Which poet wrote The Tower?
A
William Butler Yeats
B
T. S. Eliot
C
Robert Browning
D
Alfred Tennyson
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
What does Yeats mean by “the world’s fate” in the poem "A Prayer for My Daughter"?
Created: 1 month ago
A
His own future
B
The future of his daughter and her generation
C
The future of Ireland’s politics
D
The spiritual destiny of mankind
Yeats কবিতায় “the world’s fate” বলতে বোঝাচ্ছেন তার কন্যার ভবিষ্যৎ এবং তার প্রজন্মের ভবিষ্যৎ। তিনি চান, তার কন্যা একটি অস্থির দুনিয়া থেকে মুক্ত হয়ে শান্তিপূর্ণ এবং সুরক্ষিত জীবন কাটাক।

1
Updated: 1 month ago
The full name of W. B. Yeats is -
Created: 3 weeks ago
A
William Bill Yeats
B
William Butler Yeats
C
Winston Barrett Yeats
D
William Bernard Yeats
William Butler Yeats (1865–1939) একজন আইরিশ কবি ও নাট্যকার, যাকে Ireland-এর National Poet বলা হয়। তিনি তার সাহিত্যকর্মে symbolism ও mysticism ব্যবহার করেছেন এবং আয়ারল্যান্ডের ঐতিহ্য ও রাজনীতি দ্বারা প্রভাবিত হয়েছেন। জন্মভূমির প্রতি তার ভালোবাসা তার কবিতায় স্পষ্টভাবে প্রতিফলিত। ১৯২৩ সালে তিনি প্রথম আইরিশ হিসেবে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। এছাড়া, তিনি Abbey Theatre প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রধান কবিতা:
-
The Wild Swans at Coole
-
The Tower
-
The Winding Stair and Other Poems
-
The Second Coming
-
The Cat and the Moon
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
Among School Children
-
A Prayer for My Daughter
-
When You Are Old
-
Easter 1916
-
September 1913
-
The Wanderings of Oisin
-
Leda and The Swan
প্রধান নাটক (Plays):
-
At the Hawk’s Well
-
The Resurrection
-
The Only Jealousy of Emer
-
The Dreaming of the Bones
-
Four Plays for Dancers
-
Calvary
-
Cathleen ni Houlihan
-
The Countess Cathleen
প্রবন্ধ ও Prose:
-
A Vision
-
Celtic Twilight (essay)
উৎস:

0
Updated: 3 weeks ago
Who penned the poem "The Second Coming"?
Created: 4 weeks ago
A
T.S. Eliot
B
W. B. Yeats
C
W. H. Auden
D
Dylan Thomas
“The Second Coming” কবিতার রচয়িতা W. B. Yeats, একজন প্রখ্যাত আইরিশ কবি ও নাট্যকার। কবিতাটি দুই স্তবকবিশিষ্ট blank verse এ রচিত এবং প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্বব্যাপী বিশৃঙ্খলা ও নৈতিক অধঃপতনকে কেন্দ্র করে লেখা। Yeats এখানে খ্রিস্টান ধারণা অনুযায়ী যীশুর পুনরাগমন (Second Coming) উল্লেখ করলেও, কবিতায় তিনি ভয়ঙ্কর বিপর্যয়ের পূর্বাভাস দেন। এটি মূলত ভবিষ্যদ্বাণীমূলক কবিতা, যেখানে যুদ্ধোত্তর বিশৃঙ্খল পরিস্থিতি ও সভ্যতার অনিশ্চিত ভবিষ্যৎ ফুটে উঠেছে।
-
কবিতার মূল থিম:
-
বিশ্বের বিশৃঙ্খলা ও নৈতিক বিপর্যয়
-
সভ্যতার পতন এবং এক নতুন ভয়ের যুগের আগমন
-
ভবিষ্যতের এক ভয়াবহ রূপ
-
-
William Butler Yeats (1865–1939)
-
আইরিশ কবি, নাট্যকার এবং সাহিত্যিক
-
Modern Period-এর গুরুত্বপূর্ণ সাহিত্যিক
-
তার কবিতা ও নাটক আয়ারল্যান্ডের ঐতিহ্য এবং রাজনীতি দ্বারা প্রভাবিত
-
জন্মভূমির প্রতি ভালোবাসার প্রকাশ তার কবিতায় লক্ষ্য করা যায়
-
Ireland-এর National Poet হিসেবে পরিচিত
-
১৯২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন, প্রথম আইরিশ হিসেবে
-
-
বিখ্যাত কবিতা:
-
Easter 1916
-
September 1913
-
No Second Troy
-
The Second Coming
-
A Prayer for My Daughter
-
The Tower
-
The Stolen Child
-
Sailing to Byzantium
-
The Lake Isle of Innisfree
-
The Man Who Dreamed of Fairyland
-
An Irish Airman Foresees His Death
-

0
Updated: 4 weeks ago