Try hard lest you ____ fail.
A
may
B
might
C
should
D
would
উত্তরের বিবরণ
বাক্যটি “Try hard lest you ____ fail.”-এ ব্যবহৃত হবে “should”, কারণ “lest” শব্দের পরে সাধারণত subjunctive mood বা সম্ভাব্যতা ও আশঙ্কা বোঝাতে should ব্যবহৃত হয়। “Lest” মানে হলো “so that…not” অর্থাৎ ‘যেন না’। তাই এর পরবর্তী অংশে “should” ব্যবহৃত হয় নেতিবাচক ধারণা প্রকাশ করতে।
- 
“Lest” একটি conjunction, যার অর্থ ‘যেন না’ বা ‘ভয় হয় যে’। এটি এমন কোনো ঘটনা প্রতিরোধ বা আশঙ্কা প্রকাশ করে যা ঘটুক তা বক্তা চান না। 
- 
“Lest”-এর পরে should + verb (base form) ব্যবহার হয়। যেমন— Work hard lest you should fail (মনোযোগ দিয়ে কাজ করো যেন তুমি ব্যর্থ না হও)। 
- 
এখানে “may” বা “might” ব্যবহার করা ভুল হবে, কারণ এগুলো সম্ভাবনা বোঝালেও “lest”-এর সঙ্গে ব্যাকরণগতভাবে গ্রহণযোগ্য নয়। 
- 
“Would” ব্যবহৃত হলে তা ভবিষ্যৎ ইচ্ছা বা অভ্যাস বোঝাত, যা বাক্যের উদ্দেশ্যের সঙ্গে মিলছে না। 
- 
বাক্যের অর্থ দাঁড়ায়: “মনোযোগ দিয়ে চেষ্টা করো যেন তুমি ব্যর্থ না হও।” 
- 
ইংরেজি ব্যাকরণে এটি একটি নির্দিষ্ট গঠন— - 
Lest he should be late, he started early. 
- 
Walk fast lest you should miss the bus. 
 এই উদাহরণগুলোতেও দেখা যায় “lest”-এর পর “should” ব্যবহার করা হয় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্ভাবনা রোধে।
 
- 
অতএব, “Try hard lest you should fail.”-ই সঠিক গঠন, এবং প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে ঘ) নয়, বরং গ) should একমাত্র সঠিক উত্তর।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 3 days ago
We better ____ the schedule of the exam.
Created: 5 days ago
A
to check
B
check
C
check
D
checked
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 5 days ago
He always has me _____ his work.
Created: 1 month ago
A
to do
B
do
C
done
D
has done
Complete sentence: He always has me do his work.
Causative Verb:
- 
Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- 
Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verbs। 
- 
Make, Have, Get প্রভৃতি যোগে অনেক verb-কে causative verb এ পরিণত করা যায়। 
Causative Verb Structure:
1. Have (ব্যক্তি)
- 
Structure: Subject + have (any tense) + object (usually person) + base form of verb + ... 
- 
Examples: - 
Jonny had Ronny clean the bedroom. 
- 
He always has me do his work. 
- 
Mary will have Alex prepare her homework. 
 
- 
2. Have (বস্তু)
- 
Structure: Subject + have (any tense) + object (usually thing) + past participle form of verb + ... 
- 
Examples: - 
John had his car washed. 
- 
He always has his work done. 
- 
Lopa will have her homework prepared. 
 
- 
3. Get (ব্যক্তি/বস্তু)
- 
Structure (person): Subject + get (any tense) + object + infinitive (to + v1) - 
Example: John got Alex to clean the bedroom. 
 
- 
- 
Structure (thing): Subject + get (any tense) + object + past participle - 
Example: John got his car washed. 
 
- 
4. Make (ব্যক্তি)
- 
Structure: Subject + make (any tense) + object (always person) + base form of verb + ... 
- 
Examples: - 
Robert made me beat that little child. 
- 
He always makes me do his work. 
- 
Mary will make me prepare her homework. 
- 
I made him wash my car. 
- 
He makes me laugh whenever I am down. 
 
- 
Other options:
- 
ক) to do: ভুল, causative structure এ সরাসরি base form আসে। 
- 
গ) done: past participle; এখানে ব্যবহার হয় না। 
- 
ঘ) has done: present perfect tense; causative structure এর ক্ষেত্রে প্রযোজ্য নয়। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Complete the sentence: That idea is a red herring, which means —
Created: 1 month ago
A
it's a misleading clue.
B
it's a warning signal.
C
it's an important fact.
D
it's a task that was too difficult.
red herring একটি noun, যার অর্থ হলো এমন কোনো তথ্য, ধারণা বা ইঙ্গিত যা মানুষের মনোযোগকে আসল বিষয় থেকে সরিয়ে দেয়। বাংলায় একে বলা যায় মনোযোগ বিভ্রান্ত করার জন্য দেওয়া বিভ্রান্তিকর ইঙ্গিত বা তথ্য।
- 
প্রদত্ত প্রশ্নের ঠিক উত্তর হলো: ক) it's a misleading clue. 
- 
Example: The police investigated many clues, but they were all red herrings. 
অন্যান্য অপশনগুলো হলো
- 
খ) it's a warning signal. — এটি একটি সতর্কবার্তা বা সংকেত। 
- 
গ) it's an important fact. — এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য। 
- 
ঘ) it's a task that was too difficult. — এটি এমন একটি কাজ যা খুব কঠিন ছিল। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago