দুটো সংখ্যার অনুপাত ৫ঃ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ঃ৩ হয়। সংখ্যা দুটি কত?


A

৭ ও ১১


B

১২ ও ১৮


C

১০ ও ২৪


D

১০ ও ১৬



উত্তরের বিবরণ

img

ধরা যাক দুইটি সংখ্যা ৫x৮x। প্রশ্ন অনুযায়ী, উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাত হবে ২ঃ৩

তাহলে সমীকরণ দাঁড়ায়—

5x+28x+2=23\frac{5x + 2}{8x + 2} = \frac{2}{3}

এখন ক্রসমাল্টিপ্লাই করলে পাই—

3(5x+2)=2(8x+2)3(5x + 2) = 2(8x + 2)

অর্থাৎ,

15x+6=16x+415x + 6 = 16x + 4

এখান থেকে,

15x16x=4615x - 16x = 4 - 6 x=2-x = -2 x=2x = 2

এখন সংখ্যা দুটি হবে—
৫x = ৫×২ = ১০
৮x = ৮×২ = ১৬

তাহলে সংখ্যা দুটি ১০ ও ১৬

এখন যাচাই করলে দেখা যায়,
উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাত হয় ১২ঃ১৮ = ২ঃ৩, যা প্রশ্নের শর্তের সঙ্গে পুরোপুরি মেলে।

অতএব, সঠিক উত্তর হলো ঘ) ১০ ও ১৬

Unfavorite

0

Updated: 3 days ago

Related MCQ

কোনটি বৃহত্তম সংখ্যা?


Created: 3 days ago

A

 ১/৭


B

 ২/৭


C

৩/৭


D

১/৮


Unfavorite

0

Updated: 3 days ago

শতকরা ৭ টাকা হার সুদে ৭৪০ টাকার ৫ বছরের সুদ কত হবে?

Created: 2 weeks ago

A

২৪৩ টাকা

B

২৫৯ টাকা

C

২৬১ টাকা

D

২৭২ টাকা

Unfavorite

0

Updated: 2 weeks ago

৪৫ থেকে ১০০ পর্যন্ত ৪ এর গুণিতক সংখ্যা মোট কতটি?


Created: 2 weeks ago

A

১২ টি


B

১৪ টি


C

১৬ টি


D

১৫ টি


Unfavorite

0

Updated: 2 weeks ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD