ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
A
২/৩
B
১৩/১৫
C
৪/৫
D
২৩/৩০
উত্তরের বিবরণ
উ. ১৩/১৫
ভগ্নাংশগুলোর তুলনা করতে হলে প্রথমে তাদের মানকে একই ভিত্তিতে আনতে হয় বা সরাসরি দশমিক আকারে প্রকাশ করে তুলনা করা যায়। এখানে প্রতিটি ভগ্নাংশের মান নির্ণয় করলে দেখা যায়—
২/৩ = 0.666...
১৩/১৫ = 0.866...
৪/৫ = 0.8
২৩/৩০ = 0.766...
এখন দেখা যাচ্ছে, ১৩/১৫ ভগ্নাংশটির মান সবচেয়ে বড় কারণ এর মান ০.৮৬৬, যা অন্যান্য সবগুলোর চেয়ে বেশি।
আরও সহজভাবে বললে, ভগ্নাংশ যত বেশি ১-এর কাছাকাছি হয়, সেটি তত বড় হয়। এখানে ১৩/১৫ এর লব ও হর-এর অনুপাত অন্যান্য ভগ্নাংশের তুলনায় বেশি, তাই এটি সবচেয়ে বড় ভগ্নাংশ।
অতএব, প্রদত্ত ভগ্নাংশগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো ১৩/১৫।
0
Updated: 3 days ago
কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
Created: 3 months ago
A
৩৩/৫০
B
৮/১১
C
৩/৫
D
১৩/২৭
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
সমাধান:
২/৩ = ০.৬৬৬
ক) ৩৩/৫০ = ০.৬৬
খ) ৮/১১ = ০.৭২৭
গ) ৩/৫ = ০.৬০
ঘ) ১৩/২৭ = ০.৪৮১
0
Updated: 3 months ago
কোন সংখ্যার ১/৩ অংশের সাথে ৮ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে?
Created: 1 month ago
A
২৪
B
১৮
C
৩২
D
২৮
সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
⇒ (ক/৩) + ৮ = ২ক/৩
⇒ (ক + ২৪)/৩ = ২ক/৩
⇒ ক + ২৪ = ২ক
⇒ ২ক - ক = ২৪
∴ ক = ২৪
0
Updated: 1 month ago
5/12, 6/13, 11/24 এবং 3/8 এর মধ্যে বড় ভগ্নাংশটি-
Created: 1 month ago
A
5/12
B
6/13
C
11/24
D
3/8
প্রশ্ন: 5/12, 6/13, 11/24 এবং 3/8 এর মধ্যে বড় ভগ্নাংশটি-
সমাধান:
এখানে,
5/12 = 0.417
6/13 = 0.462
11/24 = 0.458
3/8 = 0.375
0
Updated: 1 month ago