In which metermeter is the line "Shall I compare thee to a summer's day?" written?
A
Trochaic Tetrameter
B
Iambic Pentameter
C
Dactylic Trimeter
D
Anapestic Pentameter
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
Who wrote Lycidas?
Created: 2 weeks ago
A
John Keats
B
W. Wordsworth
C
John Milton
D
P.B. Shelley
Lycidas হলো John Milton রচিত একটি এলিজি কবিতা, যা একটি শোকগাঁথা হিসেবে লেখা হয়েছে। কবি তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু Edward King-এর জাহাজ দুর্ঘটনায় মৃত্যু উপলক্ষে এই কবিতা রচনা করেছিলেন। এটি ১৬৩৮ সালে প্রকাশিত হয় এবং Pastoral elegy-এর ধরনে লেখা।
-
লেখক: John Milton
-
প্রকাশকাল: ১৬৩৮
-
ধরণ: Pastoral elegy
-
লিখিত প্রসঙ্গ: Edward King-এর মৃত্যু, Milton-এর বন্ধু ও সহপাঠী
-
ভাষা: ইংরেজি
John Milton সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একজন English poet, pamphleteer, এবং historian।
-
William Shakespeare-এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
-
সবচেয়ে পরিচিত রচনা: Paradise Lost, যা English সাহিত্যে সর্বশ্রেষ্ঠ মহাকাব্য হিসেবে widely regarded।
John Milton-এর কিছু গুরুত্বপূর্ণ কাজ:
-
Paradise Lost (Epic)
-
Paradise Regained (Epic)
-
Of Education (Prose)
-
Lycidas (Elegy)
-
On Shakespeare (প্রথম প্রকাশিত কবিতা)

0
Updated: 2 weeks ago
Hours of Idleness was written by
Created: 2 weeks ago
A
Lord Byron
B
John Keats
C
P.B. Shelley
D
John Milton
Hours of Idleness হলো Lord Byron রচিত তার প্রথম কবিতা সংকলন, যা ১৮০৭ সালে প্রকাশিত হয়। তখন তিনি মাত্র ১৯ বছর বয়সী ছিলেন। কবিতাগুলো সাধারণভাবে সর্বোচ্চ মাত্রায় সাধারণ হিসেবে মূল্যায়িত হয়েছে এবং প্রতিটি কবিতার রচনার তারিখ বইয়ে উল্লেখ করা হয়। সংকলন প্রকাশের পর, "The Edinburgh Review"-এ প্রকাশিত সমালোচনামূলক নিবন্ধে Byron-এর কাজ তীব্রভাবে সমালোচিত হয়। এর প্রতিক্রিয়ায় ১৮০৯ সালে তিনি "English Bards and Scotch Reviewers" নামের একটি ব্যঙ্গাত্মক কবিতা প্রকাশ করেন, যেখানে সমালোচকদের তীব্র সমালোচনা করা হয়েছে।
-
লেখক: Lord Byron (George Gordon Byron, 1788-1824)
-
ধরণ: Poetry
-
প্রকাশকাল: ১৮০৭
-
প্রসঙ্গ: তার প্রথম কবিতা সংকলন, সমালোচনার প্রতিক্রিয়ায় ব্যঙ্গাত্মক কবিতা
Lord Byron সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
তিনি একজন British Romantic Poet এবং Satirist
-
পরিবার: ষষ্ঠ Baron Byron, একটি দ্রুত নিস্প্রাণ হয়ে আসা অভিজাত পরিবার থেকে
-
১৭৯৮ সালে ১০ বছর বয়সে বড়-চাচা William Byron-এর উপাধি অর্জন করে আনুষ্ঠানিকভাবে Lord Byron হিসেবে স্বীকৃত হন
Lord Byron-এর উল্লেখযোগ্য কবিতাসমূহ:
-
Hours of Idleness
-
Don Juan
-
She Walks in Beauty
-
Love and Death

0
Updated: 2 weeks ago
Who is the author of the play "Riders to the Sea"?
Created: 1 month ago
A
John Millington Synge
B
Dylan Thomas
C
Rudyard Kipling
D
Joseph Conrad
• The author of the play "Riders to the Sea" is – John Millington Synge.
• Riders to the Sea
-
One-act play by John Millington Synge
-
লেখা ১৯০৩ সালে, মঞ্চস্থ ১৯০৪ সালে
-
সমালোচকদের মতে, dramatic literature এর অন্যতম শ্রেষ্ঠ one-act play
-
কেন্দ্রীয় চরিত্র: Maurya
• Summary
-
নাটকটি আরান দ্বীপের জীবনচিত্র তুলে ধরে।
-
Maurya সমুদ্রের প্রতি ভয় ও শোকের সম্মুখীন হন।
-
পরিবারের বহু সদস্য, বিশেষ করে পুত্ররা, সমুদ্রের তীব্রতা ও অনিশ্চয়তার কারণে হারিয়ে যায়।
-
মানুষের দুর্বলতা এবং প্রকৃতির অসীম শক্তির মাঝে সংঘটিত সংঘর্ষ দেখানো হয়।
-
প্রতিটি ক্ষতি ও বিচ্ছেদের মধ্যে মৃত্যুর অনিবার্যতা স্পষ্ট।
• John Millington Synge (1871 - 1909)
-
Irish dramatist
• Famous Works
-
In the Shadow of the Glen (1903)
-
Riders to the Sea (1904)
-
The Well of the Saints (1905)
-
The Playboy of the Western World (1907)
-
The Tinker’s Wedding (1907)
-
Deirdre of the Sorrows (1910)
Source: An ABC of English Literature – Dr. M Mofizar Rahman, Britannica

0
Updated: 1 month ago