A
Late speech
B
Early speech
C
Final speech
D
First speech
উত্তরের বিবরণ
Maiden Speech
English Meaning:
-
কোনো রাজনীতিবিদের প্রথম বক্তৃতা, যেটি তিনি সংসদে সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর দেন।
-
ব্রিটিশ পার্লামেন্টে (House of Commons বা House of Lords) কোনো সদস্যের প্রথম আনুষ্ঠানিক বক্তৃতা।
Bangla Meaning:
-
প্রথম বক্তৃতা বা প্রথম ভাষণ।
Example Sentences:
-
আমি এই বিতর্কে আমার প্রথম বক্তৃতা দেওয়ার সুযোগ পেয়ে খুবই কৃতজ্ঞ।
-
আমি আমার প্রথম বক্তৃতায় গণভোট নিয়ে কথা বলেছিলাম এবং পরবর্তীতে আরও কয়েকবার তা করেছি।
সহজভাবে বুঝালে:
Maiden Speech মানে হলো – সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর কোনো ব্যক্তির প্রথম বক্তৃতা।
Sources: Cambridge Dictionary

0
Updated: 1 month ago
"Read between the lines" এর অর্থ কী?
Created: 1 week ago
A
To analyze the grammar of the text
B
To enjoy reading silently
C
To understand the hidden meaning
D
To read the lines in reverse order
"Read between the lines" → To understand the hidden meaning
-
English Meaning: Look for or discover a meaning that is implied rather than explicitly stated.
-
Bangla Meaning: ভাল করে পড়ে অন্তর্নিহিত অর্থ বুঝে নেওয়া।
Example Sentence:
-
Read between the lines, so that you won't miss anything important.
-
Bangla Meaning: মনোযোগের সাথে অধ্যয়ন করে অন্তর্নিহিত অর্থ বোঝবার চেষ্টা করো, যেন গুরুত্বপূর্ণ কিছু তোমার কাছ থেকে ছুটে না যায়।
Source: Live MCQ Lecture

0
Updated: 1 week ago
The meaning of the word 'obese' is-
Created: 1 month ago
A
very fat
B
ugly
C
tardy
D
obnoxious
Obese (Adjective)
English Definition: Excessively overweight in a manner that poses a health risk; severely fat.
Bengali Definition: অতিরিক্ত স্থূল বা এমন মোটা, যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
• Example Sentence:
-
She wasn’t just a little overweight — her condition was medically classified as obese.
• অন্যান্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Ugly: দেখতে খুবই খারাপ; আকর্ষণহীন; অসুন্দর; কুরূপ।
-
Tardy: সময়মতো না আসা; ধীরগতির; দেরিতে উপস্থিত বা সম্পন্ন হওয়া।
-
Obnoxious: অত্যন্ত বিরক্তিকর বা জঘন্য আচরণ; নোংরা বা অগ্রহণযোগ্য স্বভাবের।
তথ্যসূত্র: কেমব্রিজ ডিকশনার, অ্যাক্সেসিবল ডিকশনারি, বাংলা একাডেমি.

0
Updated: 1 month ago
ILLUSIVE means
Created: 2 months ago
A
Not deceptive
B
Not certain
C
Not obvious
D
Not coherent
Illusive means - deceptive; illusory.
ক) Not deceptive - Near Opposite meaning
খ) Not certain - Near similar meaning
গ) Not obvious - Near similar meaning
ঘ) Not coherent - Near similar meaning
যেহেতু, 'most nearly similar or opposite in meaning' চাওয়া হয়েছে, এবং এখানে ৩টা Similar এবং একটা Opposite. তাই, সঠিক উত্তর 'ক) Not deceptive - Near Opposite meaning' এটা নেয়াই যুক্তিযুক্ত।
শব্দগুলোর অর্থ -
• Illusive - মায়িক; অলীক; ইন্দ্রজালিক।
• Deceptive - প্রতারণামূলক; সহজে ভুল বোঝা হয় এমন।
• Certain - নিশ্চিত; সন্দেহাতীত।
• Obvious - স্পষ্টত প্রতীয়মান; পরিষ্কার; সোজা।
• Coherent - সংলগ্ন, একএ সম্মিলিত।
Source: Oxford Learner's Dictionary.

0
Updated: 2 months ago