Iambic Pentameter is most closely associated with which writer?
A
William Blake
B
William Shakespeare
C
Samuel Beckett
D
Charles Dickens
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
'The Sun Also Rises' is a novel written by-
Created: 2 months ago
A
Charles Dickens
B
Herman Melville
C
Earnest Hemingway
D
Thomas Hardy
The Sun Also Rises (উপন্যাস)
-
'The Sun Also Rises' উপন্যাসটি Ernest Hemingway এর লেখা। এটি তার প্রথম গুরুত্বপূর্ণ উপন্যাস, যা তাকে একজন সফল ঔপন্যাসিক হিসেবে পরিচিত করে তোলে।
-
প্রকাশকাল: ১৯২৬ সাল।
-
বিকল্প নাম: Fiesta নামে উপন্যাসটি লন্ডনে প্রকাশিত হয়েছিল।
-
উপন্যাসটিতে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের তরুণ সমাজ—যাদের “Lost Generation” বলা হয়—তাদের জীবনের বিশৃঙ্খলা, হতাশা এবং যুদ্ধ-পরবর্তী মানসিক অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে।
-
কাহিনী মূলত স্পেন ও প্যারিস-কে ঘিরে আবর্তিত হয়েছে।
মূল চরিত্রসমূহ:
-
Jake Barnes – উপন্যাসের প্রধান চরিত্র, যুদ্ধের কারণে শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত।
-
Lady Brett Ashley – স্বাধীনচেতা এবং Jake-এর প্রেমিকা।
-
Robert Cohn – এক সাবেক বক্সার ও Jake-এর বন্ধু।
-
Bill Gorton – হাস্যরসপ্রিয় চরিত্র এবং Jake-এর বন্ধু।
-
Mike Campbell – Brett-এর প্রেমিক।
-
Pedro Romero – তরুণ ও প্রতিভাবান বুলফাইটার।
-
Montoya – স্পেনের বুলফাইটিং হোটেলের মালিক।
-
Frances Clyne – Robert Cohn-এর বান্ধবী।
Ernest Hemingway সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য
-
জন্ম: ১৮৯৯, ইলিনয়, আমেরিকা।
-
পেশা: প্রধানত ঔপন্যাসিক হিসেবে খ্যাতি অর্জন করেন।
-
তার সংক্ষিপ্ত, সহজ এবং প্রভাবশালী লেখার ধরণ ২০ শতকের ইংরেজি সাহিত্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।
তার বিখ্যাত উপন্যাসসমূহ
-
The Sun Also Rises
-
A Farewell to Arms
-
The Old Man and the Sea
-
Green Hills of Africa
উল্লেখযোগ্য যে, "The Sun is Rising" শিরোনামে John Donne-এর একটি বিখ্যাত কবিতাও রয়েছে, যা এই উপন্যাসের সঙ্গে সম্পর্কিত নয়।
তথ্যসূত্র:Encyclopedia Britannica

0
Updated: 2 months ago
The plural of 'Nucleus' is-
Created: 4 weeks ago
A
Nucleii
B
Nucleis
C
Nuclei
D
Nuclesis
The plural of ‘Nucleus’ is Nuclei.
Nucleus (noun):
-
English meaning: The central and most important part of an object, movement, or group, forming the basis for its activity and growth; a basic or essential part: core
-
Bangla meaning: কেন্দ্রীয় বা মূল অংশ, যাকে ঘিরে অন্যান্য অংশ বিন্যস্ত বা সংহত হয়; বিশেষত পরমাণুর প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় অংশ; মূলাধার; পরমাণুকেন্দ্র
Plural form: Nuclei (also nucleuses)
Source:

0
Updated: 4 weeks ago
What does the literary term 'Pun' mean?
Created: 1 month ago
A
The perspective from which the narrator tells his story.
B
A Self-contradictory statement that hides a rational meaning.
C
The speaker in a poem or novel.
D
A play upon words which are similar in sound but different in meaning
উত্তর হবে Pun। এটি এমন একটি সাহিত্যিক কৌশল যেখানে শব্দের ধ্বনিগত মিল থাকলেও ভিন্ন অর্থ প্রকাশ পায়, অর্থাৎ শব্দকে দুই বা ততোধিক ভিন্ন অর্থে ব্যবহার করা হয়।
Pun বা Paronomasia
-
শব্দের এক ধরনের মজার বা ছলনাময় ব্যবহার, যেখানে একটি শব্দ একাধিক অর্থে বোঝানো হয়।
-
সাহিত্যে অনেক লেখক এই কৌশল ব্যবহার করে, এমনকি তাদের লেখার শিরোনামেও।
-
উদাহরণ: Hemingway-এর Farewell to Arms শিরোনামে Arms শব্দটি দুই অর্থে ব্যবহৃত হয়েছে—যুদ্ধ/অস্ত্র এবং প্রেমিকার হাত।
অন্য বিকল্পগুলো কেন নয়
-
Point of View: গল্প বলার দৃষ্টিকোণ বা narrator-এর দৃষ্টিভঙ্গি।
-
Paradox: স্বপরস্পরের বিপরীত একটি বিবৃতি যা আভ্যন্তরীণ অর্থ বহন করে।
-
Persona: কবিতা বা উপন্যাসে বক্তা বা চরিত্র।

0
Updated: 1 month ago