He divided the money ___ the two children.
A
Over
B
In between
C
Among
D
Between
উত্তরের বিবরণ
• দুইজন এর মাঝে ভাগ করা বুঝাতে Between ব্যবহার হয়।
- যেমন: The decision was made to distribute the tasks evenly between the two teams.
• দুইয়ের অধিক বা অনেকের মধ্যে ভাগ করে দেওয়া বুঝাতে among ব্যবহার হয়।
- যেমন: The cookies were shared among the children at the party.
• যেহেতু প্রশ্নে দুইজনের মধ্যে টাকা ভাগ করে দেয়া বুঝিয়েছে তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - between.
- Complete Sentence: He divided the money between the two children.
- Bangla Meaning: তিনি দুইজন শিশুর মাঝে টাকা ভাগ করে দিয়েছিলেন।

0
Updated: 2 months ago
He said that he ____ the previous day.
Created: 2 months ago
A
has come
B
had come
C
came
D
arrived
✦ Direct এবং Indirect Narration সহজভাবে বুঝি:
❖ ধরো, Direct Speech এ বাক্য ছিল:
He said, “I came yesterday”.
➤ এখানে "came" হলো Past Indefinite Tense।
➤ "yesterday" সময়সূচক শব্দ।
❖ যখন এই বাক্যটিকে Indirect Speech-এ রূপান্তর করবো, তখন নিয়ম অনুযায়ী:
-
Past Indefinite → Past Perfect হয়ে যাবে।
-
yesterday → the previous day হয়ে যাবে।
✔ তাই Indirect Speech হবে:
He said that he had come the previous day.
✦ Direct ও Indirect Speech-এ Tense পরিবর্তনের সাধারণ নিয়মগুলো:
Direct Speech | Indirect Speech |
---|---|
Present Indefinite (go) | Past Indefinite (went) |
Present Continuous (is going) | Past Continuous (was going) |
Present Perfect (have gone) | Past Perfect (had gone) |
Past Indefinite (went) | Past Perfect (had gone) |
Past Continuous (was going) | Past Perfect Continuous (had been going) |
Past Perfect (had gone) | একই থাকে (had gone) |
Future Indefinite (will go) | would + verb (would go) |
✦ মনে রাখার টিপস:
-
যখন Reporting Verb (যেমন said) Past Tense-এ থাকে, তখন Reported Speech-এর Tense এক ধাপ পেছনে চলে যায়।
-
সময় ও স্থান বোঝাতে ব্যবহৃত শব্দগুলোরও পরিবর্তন হয় যেমন:
-
yesterday → the previous day
-
today → that day
-
now → then
-
tomorrow → the next day
-

0
Updated: 2 months ago
I shall not ____ the examination this year.
Created: 2 months ago
A
give
B
appear at
C
sit
D
go for
● শূন্যস্থানে সঠিক হবে - appear at
পূর্ণ বাক্য: I shall not appear at the examination this year.
এই বাক্যে “appear at” মানে হলো পরীক্ষায় অংশগ্রহণ করা।
→ appear at এর অর্থ:
ইংরেজিতে: To be present at an event (যেমন - পরীক্ষা)
বাংলায়: পরীক্ষায় অংশগ্রহণ করা
বিকল্প শব্দ বিশ্লেষণ:
ক) give:
এটি “পরীক্ষা দেওয়া” বোঝাতে ব্যবহৃত হয়, তবে এই বাক্যে “not” থাকায় অর্থ বদলে যায় এবং “give” ব্যবহার উপযুক্ত হয় না।
খ) sit:
“Sit for” পরীক্ষার ক্ষেত্রে কখনও কখনও ব্যবহৃত হয়, কিন্তু “appear at” শব্দটি বেশি আনুষ্ঠানিক ও প্রচলিত।
গ) go for:
এটি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া বোঝায়, কিন্তু সরাসরি পরীক্ষায় বসা বোঝায় না।
সিদ্ধান্ত:
"I shall not appear at the examination this year" বাক্যটি বোঝায়, আমি এই বছর পরীক্ষায় অংশগ্রহণ করব না। এটি ব্যাকরণ ও অর্থের দিক থেকে সঠিক।
তথ্যসূত্র: বাংলা একাডেমি অ্যাক্সেসিবল ডিকশনারি

0
Updated: 2 months ago
'Into the ____ of death rode the six hundred'.
Created: 2 months ago
A
city
B
tunnel
C
road
D
valley
• শূন্যস্থান পূরণ: valley
পূর্ণ বাক্য: Into the valley of Death rode the six hundred.
এই লাইনটি এসেছে আলফ্রেড টেনিসনের লেখা কবিতা ‘The Charge of the Light Brigade’ থেকে।
• উদ্ধৃত লাইন:
"Into the valley of Death
Rode the six hundred"
এই দুটি লাইন কবিতার প্রথম স্তবকের শেষ অংশ।
• The Charge of the Light Brigade:
-
এটি আলফ্রেড টেনিসন রচিত একটি বিখ্যাত কবিতা।
-
কবিতাটি ১৮৫৫ সালে প্রকাশিত হয়।
-
১৮৫৪ সালে ক্রিমিয়ান যুদ্ধের সময় ‘Battle of Balaklava’ নামক একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়, যেখানে ব্রিটিশ, ফরাসি ও তুর্কি সেনারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে।
-
এই যুদ্ধেই একদল ব্রিটিশ সৈন্য সাহসিকতার সাথে ভুল আদেশে শত্রুর মুখে এগিয়ে যায়, এবং সেই ঘটনা নিয়েই কবিতাটি লেখা হয়।
• Alfred, Lord Tennyson সম্পর্কে সংক্ষেপে:
-
পুরো নাম: Alfred Tennyson, 1st Baron Tennyson of Aldworth and Freshwater।
-
তিনি ছিলেন ভিক্টোরিয়ান যুগের একজন বিখ্যাত গীতিকবি (lyric poet)।
• টেনিসনের কিছু উল্লেখযোগ্য কবিতা ও রচনা:
-
Oenone
-
Ulysses
-
The Lotus Eaters
-
Locksley Hall
-
Tears, Idle Tears
-
Tithonus
-
The Two Voices
-
The Lady of Shalott
-
The Vision of Sin
-
Morte D'Arthur
-
The Falcon
-
In Memoriam (একটি এলিগি বা শোকগাথা)
-
Queen Mary (কমেডি)
-
Harold
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 2 months ago