The term "pentameter" indicates that a line has:
A
Five syllables
B
Ten lines
C
Five metrical feet
D
Ten stanzas
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
"Clym Yeobright" is a renowned character introduced by-
Created: 3 weeks ago
A
Henry Fielding
B
Daniel Defoe
C
Thomas Hardy
D
George Orwell
Clym Yeobright হলো Thomas Hardy-এর উপন্যাস The Return of the Native-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্র।
-
Novel: The Return of the Native
-
লেখক: Thomas Hardy
-
প্রকাশিত: ১৮৭৮
-
পটভূমি: দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের Wessex অঞ্চলের কাল্পনিক Egdon Heath
-
বিষয়: নিয়তির নির্মমতা এবং মানুষের অসহায়ত্ব
-
-
Summary:
-
Clym Yeobright প্যারিসে সফল জুয়েলারি ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শেষ করে নিজের জন্মভূমি Egdon Heath-এ ফিরে আসেন।
-
তিনি স্থানীয় স্কুলে শিক্ষকতা করতে চান।
-
তার স্ত্রী Eustacia Vye শহুরে জীবনের আকাঙ্ক্ষা নিয়ে ইগডন হিথে বসবাস করছেন।
-
Eustacia স্থানীয় মদ্যপানকারী Damon Wildeve-এর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, যা জটিল পরিস্থিতির সৃষ্টি করে।
-
শেষপর্যন্ত Eustacia এবং Damon উভয়েই দুঃখজনক পরিণতির শিকার হন।
-
-
Main Characters:
-
Clym Yeobright
-
Eustacia Vye
-
Thomasin Yeobright
-
Damon Wildeve
-
Mrs. Yeobright
-
Diggory Venn
-
-
Thomas Hardy (1840–1928):
-
ইংরেজ ঔপন্যাসিক ও কবি, ভিক্টোরিয়ান যুগের প্রধান লেখক
-
বাস্তববাদ (Realism) এবং প্রকৃতিবাদ (Naturalism) সাহিত্যধারার অনুসারী
-
উপন্যাসে ইংল্যান্ডের গ্রামীণ জীবন, সামাজিক কুসংস্কার, প্রেম, ট্র্যাজেডি এবং নিয়তির বিরুদ্ধে মানুষের সংগ্রাম চিত্রিত
-
বিশেষ একটি অঞ্চলের উপর কেন্দ্রীভূত হওয়ায় তাকে regional novelist ও poet বলা হয়
-
Victorian period-এর শ্রেষ্ঠ উপন্যাসিকদের মধ্যে গণ্য
-
-
Famous Novels:
-
Tess of the d’Urbervilles
-
The Return of the Native
-
A Pair of Blue Eyes
-
The Poor Man and the Lady
-
Far from the Madding Crowd
-
The Woodlanders
-
The Mayor of Casterbridge
-
The Well-Beloved
-
Jude the Obscure
-

0
Updated: 2 weeks ago
The phrase "Put up with" means:
Created: 3 weeks ago
A
To prevent
B
To terminate
C
To tolerate
D
To protect
Phrase: Put up with
-
Meaning: To tolerate or endure something
-
Bangla Meaning: সহ্য করা
Examples:
-
I'm too tired to put up with any nonsense.
-
I don't know how she puts up with him.
অন্য বিকল্পসমূহ:
-
ক) To prevent – প্রতিরোধ/নিবারণ করা
-
খ) To terminate – (আনুষ্ঠানিক) ইতি টানা; সমাপ্ত করা; সমাপ্ত হওয়া
-
ঘ) To protect – নিরাপদ/সুরক্ষিত রাখা
উৎস:

0
Updated: 3 weeks ago
Who is known as 'the poet of nature' in English literature?
Created: 2 months ago
A
Lord Tennyson
B
John Milton
C
William Wordsworth
D
John Keats
William Wordsworth (১৭৭০-১৮৫০) ছিলেন প্রকৃতির কবি হিসেবে খ্যাত। তিনি রোমান্টিক যুগের একজন প্রধান কবি।
-
তিনি মূলত প্রকৃতির কবি হিসেবে পরিচিত।
-
১৮৪৩ থেকে ১৮৫০ সাল পর্যন্ত ইংল্যান্ডের ‘Poet Laureate’ হিসেবে দায়িত্ব পালন করেন।
-
William Wordsworth ও Samuel Taylor Coleridge একসাথে Lyrical Ballads নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন, যা রোমান্টিক যুগের শুরু হিসেবে বিবেচিত।
-
এই যৌথ প্রকাশনায় William Wordsworth এর অবদান সবচেয়ে বেশি থাকায় তাকে রোমান্টিক যুগের জনক বা The Father of Romantic Age বলা হয়।
তার কিছু উপাধি:
-
Poet of Nature (প্রকৃতির কবি)
-
Poet of Childhood (শৈশবের কবি)
-
Lake Poet (হ্রদের কবি)
William Wordsworth এর বিখ্যাত কবিতা:
-
The Solitary Reaper
-
Peter Bell
-
The Recluse
-
The World is too Much with Us
-
Tintern Abbey
-
Rainbow
-
To The Cuckoo
-
Laodamia
-
Lucy Poems
-
The Daffodils
-
Ode on Immortality
-
The Excursion
-
Michael ইত্যাদি
একমাত্র নাটক:
-
The Borderers
উৎস: An ABC of English Literature - Dr M Mofizar Rahman ও Britannica

0
Updated: 2 months ago