একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুইটি কোণ?
A
সন্নিহিত কোণ
B
সরল কোণ
C
পূরক কোণ
D
সূক্ষ্ম কোণ
উত্তরের বিবরণ
সমকোণী ত্রিভুজে একটি কোণ থাকে ৯০°, অর্থাৎ সেটি সমকোণ। ত্রিভুজের তিনটি কোণের যোগফল সর্বদা ১৮০° হয়। তাই বাকি দুইটি কোণ একত্রে হবে ১৮০° – ৯০° = ৯০°।
যেহেতু এই দুই কোণের যোগফল ৯০°, তাই প্রত্যেকটি কোণ ৯০°-এর চেয়ে ছোট হয়। অর্থাৎ, উভয় কোণই সূক্ষ্ম কোণ (Acute angles)।
আরও বিশ্লেষণ করলে—
-
সমকোণী ত্রিভুজের সংজ্ঞা: যার একটি কোণ ৯০°।
-
ত্রিভুজের কোণগুলোর যোগফল: ১৮০°।
-
অন্য দুই কোণ: সর্বদা ৯০°-এর চেয়ে ছোট হয়, কারণ তাদের যোগফল ৯০°।
-
অর্থাৎ: উভয় কোণই সূক্ষ্ম (Acute) প্রকৃতির।
-
উদাহরণ: যদি এক কোণ হয় ৩০°, তবে অন্যটি হবে ৬০°। উভয়ই ৯০°-এর চেয়ে ছোট।
অতএব, সঠিক উত্তর হলো—
ঘ) সূক্ষ্ম কোণ।
0
Updated: 3 days ago
একটি ঘনকের সমকোণের সংখ্যা কত?
Created: 1 month ago
A
৮ টি
B
২৪ টি
C
১২ টি
D
১৬ টি
আমরা জানি,
-
ঘনকের তলের সংখ্যা = ৬
-
প্রতিটি তলের সমকোণ সংখ্যা = ৪
তাহলে, ঘনকের মোট সমকোণ সংখ্যা = ৬ × ৪ = ২৪
উত্তর: ২৪ টি সমকোণ
0
Updated: 1 month ago
৪৫° কোণের সম্পূরক কোণ কোনটি?
Created: 4 weeks ago
A
১০০°
B
৪৫°
C
১৩৫°
D
৩৬০°
সমাধান:
আমরা জানি,
দুটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০° হলে তারা পরস্পরের সম্পূরক কোণ।
∴ ৪৫° কোণের সম্পূরক কোণ = (১৮০ - ৪৫)° = ১৩৫°
0
Updated: 4 weeks ago
দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে কী বলা হয়?
Created: 2 months ago
A
সম্পূরক কোণ
B
বিপ্রতীপ কোণ
C
স্থূল কোণ
D
প্রবৃদ্ধ কোণ
প্রশ্ন: দুই সমকোণ অপেক্ষা বড় ও চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে কী বলা হয়?
সমাধান:
৯০° কোণ = সমকোণ
১৮০° কোণ = সরলকোণ
< ৯০° = সূক্ষ্ম কোণ
> ৯০° = স্থূল কোণ
১৮০° ও ৩৬০° এর মধ্যবর্তী কোণ = প্রবৃদ্ধ কোণ
0
Updated: 2 months ago