধ্যতামূলক করা হয়।
-
অনেক কোরীয়কে বাধ্যতামূলক শ্রমে নিযুক্ত করা হয়, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনাবাহিনীতে নিয়োগও দেওয়া হয়।
-
অসংখ্য কোরীয় নারীকে “comfort women” হিসেবে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়েছিল, যা ইতিহাসের এক ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন।
১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর কোরিয়া মুক্তি পায়। তখন দেশটি দুটি ভাগে বিভক্ত হয়—
-
উত্তর কোরিয়া (সোভিয়েত ইউনিয়নের প্রভাবাধীন)
-
দক্ষিণ কোরিয়া (যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন)
এই বিভাজনের ফলেই পরে কোরীয় যুদ্ধ (Korean War) সংঘটিত হয় ১৯৫০ সালে।
অতএব, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোরিয়া ছিল জাপানের অধীনে, এবং সঠিক উত্তর হলো খ) জাপান।
0
Updated: 3 days ago
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
Created: 1 month ago
A
থিওডোর রুজভেল্ট
B
উড্রো উইলসন
C
ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
D
হার্বার্ট হুভার
ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।
-
১৯৩৩–১৯৪৫ সাল পর্যন্ত টানা চার মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
-
অর্থনৈতিক মন্দা মোকাবিলায় ‘নিউ ডিল’ কর্মসূচি চালু করেন।
-
১৯৪১ সালে জাপানের পার্ল হারবার আক্রমণের পর যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রবেশ করে।
-
মিত্রশক্তির প্রধান নেতা হিসেবে যুদ্ধ পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করেন।
-
‘সৎ প্রতিবেশি নীতি’ প্রবর্তনের মাধ্যমে লাতিন আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নত করেন।
-
১৯৪২ সালে তার উদ্যোগে “United Nations” বা জাতিসংঘ নামটি প্রথম ব্যবহার হয়।
সূত্র: Britannica & History.com
0
Updated: 1 month ago
দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথমবারের মতো কোন অস্ত্র ব্যবহার করা হয়?
Created: 2 months ago
A
হাইপারসনিক অস্ত্র
B
হাইড্রোজেন বোমা
C
পারমাণবিক অস্ত্র
D
রকেট হামলা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯–১৯৪৫)
-
১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়।
-
অক্ষশক্তির প্রধান দেশগুলো ছিল: জার্মানি, জাপান ও ইতালি।
-
মিত্রশক্তির প্রধান দেশগুলো ছিল: ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি।
-
১৯৪১ সালের ৮ ডিসেম্বর পার্ল হারবার আক্রমণের পর যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়।
-
১৯৪৫ সালের ৭ মে জার্মানি মিত্রবাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে।
-
১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
-
এই যুদ্ধে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয় (হিরোশিমা ও নাগাসাকি)।
-
দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল মানব ইতিহাসের অন্যতম সবচেয়ে মারাত্মক সংঘাত; এতে প্রায় ৭০–৮৫ মিলিয়ন মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক।
উৎস: History.com ✅
0
Updated: 2 months ago
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডি-ডে (D-Day) বলতে কোন ঘটনাকে বোঝানো হয়?
Created: 1 month ago
A
জার্মানির আত্মসমর্পণ
B
জাপানের আত্মসমর্পণ
C
মিত্রশক্তির নরম্যান্ডি অবতরণ
D
হিরোশিমায় বোমা হামলা
ChatGPT said:
0
Updated: 1 month ago