চিনির মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়া এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ খরচ শতকরা কত কমালো?
A
২২%
B
২৫%
C
২০%
D
৩০%
উত্তরের বিবরণ
ধরা যাক, চিনির আগের দাম প্রতি কেজি ১০০ টাকা, এবং পরিবার আগে x কেজি চিনি কিনত।
তাহলে চিনির মোট খরচ = ১০০x টাকা।
এখন চিনির দাম ২৫% বৃদ্ধি পেয়েছে।
অর্থাৎ নতুন দাম = ১০০ + ২৫ = ১২৫ টাকা প্রতি কেজি।
পরিবার এখন খরচ একই রাখবে, অর্থাৎ মোট খরচ এখনো ১০০x টাকা থাকবে।
তাহলে নতুন পরিমাণ চিনির জন্য সমীকরণ হবে—
অর্থাৎ পরিবার এখন আগের তুলনায় ৪/৫ অংশ চিনি খায়।
অতএব, চিনির খাওয়া কমেছে—
অতএব, পরিবার চিনি খাওয়া ২০% কমিয়েছে, যাতে ব্যয় অপরিবর্তিত থাকে।
সঠিক উত্তর হলো গ) ২০%।
0
Updated: 3 days ago
চালের দাম ২৫ ভাগ বেড়ে যাওয়ার এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালো যেন তার সাংসারিক ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত কমালেন?
Created: 3 days ago
A
২০%
B
১৬%
C
১৮%
D
১৫%
চালের দাম ২৫ভাগ বৃদ্ধিতে,
১২৫ টাকায় কমাতে হবে ২৫ টাকা
∴ ১০০ টাকায় কমাতে হবে ২৫×১০০/১২৫
0
Updated: 3 days ago
বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল?
Created: 1 month ago
A
৭৫০০ টাকা
B
৭৮০০ টাকা
C
৮৫০০ টাকা
D
৯৫০০ টাকা
প্রশ্ন: বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল?
সমাধান:
বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় বর্তমান বেতন = (১০০ + ৩০) টাকা
= ১৩০ টাকা
লোকটির বর্তমান বেতন ১৩০ টাকা হলে পূর্বের বেতন = ১০০ টাকা
∴ লোকটির বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন = ১০০/১৩০ টাকা
∴ লোকটির বর্তমান বেতন ১১০৫০ টাকা হলে পূর্বের বেতন = (১০০ × ১১০৫০)/১৩০ টাকা
= ৮৫০০ টাকা
∴ পূর্বে লোকটির বেতন ছিল = ৮৫০০ টাকা ।
0
Updated: 1 month ago
বার্ষিক ৪% হার সুদে ১০০০ টাকার ৩ বছরে যত সুদ হয়, বার্ষিক ৬% হার সুদে কত টাকার ২ বছরে তত সুদ হয়?
Created: 1 month ago
A
১৬০০ টাকা
B
১০০০ টাকা
C
১৮০০ টাকা
D
১৩৬০ টাকা
প্রশ্ন: বার্ষিক ৪% হার সুদে ১০০০ টাকার ৩ বছরে যত সুদ হয়, বার্ষিক ৬% হার সুদে কত টাকার ২ বছরে তত সুদ হয়?
সমাধান:
১০০ টাকার ১ বছরের সুদ = ৪ টাকা
∴ ১ টাকার ১ বছরের সুদ = ৪/১০০ টাকা
∴ ১০০০ টাকার ৩ বছরের সুদ = (৪ × ১০০০ × ৩)/১০০ টাকা
= ১২০ টাকা
১০০ টাকার ১ বছরের সুদ = ৬ টাকা
∴ ১০০ টাকার ২ বছরের সুদ = (৬ × ২) টাকা = ১২ টাকা
এখন,
১২ টাকা সুদ যখন আসল = ১০০ টাকা
∴ ১ টাকা সুদ যখন আসল = ১০০/১২ টাকা
∴ ১২০ টাকা সুদ যখন আসল = (১০০ × ১২০)/১২ টাকা
= ১০০০ টাকা ।
0
Updated: 1 month ago