Who is the author of Great Expectations?
A
D. H. Lawrence
B
Thomas Hardy
C
William Butler Yeats
D
Charles Dickens
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What is the genre of Great Expectations?
Created: 2 months ago
A
Bildungsroman
B
Epic
C
Sonnet
D
Drama

0
Updated: 2 months ago
What is the significance of the character Magwitch in Great Expectations?
Created: 2 weeks ago
A
He is Pip’s mentor who guides him through life
B
He is a symbol of evil and destruction in Pip’s life
C
He is a lawyer who helps Pip with his legal matters
D
He is the convict who secretly supports Pip’s rise in society
Great Expectations এ, ম্যাগউইচ পিপের জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি একজন অপরাধী, যিনি পিপকে তার সামাজিক অবস্থান উন্নত করার জন্য গোপনে অর্থ প্রদান করেন।
ম্যাগউইচের অবদান পিপের জন্য একটি অপ্রত্যাশিত এবং চমকপ্রদ বিষয় হয়ে ওঠে, এবং তার এই দানই পিপকে জেন্টলম্যানের মতো একটি জীবনযাপন করার সুযোগ দেয়। তবে এই দানে পিপের জন্য এক ধরনের দ্বন্দ্ব সৃষ্টি হয়, কারণ এটি তার আত্মপরিচয় এবং তার মূল্যবোধের প্রতি প্রশ্ন উত্থাপন করে।

0
Updated: 2 weeks ago
Who is called “The Spider” in the novel?
Created: 1 month ago
A
Orlick
B
Compeyson
C
Bentley Drummle
D
Jaggers
বাংলা ব্যাখ্যা: Bentley Drummle ধনী পরিবার থেকে আসা উদ্ধত ও নিষ্ঠুর চরিত্র। Dickens তাকে “The Spider” নাম দেন। কারণ, যেমন মাকড়সা শিকারকে জালে আটকে ফেলে, তেমনি Drummle অহংকার ও নিষ্ঠুরতায় অন্যদের ফাঁদে ফেলে। সে Estella-কে বিয়ে করে, কিন্তু তাকে সুখ দিতে পারে না। শেষমেশ তার মৃত্যু হয় এক দুর্ঘটনায়—ঘোড়াকে নির্যাতন করতে গিয়ে। Dickens এই চরিত্র দিয়ে দেখিয়েছেন—টাকা ও সামাজিক মর্যাদা থাকলেই ভদ্র হওয়া যায় না।

3
Updated: 1 month ago