Which of the following lines from Macbeth is in iambic pentameter?
A
"Double, double toil and trouble"
B
"Is this a dagger which I see before me?"
C
"Out, damned spot! Out, I say!"
D
"Fair is foul, and foul is fair"
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
Which of the following is the correct synonym of "Plod"?
Created: 4 weeks ago
A
Slog
B
Race
C
Expire
D
Steady
Plod (verb) অর্থ হলো ধীরে এবং ক্রমাগত, বিশেষত ক্লান্ত অবস্থায় পা টেনে হাঁটা বা কাজ করা।
-
ইংরেজি অর্থ: To walk slowly with heavy steps, especially because you are tired.
-
বাংলা অর্থ: শ্রান্তভাবে, ধীরে ধীরে, ক্রমাগত এগিয়ে চলা বা করা; নীরস কাজে অবিরাম লেগে থাকা; কাজের ঘানি টানা।
-
Synonyms: Lumber (থপথপিয়ে চলা), Tramp (মাড়ানো), Clump (পা টেনে টেনে হাঁটা), Slog (ধীরগতিতে হাঁটা), Tromp (পা টেনে টেনে হাঁটা)
-
Antonyms: Fly (উড়া), Race (দৌড়ানো), Rush (তাড়াহুড়া করা), Run (দৌড়ানো), Hurry (দ্রুতগতিতে হাঁটা)
-
অন্যান্য রূপ:
-
Plodder (noun) → যে ব্যক্তি মন্থর অথচ একনিষ্ঠভাবে চলে বা কাজ করে; নিত্যশ্রমী
-
Ploddingly (adverb) → ঠেলে ঠেলে, মন্থরগতিতে ইত্যাদি
-
-
অন্যান্য বিকল্প:
-
Steady → দৃঢ়ভাবে স্থাপিত বা প্রতিষ্ঠিত; সুষম
-
Expire → অবসান হওয়া; মারা যাওয়া
-
-
উদাহরণ বাক্য:
-
They plodded back up the hill again.
-
Mules plodded in a circle around a grindstone.
-
সঠিক সমার্থক শব্দ: Slog

0
Updated: 4 weeks ago
The Character 'Alfred Doolittle' is taken from G. B. Shaw's play titled-
Created: 3 weeks ago
A
Mrs. Warren's Profession
B
Candida
C
Pygmalion
D
The Doctor's Dilemma
Alfred Doolittle হলো G. B. Shaw রচিত Pygmalion নাটকের একটি জনপ্রিয় চরিত্র।
Pygmalion:
-
এটি G. B. Shaw রচিত একটি রোমান্টিক কমেডি নাটক।
-
নাটকটি পাঁচটি অঙ্কে (five acts) রচিত।
-
প্রথম প্রকাশিত হয় ১৯১৩ সালে।
-
নাটকটি মানবিক কমেডি হিসেবে প্রেম এবং ইংল্যান্ডের তৎকালীন সামাজিক শ্রেণিবিন্যাসকে কেন্দ্র করে রচিত।
প্রধান চরিত্রসমূহ:
-
Alfred Doolittle
-
Mrs. Higgins
-
Ezra D. Wannafeller
-
Eliza Doolittle
-
Henry Higgins
-
Colonel Pickering
-
Clara Eynsford Hill
-
Freddy Eynsford Hill ইত্যাদি
G. B. Shaw (1856–1950):
-
পুরো নাম: George Bernard Shaw
-
আধুনিক (Modern period) এর একজন আইরিশ নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
-
তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
প্রখ্যাত নাটকসমূহ:
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama)
-
St. Joan of Arc ইত্যাদি
উৎস:

0
Updated: 3 weeks ago
"Ten thousand saw I at a glance,
Tossing their heads in sprightly dance." — Who quoted it?
Created: 2 weeks ago
A
Shelley
B
Keats
C
Wordsworth
D
Byron
"I Wandered Lonely as a Cloud," সাধারণভাবে "Daffodils" নামে পরিচিত, হলো William Wordsworth-এর একটি বিখ্যাত রোমান্টিক কবিতা। কবিতায় কবি একটি lake-এর ধারে Daffodils-এর ফুলবাগান দেখতে পান, যার স্মৃতি তাকে পরিতৃপ্তি ও আনন্দ দেয়, বিশেষত যখন তিনি একা, অবসন্ন বা বিরক্ত বোধ করেন। Wordsworth এই ফুলগুলোকে Milky Way-এর তারাদের সঙ্গে তুলনা করেছেন এবং কবিতায় প্রকৃতি, কল্পনা ও মানবতার সংমিশ্রণ ফুটিয়ে তুলেছেন।
-
প্রকাশকাল: 1807
-
ধরণ: Romantic poetry
-
প্রসঙ্গ: কবির একাকীত্বের সময় Daffodils-এর সৌন্দর্য ও আনন্দ
-
ভাষা: ইংরেজি
কবিতার কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ধৃতি:
-
'Ten thousand saw I at a glance, Tossing their heads in sprightly dance.'
-
"And then my heart with pleasure fills, And dances with the daffodils."
-
"All at once I saw a crowd, a host of golden daffodils."
William Wordsworth সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
জন্ম: April 7, 1770, Cockermouth, Cumberland, England
-
পরিচয়: Lake Poet, কারণ তিনি North England-এর Lake District-এ জন্মগ্রহণ করেছেন
-
তিনি রোমান্টিক সাহিত্যের একজন প্রভাবশালী কবি
William Wordsworth-এর উল্লেখযোগ্য কবিতাসমূহ:
-
Lines Composed a Few Miles Above Tintern Abbey
-
Lyrical Ballads
-
Michael
-
Ode: Intimations of Immortality
-
Peter Bell
-
The Excursion
-
The Prelude
-
The Recluse
-
The Ruined Cottage
-
The Solitary Reaper
-
I Wandered Lonely as a Cloud
নাটক: The Borderers
Daffodils বিষয়ক অন্যান্য কবিতাসমূহ:
-
To Daffodils – Robert Herrick
-
The Daffodils – William Wordsworth
-
Daffodils – Ted Hughes

0
Updated: 2 weeks ago