কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা ২৫% বেশি। মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা কত % কম?


A

 ২০%


B

২৫%


C

১০%


D

১৫%


উত্তরের বিবরণ

img

ধরা যাক মুকুলের আয় ১০০ টাকা
প্রশ্নে বলা আছে কুসুমের আয় মুকুলের আয় অপেক্ষা ২৫% বেশি, অর্থাৎ কুসুমের আয় হবে —
১০০ + ২৫ = ১২৫ টাকা।

এখন দেখা যাক, মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা কত শতাংশ কম।
অর্থাৎ কমের পরিমাণ = (১২৫ - ১০০) = ২৫ টাকা।

এখন শতাংশ নির্ণয়ের সূত্র অনুযায়ী —
কমের হার = (কমের পরিমাণ ÷ কুসুমের আয়) × ১০০
= (২৫ ÷ ১২৫) × ১০০
= ২০%

অতএব, মুকুলের আয় কুসুমের আয় অপেক্ষা ২০% কম।

এই ধরনের শতাংশ নির্ণয়ে মনে রাখতে হয়—

  • যখন একটি পরিমাণ অন্যটির তুলনায় x% বেশি, তখন উল্টোভাবে সেটি (x / (১০০ + x)) × ১০০% কম হয়।

  • যেমন এখানে ২৫% বেশি মানে উল্টোভাবে ২০% কম।

  • এটি সব সময় বিপরীত অনুপাতে নির্ভর করে, তাই ২৫% ও ২০% সমান নয়।

সুতরাং সঠিক উত্তর হলো—
ক) ২০%

Unfavorite

0

Updated: 3 days ago

Related MCQ

A boat travels 120 km upstream in 6 hours and the same distance downstream in 4 hours. What is the speed (in km/h) of the stream?


Created: 1 month ago

A

5 km/h


B

10 km/h


C

3 km/h


D

6 km/h


Unfavorite

0

Updated: 1 month ago

টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 

Created: 3 days ago

A

৫০% 

B

২০% 

C

৩০% 

D

৩৩%

Unfavorite

0

Updated: 3 days ago

১০% মুনাফায় ৩০০০ টাকা এবং ৮% মুনাফায় ২০০০ টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকার কত হার মুনাফা পাওয়া যাবে?

Created: 3 days ago

A

৯% 

B

৯.২%

C

৮%

D

৮.২%

Unfavorite

0

Updated: 3 days ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD