A
Over
B
In between
C
Among
D
Between
উত্তরের বিবরণ
• দুইজন এর মাঝে ভাগ করা বুঝাতে Between ব্যবহার হয়।
- যেমন: The decision was made to distribute the tasks evenly between the two teams.
• দুইয়ের অধিক বা অনেকের মধ্যে ভাগ করে দেওয়া বুঝাতে among ব্যবহার হয়।
- যেমন: The cookies were shared among the children at the party.
• যেহেতু প্রশ্নে দুইজনের মধ্যে টাকা ভাগ করে দেয়া বুঝিয়েছে তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - between.
- Complete Sentence: He divided the money between the two children.
- Bangla Meaning: তিনি দুইজন শিশুর মাঝে টাকা ভাগ করে দিয়েছিলেন।

0
Updated: 1 month ago
Of the four alternatives, find the one that best fits into the blank space: While living in poverty, the poet had to _____ a great deal of sufferings.
Created: 3 weeks ago
A
see through
B
put up with
C
pass by
D
fall back
Put up with এখানে সঠিক ফ্রেজ।
পূর্ণ বাক্য: While living in poverty, the poet had to put up with a great deal of sufferings.
বাংলা অর্থ: দারিদ্র্যের মধ্যে জীবনযাপনকালে কবিকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছিল।
Put up with (idiom):
-
English Meaning: To tolerate or endure something.
-
বাংলা অর্থ: সহ্য করা, বিনা প্রতিবাদে মেনে নেওয়া।
-
সমার্থক শব্দ: tolerate, endure, accept, bear, take, swallow, brook।
অপশনের অন্যান্য ফ্রেজগুলোর অর্থ:
-
see through
-
English Meaning: বুঝে ফেলা বা কারও ফন্দি ধরা।
-
বাংলা অর্থ: কারও চালাকি বা আসল স্বভাব ধরে ফেলা।
-
-
pass by
-
English Meaning: নজরে না আসা বা গুরুত্ব না পাওয়া।
-
বাংলা অর্থ: লক্ষ্য না করা; উপেক্ষা করা।
-
-
fall back
-
English Meaning: পিছিয়ে যাওয়া বা সরে যাওয়া।
-
বাংলা অর্থ: পশ্চাদপসরণ করা; পিছু হটা।
-
তথ্যসূত্র: Oxford Learner’s Dictionary এবং বাংলা একাডেমির Accessible Dictionary

0
Updated: 3 weeks ago
In order to improve farming methods, we need ____.
Created: 1 month ago
A
machine
B
machinery
C
a machinery
D
machineries
শূন্যস্থান পূরণের সঠিক উত্তর:
Complete Sentence: In order to improve farming methods, we need machinery.
• Machinery
English Meaning: The working parts or system of machines.
Bangla Meaning: যন্ত্রপাতি বা যন্ত্রের কলকব্জা।
• Machine শব্দটি গণনাযোগ্য (countable noun)।
-
সেক্ষেত্রে একবচনে a machine এবং বহুবচনে machines ব্যবহার করা হয়।
-
তাই শূন্যস্থানে machine বসালে অর্থগত ও ব্যাকরণগত অসঙ্গতি দেখা দিত।
অন্যদিকে,
-
Machinery একটি অগণনীয় (uncountable) বিশেষ্য।
-
এর আগে সাধারণত a, an, বা the জাতীয় article বসে না এবং এর কোনো বহুবচন রূপ হয় না।
-
তাই বাক্যে সঠিক ও প্রাসঙ্গিক শব্দ হিসেবে machinery ব্যবহৃত হয়েছে।

0
Updated: 1 month ago
Pick appropriate preposition for the following sentence: Noureen will discuss the issue with Nasir ____ phone.
Created: 2 weeks ago
A
in
B
over
C
by
D
On
Phone শব্দটির পূর্বে preposition হিসাবে by বসে।
- কিন্তু the phone এর পূর্বে over/on, preposition হিসাবে বসে।
- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে phone এর পুর্বে 'the' বসে নি, তাই সঠিক উত্তর হবে - by.
Complete sentence: Noureen will discuss the issue with Nasir by phone.
• preposition এর নিয়মানুযায়ী -
• By phone: The company can be reached by phone on this number.
• Over the phone: You can arrange a mortgage online, over the phone, or through a meeting.
• On the phone: She has spent hours on the phone in recent weeks, talking to negotiators in a labor dispute.
Source: Cambridge Dictionary

0
Updated: 2 weeks ago