Milk is ____ food.
A
nutritional
B
nutrient
C
nutritive
D
nutritious
উত্তরের বিবরণ
বাক্যটি হলো “Milk is ____ food.” এখানে এমন একটি বিশেষণ (adjective) প্রয়োজন, যা food শব্দটিকে বর্ণনা করে এবং দুধের গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে। সঠিক উত্তর হবে “nutritious”, কারণ এটি এমন খাবার বোঝায় যা পুষ্টিকর বা শরীরের জন্য উপকারী।
শব্দগুলোর অর্থ ও ব্যবহারের পার্থক্য নিচে দেওয়া হলো—
- 
Nutritional: এটি সাধারণত nutrition বা পুষ্টি সম্পর্কিত বিষয় বোঝাতে ব্যবহৃত হয়, যেমন nutritional value (পুষ্টিমান) বা nutritional science (পুষ্টিবিজ্ঞান)। 
- 
Nutrient: এটি একটি noun, যার অর্থ পুষ্টি উপাদান বা খাদ্যের মধ্যে থাকা উপকারী পদার্থ, যেমন proteins, vitamins, minerals। 
- 
Nutritive: এটি বিশেষণ হলেও অপেক্ষাকৃত পুরোনো ও কম ব্যবহৃত শব্দ; এর অর্থও পুষ্টিদায়ক, কিন্তু আধুনিক ব্যবহারে এর পরিবর্তে সাধারণত “nutritious” ব্যবহার করা হয়। 
- 
Nutritious: এটি সবচেয়ে প্রচলিত ও প্রমিত বিশেষণ, যার অর্থ পুষ্টিকর বা শরীরের বৃদ্ধি ও শক্তির জন্য প্রয়োজনীয় উপাদানে সমৃদ্ধ। 
সুতরাং বাক্যটির সঠিক রূপ হবে—
Milk is nutritious food.
অর্থাৎ “দুধ একটি পুষ্টিকর খাদ্য।”
তাই সঠিক উত্তর হলো—
ঘ) nutritious.
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 3 days ago
I wish I _____ you ten years earlier.
Created: 1 month ago
A
have met
B
would have met
C
met
D
meet
Complete sentence: I wish I met you ten years earlier.
Usage of Wish/Fancy:
- 
When a sentence begins with I wish, the following clause uses the past form of the verb or could + base form of the verb. 
- 
To express desire or imagination, after wish, the to be verb is used as were. 
More examples:
- 
I wish I sang a sweet song. 
- 
I wish I were back home in Sylhet. 
- 
I wish I were a king. 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
The committee’s decision was not surprising; it had long been known for its ___ stance on environmental regulations.
Created: 1 month ago
A
conciliatory
B
uncompromising
C
vacillating
D
capricious
সঠিক উত্তর হলো খ) uncompromising। শব্দটির অর্থ, ব্যবহার এবং অন্যান্য বিকল্পগুলো নিচে দেওয়া হলো।
- 
uncompromising - 
Bangla Meaning: আপসহীন; অনমনীয়; অনড়; অটল 
- 
English Meaning: not making or accepting a compromise; making no concessions; inflexible, unyielding 
- 
Reasoning: The committee is known for a firm, unyielding stance 
 
- 
- 
Other Options: - 
conciliatory - 
Bangla Meaning: মিতাভাষী, শান্তিপ্রিয় 
- 
English Meaning: Intended to placate or pacify 
 
- 
- 
vacillating - 
Bangla Meaning: দ্বিধান্বিত, অনিশ্চিত 
- 
English Meaning: Indecisive; wavering between different opinions or actions 
 
- 
- 
capricious - 
Bangla Meaning: অস্থির, অপ্রত্যাশিত 
- 
English Meaning: Given to sudden and unaccountable changes of mood or behavior 
 
- 
 
- 
- 
Correct Sentence: The committee’s decision was not surprising; it had long been known for its uncompromising stance on environmental regulations. 
- 
Translation: কমিটির সিদ্ধান্তটি অবাক করার মতো ছিল না; পরিবেশগত নীতির ক্ষেত্রে তারা দীর্ঘদিন ধরেই আপোষহীন অবস্থানের জন্য পরিচিত। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
If she knew the answer, she would _____ us.
Created: 1 month ago
A
told
B
tell
C
be tell
D
to be told
Second Conditional Sentence-এর নিয়ম:
- 
If Clause যদি Past Tense-এ থাকে, তবে Principal Clause-এ subject-এর পরে would বসে। 
- 
Would-এর পরে verb-এর base form বসাতে হয়। 
- 
এটি ব্যবহার করা হয় বর্তমান বা ভবিষ্যতের কাল্পনিক, অসম্ভব বা অবাস্তব অবস্থার জন্য। 
- 
Structure: If + Subject + Past Simple, Subject + would + base verb 
উদাহরণ:
- 
Correct answer: If she knew the answer, she would tell us. 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago