Who wrote Death of a Salesman?
A
Arthur Miller
B
Samuel Beckett
C
T. S. Eliot
D
Joseph Conrad
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
In Arthur Miller’s play Death of a Salesman, what is Willy Loman’s main character flaw?
Created: 1 week ago
A
Overworking
B
Laziness
C
Pride and obsession with being well-liked
D
Financial greed
উইলি লোমানের প্রধান ত্রুটি হলো তার অহংকার এবং সামাজিক গ্রহণযোগ্যতার প্রতি অতিমাত্রার মনোযোগ। Death of a Salesman নাটকে দেখা যায়, উইলি চায় সবাই তাকে পছন্দ করুক এবং সফল মনে করুক। এই বিশ্বাস তাকে বাস্তবতার সঙ্গে দূরে রাখে।
সে নিজের যোগ্যতা এবং বাস্তবিক সীমাবদ্ধতা বুঝতে পারেনি। এটি তার পেশাগত ব্যর্থতা, পারিবারিক দ্বন্দ্ব এবং মানসিক বিপর্যয়ের মূল কারণ। Arthur Miller এর মাধ্যমে, উইলির এই অহংকার আধুনিক মানুষের স্বপ্ন, প্রত্যাশা, এবং সমাজের চাপের সঙ্গে মানসিক দুর্বলতার সম্পর্ককে দেখায়।

0
Updated: 1 week ago
Who is Biff in Death of a Salesman?
Created: 2 months ago
A
Willy’s brother
B
Willy Loman’s elder son
C
Neighbor
D
Friend

0
Updated: 2 months ago
Why does Biff steal things repeatedly in the play?
Created: 3 weeks ago
A
To rebel against Willy’s values and illusions
B
To earn money for family
C
To prove he is clever
D
To take revenge on Charley
Biff বারবার চুরি করে, যেমন হাইস্কুলে ফুটবল আর পরে Bill Oliver-এর কলম। এগুলো কেবল অপরাধ নয়, বরং প্রতীকী বিদ্রোহ। Willy সবসময় তাকে বলেছে charm আর ব্যক্তিত্বই সাফল্য আনে, কঠোর পরিশ্রম নয়। Biff চুরির মাধ্যমে অবচেতনভাবে সেই ভ্রান্ত স্বপ্নকে প্রত্যাখ্যান করে। সে সঠিকভাবে কাজ করে সফল হতে পারে না, কারণ বাবার স্বপ্ন তাকে বিভ্রান্ত করেছে। চুরি তার হতাশা ও বিদ্রোহের বহিঃপ্রকাশ। টাকা কামানো (b), cleverness প্রমাণ (c) বা Charley-এর বিরুদ্ধে প্রতিশোধ (d) আসল কারণ নয়।

0
Updated: 3 weeks ago