What is the plural of 'deer'?
A
Deer
B
Deers
C
Deerese
D
Deeres
উত্তরের বিবরণ
The plural of “deer” is “deer” itself, অর্থাৎ একবচন ও বহুবচন দুই অবস্থাতেই শব্দটির রূপ একই থাকে। এটি ইংরেজি ভাষার একটি irregular plural noun, যেখানে শব্দের শেষে “-s” বা “-es” যোগ হয় না।
-
ইংরেজিতে কিছু বিশেষ নাম রয়েছে যেগুলোর একবচন ও বহুবচন রূপ এক, যেমন— sheep, fish, species, aircraft ইত্যাদি। deer সেই শ্রেণির একটি উদাহরণ।
-
“Deer” শব্দটি মূলত পুরোনো ইংরেজি “dēor” থেকে এসেছে, যার অর্থ ছিল ‘wild animal’। সময়ের সঙ্গে অর্থ সংকীর্ণ হয়ে শুধু নির্দিষ্ট প্রাণীকে বোঝাতে ব্যবহৃত হয়।
-
ব্যাকরণগতভাবে, “one deer” এবং “many deer” — দুই অবস্থাতেই শব্দটির রূপ অপরিবর্তিত থাকে।
-
ভুলভাবে “deers” ব্যবহার করা হয় না, কারণ এটি ভাষাগতভাবে অগ্রহণযোগ্য রূপ।
-
ইংরেজি বাক্যে যেমন বলা হয়—
-
There is a deer in the forest.
-
There are many deer in the forest.
উভয় ক্ষেত্রেই “deer” অপরিবর্তিত থাকে।
-
তাই প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে সঠিক উত্তর হলো ক) Deer।
0
Updated: 3 days ago
The word 'Regret' is applicable as -
Created: 2 months ago
A
Verb
B
Noun
C
Adjective
D
Both noun and verb
• The word 'Regret' is applicable as -- Both noun and verb
• Regret (Noun)
- English Meaning: a feeling of sadness, repentance, or disappointment over an occurrence or something that one has done or failed to do.
- Bangla Meaning: (1) অনুতাপ; পরিতাপ; খেদ; দুঃখ; (2) (regrets) নিমন্ত্রণ গ্রহণ না করার সৌজন্যসূচক দুঃখপ্রকাশ।
• Example Sentence:
- She expressed her regret at Virginia's death.
• Regret (Verb)
- English Meaning: to mourn the loss or death of: feel sad, repentant, or disappointed over (something that one has done or failed to do).
- Bangla Meaning: (1) দুঃখ করা বা দুঃখিত হওয়া; (2) অনুশোচনা বা আক্ষেপ করা; অনুতপ্ত হওয়া;
• Example Sentence:
- She immediately regretted her words.
Source:
1. Oxford Dictionary.
2. Merriam-Webster Dictionary.
0
Updated: 2 months ago
Choose the right form of verb: The boy (to lie) on the floor yesterday.
Created: 3 weeks ago
A
lies
B
lied
C
lay
D
layed
প্রদত্ত বাক্যটি বোঝার জন্য প্রথমে লক্ষ্য করতে হবে যে শেষে yesterday রয়েছে, যা নির্দেশ করে বাক্যটি past tense অর্থ প্রকাশ করছে।
-
Lie মানে হলো শয়ন করা বা শোয়া।
-
"To lie" একটি irregular verb, এবং এর past tense হলো lay।
অতএব, পুরো বাক্যটি হবে: The boy lay on the floor yesterday.
এখানে “lay” ব্যবহার করা হয়েছে কারণ এটি অতীতকাল নির্দেশ করছে, আর “yesterday” সেই সময় নির্দেশকে আরও স্পষ্ট করছে।
0
Updated: 3 weeks ago
Fill in the blank with the right form of verb:
I stopped _____ him last year.
Created: 1 month ago
A
saw
B
to see
C
seeing
D
see
Complete sentence: I stopped seeing him last year.
Bangla meaning: আমি গত বছর তার সঙ্গে দেখা করা ছেড়ে দিয়েছি।
-
Stop (verb):
-
Stop এর পরে gerund (-ing form) এবং infinitive (to + verb) দুটিই বসতে পারে, তবে অর্থ অনুযায়ী ব্যবহৃত হয়।
-
-
Stop + gerund:
-
অর্থ: কোনো কাজ সম্পূর্ণভাবে বন্ধ করা বা অভ্যাস শেষ করা।
-
Example: I stopped seeing him last year.
-
এখানে "last year" ইঙ্গিত দেয় যে দেখা করার অভ্যাস স্থায়ীভাবে শেষ হয়েছে, তাই gerund (seeing) ব্যবহার হয়েছে।
-
-
শূন্যস্থানে সঠিক শব্দ: seeing
-
-
Stop + infinitive:
-
অর্থ: ভ্রমণের সময় বা কোনো কার্যকলাপের সময় অল্প সময়ের জন্য বিরতি নেওয়া।
-
Example: I stopped to see him on my way back.
-
এখানে কাজটি সম্পূর্ণ বন্ধ হয়নি, বরং অল্প বিরতির উদ্দেশ্যে দেখা করা হয়েছে।
-
-
-
দ্রষ্টব্য: Stop এর পরে bare infinitive (see) বা past form (saw) ব্যবহার করা হয় না।
0
Updated: 1 month ago