কোন দেশ জাতিসংঘের স্থায়ী সদস্য নয়
A
যুক্তরাষ্ট্র
B
যুক্তরাজ্য
C
ব্রাজিল
D
ফ্রান্স
উত্তরের বিবরণ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ রয়েছে, যারা এটির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের অংশীদার। এই পাঁচটি দেশ হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, এবং রাশিয়া।
-
স্থায়ী সদস্য দেশ: নিরাপত্তা পরিষদের এই সদস্যদের বিশেষ ক্ষমতা রয়েছে, যেমন তারা নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তে ভেটো দিতে পারে।
-
ব্রাজিল: ব্রাজিল জাতিসংঘের স্থায়ী সদস্য নয়, বরং এটি একাধিক ক্ষেত্রে অংশগ্রহণকারী সদস্য দেশ। এটি নিরাপত্তা পরিষদের সদস্য হতে চাইলেও এখনও তা অর্জন করতে পারেনি।
-
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স: এই তিনটি দেশ জাতিসংঘের স্থায়ী সদস্য।
-
চীন ও রাশিয়া: এদেরও স্থায়ী সদস্য পদ রয়েছে।
তাহলে, সঠিক উত্তর হলো গ) ব্রাজিল, যেহেতু এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়।
0
Updated: 4 days ago
জাতিসংঘের স্থায়ী সদস্য:
Created: 2 months ago
A
জাপান, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, কানাডা, যুক্তরাষ্ট্র
B
ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন
C
যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রিটেন, ব্রাজিল, চীন, নাইজেরিয়া
D
উত্তর কোরিয়া, পাকিস্তান, ভারত, ইসলায়েল, চীন
জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদ
জাতিসংঘ (United Nations, UN)
-
বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা।
-
এটি পূর্বের জাতিপুঞ্জ (League of Nations) এর উত্তরসূরী।
-
সনদ স্বাক্ষর: ২৬ জুন ১৯৪৫, স্থান: সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র।
-
প্রতিষ্ঠা: ২৪ অক্টোবর ১৯৪৫।
-
প্রাথমিক সদস্য সংখ্যা: ৫১টি, বর্তমান সদস্য: ১৯৩টি।
-
সর্বশেষ যোগ হওয়া দেশ: দক্ষিণ সুদান।
-
সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
-
দাপ্তরিক ভাষা: ৬টি (ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ, আরবি)।
-
কার্যকরী ভাষা: ২টি (ইংরেজি ও ফ্রেঞ্চ)।
-
স্থায়ী পর্যবেক্ষক: ২টি (ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন)।
জাতিসংঘের প্রধান ৬টি অঙ্গসংস্থা:
-
সাধারণ পরিষদ (General Assembly)
-
নিরাপত্তা পরিষদ (Security Council)
-
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council)
-
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (International Court of Justice)
-
তত্ত্বাবধায়ক পরিষদ (Trusteeship Council)
-
সচিবালয় (Secretariat)
নিরাপত্তা পরিষদ (UN Security Council)
-
মোট ১৫ সদস্য নিয়ে গঠিত।
-
স্থায়ী সদস্য: ৫টি দেশ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পরাশক্তি:
-
চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
-
এ পাঁচ দেশকে একত্রে P-৫ বলা হয়।
-
-
নিরাপত্তা পরিষদ নতুন সদস্যের জন্য সাধারণ পরিষদকে সুপারিশ করে।
-
মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগেও নিরাপত্তা পরিষদের সুপারিশ প্রয়োজন।
-
মহাসচিব নির্বাচিত হন নিরাপত্তা পরিষদের সুপারিশ এবং সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটে।
-
নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কিত নিয়ম জাতিসংঘ সনদ, ২৩ নং অনুচ্ছেদে উল্লেখ আছে।
অস্থায়ী সদস্য:
-
নির্বাচিত হয় ২ বছরের জন্য।
-
বর্তমান দশটি অস্থায়ী সদস্য:
-
২০২৪: ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক, সুইজারল্যান্ড
-
২০২৫: আলজেরিয়া, গায়ানা, কোরিয়া, সিয়েরা লিওন, স্লোভেনিয়া
-
উৎস: UN Security Council ওয়েবসাইট।
0
Updated: 2 months ago
ইউরোপীয় ইউনিয়নের (EU) বর্তমান সদস্য দেশের সংখ্যা - [আগস্ট - ২০২৫]
Created: 1 month ago
A
২৮টি
B
২৯টি
C
২৭টি
D
৩০টি
ইউরোপিয়ান ইউনিয়ন (EU)
-
পূর্ণরূপ: European Union
-
প্রতিষ্ঠা: ১ নভেম্বর, ১৯৯৩
-
প্রকার: রাজনৈতিক ও অর্থনৈতিক জোট
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম
-
মুদ্রা: ইউরো (€)
-
সদস্য দেশ সংখ্যা: ২৭টি [আগস্ট ২০২৫ অনুযায়ী]
ইইউ-এর ২৭টি দেশ:
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল
0
Updated: 1 month ago
বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য?
Created: 3 months ago
A
১৮৩
B
১৮৮
C
১৯৩
D
১৯৭
জাতিসংঘ
-
বর্তমানে বিশ্বের ১৯৩টি দেশ জাতিসংঘের সদস্য।
-
দক্ষিণ সুদান হলো জাতিসংঘের সর্বশেষ (১৯৩তম) সদস্য দেশ, যা ২০১১ সালের ১৪ জুলাই যোগ দেয়।
জাতিসংঘের জন্ম ও ইতিহাস
-
১৯৪৫ সালের ২৪ অক্টোবর, জাতিসংঘের সনদ কার্যকর হওয়ার মাধ্যমে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
-
এর আগে, ১৯৪৫ সালের ২৬ জুন, যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে এই সনদে স্বাক্ষর করা হয়।
-
প্রথমদিকে ৫১টি দেশ ছিল জাতিসংঘের সদস্য।
-
এখন এর সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩টি (জুলাই ২০২৫ পর্যন্ত)।
জাতিসংঘের কিছু গুরুত্বপূর্ণ তথ্য
-
জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে।
-
এর স্থপতি ছিলেন ডব্লিউ হ্যারিসন।
বাংলাদেশের অংশগ্রহণ
-
বাংলাদেশ জাতিসংঘে ১৭ সেপ্টেম্বর ১৯৭৪ সালে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়।
-
বাংলাদেশ ছিল ১৩৬তম সদস্য দেশ।
তথ্যসূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।
0
Updated: 3 months ago