কোন স্থানে যতজন লোক ছিল প্রত্যেকে তত পাঁচ টাকা করে চাঁদা দেয়ায় মোট ৪৫০০ টাকা আদায় হলো। লোক সংখ্যা কত?
A
৭৫০
B
৯০০
C
৮০০
D
কোনোটিই নয়
উত্তরের বিবরণ
ধরা যাক, সেই স্থানে যতজন লোক ছিল, প্রত্যেকেই তত টাকা করে দিয়েছে। অর্থাৎ, প্রত্যেকের চাঁদা = লোকসংখ্যা = x টাকা।
তাহলে মোট আদায় = লোকসংখ্যা × প্রত্যেকের চাঁদা
অর্থাৎ, x × x = 4500
⇒ x² = 4500
⇒ x = √4500
⇒ x = √(100 × 45)
⇒ x = 10√45 = 10 × 6.708 ≈ 67.08
অতএব, লোকের সংখ্যা প্রায় ৬৭ জন (প্রায়)।
প্রদত্ত বিকল্পগুলো হলো—
ক) ৭৫০
খ) ৯০০
গ) ৮০০
ঘ) কোনোটিই নয়
যেহেতু কোনো বিকল্পেই ৬৭ নেই, তাই সঠিক উত্তর হলো—
ঘ) কোনোটিই নয়।
0
Updated: 3 days ago
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৩০% বাড়ালে এবং প্রস্থ ২০% কমালে উহার ক্ষেত্রফলের পরিবর্তন শতকরা কত হবে?
Created: 1 month ago
A
৪% বৃদ্ধি
B
৫% হ্রাস
C
৮% বৃদ্ধি
D
১০% হ্রাস
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৩০% বাড়ালে এবং প্রস্থ ২০% কমালে উহার ক্ষেত্রফলের পরিবর্তন শতকরা কত হবে?
সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ১০০ একক
এবং প্রস্থ = ১০০ একক
তাহলে, ক্ষেত্রফল = ১০০ × ১০০ = ১০০০০ বর্গ একক
৩০% বৃদ্ধিতে, নতুন দৈর্ঘ্য = ১০০ + ৩০ = ১৩০ একক
২০% হ্রাসে, নতুন প্রস্থ = ১০০ - ২০ = ৮০ একক
∴ পরিবর্তিত ক্ষেত্রফল = ১৩০ × ৮০ = ১০৪০০ বর্গ একক
∴ ক্ষেত্রফল বৃদ্ধি = ১০৪০০ - ১০০০০ = ৪০০ বর্গ একক
∴ ক্ষেত্রফল বৃদ্ধির হার = (৪০০/১০০০০) × ১০০% = ৪%
0
Updated: 1 month ago
১২, ৯, ১৫, ৫, ২০, ৮, ২৫, ১৭, ২১, ২৩, ১১ উপাত্তগুলোর মধ্যক কত?
Created: 1 month ago
A
১২
B
১৩
C
১৪
D
১৫
প্রশ্ন: ১২, ৯, ১৫, ৫, ২০, ৮, ২৫, ১৭, ২১, ২৩, ১১ উপাত্তগুলোর মধ্যক কত?
সমাধান:প্রদত্ত উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই,
৫, ৮, ৯, ১১, ১২, ১৫, ১৭, ২০, ২১, ২৩, ২৫
উপাত্তসংখ্যা = ১১ টি
উপাত্ত সংখ্যা বিজোড় হলে মধ্যক হবে = (১১ + ১)/২ তম পদ = ১২/২ তম পদ = ৬ তম পদ
প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক হবে ৬-তম পদ অর্থাৎ ১৫
৫, ৮, ৯, ১১, ১২, ১৫, ১৭, ২০, ২১, ২৩, ২৫
উপাত্তসংখ্যা = ১১ টি
উপাত্ত সংখ্যা বিজোড় হলে মধ্যক হবে = (১১ + ১)/২ তম পদ = ১২/২ তম পদ = ৬ তম পদ
প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক হবে ৬-তম পদ অর্থাৎ ১৫
0
Updated: 1 month ago
একজন ব্যক্তি প্রথম দিনে 1 টি, দ্বিতীয় দিনে 2 টি, তৃতীয় দিনে 4 টি এবং চতুর্থ দিনে 8 টি কলম তৈরি করেন। এভাবে কলম তৈরি করলে তিনি 10 দিনে মোট কতটি কলম তৈরি করবেন?
Created: 1 month ago
A
360 টি
B
721 টি
C
1023 টি
D
1024 টি
প্রশ্ন: একজন ব্যক্তি প্রথম দিনে 1 টি, দ্বিতীয় দিনে 2 টি, তৃতীয় দিনে 4 টি এবং চতুর্থ দিনে 8 টি কলম তৈরি করেন। এভাবে কলম তৈরি করলে তিনি 10 দিনে মোট কতটি কলম তৈরি করবেন?
সমাধান:
উপর্যুক্ত শর্তে প্রদত্ত ধারাটি হবে = 1, 2, 4, 8,................
যেখানে,
প্রথম পদ, a = 1
সাধারণ অনুপাত r = 2/1 = 2
গুণোত্তর ধারার n-সংখ্যক পদের সমষ্টি = a(rn - 1)/(r - 1) [যেহেতু r > 1 ]
∴ ধারাটির 10 টি পদের সমষ্টি = 1(210 - 1)/(2 - 1)
= 1024 - 1
= 1023
0
Updated: 1 month ago