A
has shone
B
shine
C
shines
D
was shining
উত্তরের বিবরণ
অতীতে যখন একটি কাজ চলছিলো, তখন যদি অন্য কোনো কাজ ঘটে, তাহলে চলমান কাজটি past continuous tense এ হবে।
-
যদি মূল বাক্যটি past tense হয়, তবে তার সঙ্গে যুক্ত বাক্যও past tense হবে।
এজন্য, শূন্যস্থানে "was shining" ব্যবহার করা উচিত।
-
পুরো বাক্য হবে: "As the sun was shining, I decided to go out."

0
Updated: 1 month ago
Of the four alternatives given under each sentence, find the one that best fits into the blank space :- The horror movie scared them out of their ______.
Created: 4 weeks ago
A
wits
B
seats
C
lives
D
funds
🔹 wits শব্দটি দিয়ে তৈরি এক জনপ্রিয় ইংরেজি বাক্যাংশ হলো ‘out of one’s wits’।
এর মানে হলো – অত্যন্ত ভয় পাওয়া, বিচলিত হওয়া বা দিশেহারা হয়ে যাওয়া।
🔸 Complete sentence:
The horror movie scared them out of their wits.
🔹 বাংলা অর্থ:
ভৌতিক সিনেমাটি তাদের খুব ভয় পাইয়ে দিয়েছিল / তারা আতঙ্কে দিশেহারা হয়ে গিয়েছিল।
🔸 Out of one’s wits
English Meaning:
To be extremely frightened or shocked.
Bangla Meaning:
ভীষণ ভয় পাওয়া / খুব বিচলিত বা পাগলপ্রায় হয়ে যাওয়া।
🔸 Example Sentence:
You’ll drive me out of my wits if you go on behaving in this way.
🔹 বাংলা অর্থ:
তুমি যদি এভাবে চলতে থাকো, তাহলে আমাকে পাগল করে দেবে।
Source: Live MCQ Lecture

0
Updated: 4 weeks ago
There is no alternative ____ training.
Created: 1 month ago
A
to
B
for
C
than
D
of
✅ শূন্যস্থানে সঠিক উত্তর: to
Complete Sentence: There is no alternative to training.
বাংলা অর্থ: প্রশিক্ষণের কোনও বিকল্প নেই।
👉 Alternative এর পরে ‘to’ ব্যবহৃত হয়, যখন বিকল্প বোঝাতে চাই।
Alternative to
ইংরেজি অর্থ: অন্য কোনও সম্ভাবনা বা পছন্দ হিসেবে যা পাওয়া যায়।
বাংলা অর্থ: বিকল্প।
উদাহরণ
-
There is no alternative to practice.
(অনুশীলনের কোনও বিকল্প নেই।) -
Is there a viable alternative to the present system?
(বর্তমান ব্যবস্থার কোনও কার্যকর বিকল্প আছে কি?)
তথ্যসূত্র: অ্যাক্সেসিবল ডিকশনারি – বাংলা একাডেমি, অক্সফোর্ড লার্নারস ডিকশনারি

0
Updated: 1 month ago
Choose the correct preposition. The tree has been blown ______ by the storm.
Created: 1 month ago
A
away
B
up
C
off
D
out
এক স্থান থেকে অন্য স্থানে উড়িয়ে নিয়ে যাওয়া (বাতাসে) বা উপড়ে ফেলা শূন্যস্থানে away বসবে।
Complete sentence: The tree has been blown away by the storm.
• Blow away
English Meaning: 1. to dissipate or remove as if with a current of air.
Bangla Meaning: ১. বাতাস যেমন উড়িয়ে দেয় তেমনি করে উড়িয়ে দেওয়া
English Meaning: 2. defeat an opponent convincingly.
Bangla Meaning: ২. প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারানো।
English Meaning: 3. impress someone greatly.
Bangla Meaning: ৩. কাউকে ভালোভাবে প্রভাবিত করা।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে -
• Blow up
English Meaning: Explode.
Bangla Meaning: বিস্ফোরিত হওয়া
Example sentence: The car blew up as soon as it hit the wall.
• Blow out
English Meaning: Be extinguished by an air current/ If a flame blows out or you blow it out, it stops burning when a person or the wind blows on it:
Bangla Meaning: নেভানো, ফুঁ দিয়ে নিভিয়ে দেওয়া; বায়ু প্রবাহের ফলে নিভে যাওয়া।
Example Sentence: Blow out the lamp.
• Blow off
English Meaning:
Bangla Meaning: নির্গত।
Example Sentence: The engine blows off carbon dioxide.
Source: Live MCQ Lecture

0
Updated: 1 month ago