ich of the following meters contains five feet in a line?
A
Trimeter
B
Tetrameter
C
Pentameter
D
Hexameter
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
Pick the correct sentence from the options below.
Created: 4 weeks ago
A
Hundred kilometers are too far to run.
B
Every students are not present today in the class.
C
One should take care of his health.
D
He asked for some advice about his career.
Correct Sentence: He asked for some advice about his career।
-
কারণ advice হচ্ছে uncountable noun, তাই এর plural form হয় না। এটি singular verb বা singular context নেয়।
Advice (Noun)
-
English Meaning: An opinion or a suggestion about what somebody should do in a particular situation.
-
Bangla Meaning: উপদেশ; পরামর্শ।
Usage Notes:
-
Advice একটি uncountable noun।
-
এর আগে article (a/an) ব্যবহার করা যায় না এবং plural form নেই।
-
নির্দিষ্ট বোঝাতে the ব্যবহার করা হয়।
-
Plural করতে হলে a piece of advice (singular) কে two pieces of advice (plural) লিখতে হয়।
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
-
ক) একক সমষ্টি বোঝাতে যেমন অর্থ, সময়, দূরত্ব, singular verb ব্যবহার হয়, যদিও plural noun থাকে। উদাহরণ: Hundred kilometers is…
-
খ) Every এর সাথে plural noun (students) singular subject তৈরি করে, তাই verb singular হয়।
-
ঘ) his এর পরিবর্তে one’s হবে। কারণ one-এর possessive case হলো one’s।
Source:

0
Updated: 4 weeks ago
Identify the correct sentence:
Created: 3 weeks ago
A
The mayor, together with the council members, were addressing the public.
B
The mayor, together with the council members, are addressing the public.
C
The mayor, together with the council members, is addressing the public.
D
The mayor, together with the council members, have been addressing the public.
Complete Sentence: The mayor, together with the council members, is addressing the public.
-
Bangla Meaning: মেয়র, কাউন্সিল সদস্যদের সঙ্গে মিলেমিশে, জনসাধারণকে সম্বোধন করছেন।
নিয়মাবলী:
-
যখন কোনো noun বা pronoun-এর সাথে with, together with, along with, as well as, in addition to, accompanied with/by, and not, including, excluding, but, except ইত্যাদি phrase আসে, তখন verb সর্বদা প্রথম subject অনুযায়ী হয়।
-
অর্থাৎ, প্রথম subject singular হলে verb singular, আর প্রথম subject plural হলে verb plural হবে।
উদাহরণ:
-
The singer, together with her band, is performing tonight.
-
The principal, together with the teachers, is organizing the event.
-
The chef, together with the sous-chef, is preparing the special dish.
-
The scientist, together with the research team, is publishing the findings.

0
Updated: 2 weeks ago
In which Shakespearean play do the characters "Isabella" and "Claudio" appear?
Created: 1 month ago
A
All's Well That Ends Well
B
A Comedy of Errors
C
As You Like It
D
Measure for Measure
Measure for Measure
-
লিখেছেন William Shakespeare।
-
এটি একটি 5-act Dark Comedy, প্রায় 1603–04 সালে লেখা এবং 1623 সালের প্রথম ফলিওতে প্রকাশিত।
সংক্ষেপে গল্প:
-
Duke of Vienna তার ক্ষমতা অস্থায়ীভাবে Angelo কে দেন।
-
Angelo কঠোর আইন প্রয়োগ করে Claudio কে মৃত্যুদণ্ড দেন, কারণ সে তার প্রেমিকা Juliet কে গর্ভবতী করেছে।
-
Isabella, Claudio এর বোন ও একজন novice nun, ভাইকে বাঁচানোর জন্য Angelo এর কাছে অনুরোধ করে।
-
Angelo প্রস্তাব দেয়: Claudio কে মুক্ত করতে হলে Isabella কে তার সতীত্ব ত্যাগ করতে হবে। Isabella রাজি হয় না।
-
Duke ছদ্মবেশে ঘটনা পর্যবেক্ষণ করেন। শেষ পর্যন্ত, সত্য প্রকাশ পায়, Claudio মুক্ত হয়, এবং Angelo এর অন্যায় প্রকাশ পায়।
-
Duke Isabella কে বিয়ের প্রস্তাব দেন, এবং নাটকটি ন্যায়বিচারের মাধ্যমে শেষ হয়।
প্রধান চরিত্রসমূহ:
-
Isabella
-
Vincentio (Duke)
-
Claudio
-
Lord Angelo
-
Juliet
-
Mistress Overdone
William Shakespeare
-
জন্ম: 26 এপ্রিল 1564, Stratford-upon-Avon, England
-
মৃত্যু: 23 এপ্রিল 1616, Stratford-upon-Avon
-
ডাকনাম: Bard of Avon / Swan of Avon
-
প্রখ্যাত ইংরেজ কবি, নাট্যকার ও অভিনেতা।
-
মোট 37 নাটক লিখেছেন।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Titus Andronicus, Antony and Cleopatra, Romeo and Juliet
-
Tragi-comedy: The Merchant of Venice, The Winter's Tale, Cymbeline, Troilus and Cressida, Measure for Measure
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night's Dream, Much Ado About Nothing
-
Historical play: Julius Caesar, Henry IV (Parts I & II), Henry V, Richard III, King John
Source: An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman; Britannica

0
Updated: 1 month ago